২০২৩ আইপিএলের প্লে-অফের একটা চিত্র পরিষ্কার হয়ে গিয়েছে। মোটামুটি কোন দলগুলোর আশা শেষ বা শেষের পথে, সেটা বোঝা যাচ্ছে। শনিবার ডাবল হেডার ম্যাচের পর কিন্তু দিল্লি ক্যাপিটালসের আশা একেবারেই শেষ। পঞ্জাব কিংসের কাছে হেরে ক্ষীণ আশাতেও ইতি পড়ে গেল দিল্লির। বরং দিল্লিকে হারিয়ে ভেসে থাকল পঞ্জাব।
আরও পড়ুন: লিভিংস্টোনের অফস্টাম্প উড়িয়ে ফ্লাইং কিস, কাটা ঘায়ে নুনের ছিটে ইশান্তের- ভিডিয়ো
অন্য ম্যাচটিতে আবার সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টস। সেই সঙ্গে তারা লিগ টেবলের চারে উঠে এসেছে। এবং প্লে-অফের দাবীদার হিসেবে নিজেদের জায়গা কিছুটা মজবুত করেছে। এ দিকে খাতায়-কলমে হয়তো প্লে-অফে ওঠার আশা সামান্য হলেও আশা বেঁচে রয়েছে হায়দরাবাদের। কিন্তু তারাও যে কার্যত ছিটকে যাওয়ারই পথে, এটা বলাই যায়।
কলকাতা নাইট রাইডার্সের হালও এক। হয়তো এখনই জটিল অঙ্কের বিচারে বলা যাবে না, নাইটরা প্লে-অফ থেকে ছিটকে গিয়েছে। কিন্তু তাদের আশাও কার্যত শেষ।
আরও পড়ুন: ছেলের জন্যই এখনও খেলছি- পিযূষের বিধ্বংসী পারফরম্যান্সের আসল রহস্য ফাঁস হল এবার
বাকি সাতটি দল অবশ্য এখনও প্লে-অফের লড়াইয়ে রয়েছে। তার মধ্যে লিগ টেবলের এক এবং দুইয়ে থাকা গুজরাট টাইটান্স এবং চেন্নাই সুপার কিংস প্লে-অফের দরজার সামনেই দাঁড়িয়ে। মুম্বই ইন্ডিয়ান্সও দুই দলের ঘাড়েই নিঃশ্বাস ফেলছে। বাকিরাও লড়াই চালাচ্ছে।
এক ঝলকে দেখে নিন আপডেটেড পয়েন্ট টেবল:
১) টিম- গুজরাট টাইটান্স, ম্যাচ: ১২, জয়: ৮, পরাজয়: ৪, ড্র:০, পয়েন্ট: ১৬, নেট রানরেট: ০.৭৬১
২) টিম- চেন্নাই সুপার কিংস, ম্যাচ: ১২, জয়: ৭, পরাজয়: ৪, ড্র: ১, পয়েন্ট: ১৫, নেট রানরেট: ০.৪৯৩
৩) টিম- মুম্বই ইন্ডিয়ান্স: ম্যাচ: ১২, জয়: ৭, পরাজয়: ৫, ড্র: ০, পয়েন্ট: ১৪, নেট রানরেট: -০.১১৭
৪) টিম- লখনউ সুপার জায়ান্টস, ম্যাচ: ১২, জয়: ৬, পরাজয়: ৫, ড্র: ১, পয়েন্ট: ১৩, নেট রানরেট: ০.৩০৯
৫) টিম- রাজস্থান রয়্যালস, ম্যাচ: ১২, জয়: ৬, পরাজয়: ৬, ড্র:০, পয়েন্ট: ১২, নেট রানরেট: ০.৬৩৩
৬) টিম- পঞ্জাব কিংস, ম্যাচ: ১২, জয়: ৬, পরাজয়: ৬, ড্র:০, পয়েন্ট: ১২, নেট রানরেট: -০.২৬৮
৭) টিম- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, ম্যাচ: ১১, জয়: ৫, পরাজয়: ৬, ড্র:০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৩৪৫
৮) টিম- কলকাতা নাইট রাইডার্স, ম্যাচ: ১২, জয়: ৫, পরাজয়: ৭, ড্র: ০, পয়েন্ট: ১০, নেট রানরেট: -০.৩৫৭
৯) টিম- সানরাইজার্স হায়দরাবাদ, ম্যাচ: ১১, জয়: ৪, পরাজয়: ৭, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৪৭১
১০) টিম- দিল্লি ক্যাপিটালস, ম্যাচ: ১২, জয়: ৪, পরাজয়: ৮, ড্র: ০, পয়েন্ট: ৮, নেট রানরেট: -০.৬৮৬
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।