বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2023: 'জাতীয় দলে ঢুকে পড়া কেবল সময়ের অপেক্ষা', KKR তারকার পারফর্ম্যান্স দেখে বিরাট ভবিষ্যদ্বাণী হরভজনের

IPL 2023: 'জাতীয় দলে ঢুকে পড়া কেবল সময়ের অপেক্ষা', KKR তারকার পারফর্ম্যান্স দেখে বিরাট ভবিষ্যদ্বাণী হরভজনের

রিঙ্কুকে আলিঙ্গন নীতীশ রানার। ছবি- এএফপি।

KKR vs RR IPL 2023: ইডেনে কলকাতা বনাম রাজস্থান ম্যাচের আগে নাইট তারকার প্রশংসায় পঞ্চমুখ টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা।

গুজরাট টাইটানসকে তাদের ঘরের মাঠে গিয়ে হারানো সহজ কাজ নয়। তবে কলকাতা নাইট রাইডার্স সেই কঠিন কাজটাই করে দেখায় রিঙ্কু সিংয়ের সৌজন্যে। ম্যাচের শেষ ৫টি বলে পরপর ৫টি ছক্কা মেরে রিঙ্কু আমদাবাদে ঐতিহাসিক জয় এনে দেন কেকেআরকে।

সেই একবারই নয়, বরং কলকাতার পারফর্ম্যান্সে ব্যাট হাতে ধারাবাহিকভাবে নিজের অবদান রাখছেন রিঙ্কু। ইডেনে পঞ্জাব কিংসের বিরুদ্ধেও যেভাবে শেষ বলে কলকাতাকে জয় এনে দেন রিঙ্কু, তা প্রমাণ করে ফিনিশার হিসেবে কতটা পরিণত হয়ে উঠেছেন তিনি।

সব মিলিয়ে চলতি আইপিএল ব্যাট হাতে সকলকে চমকে দিয়েছেন রিঙ্কু সিং। সব দেখে শুনে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকা হরভজন সিং মনে করছেন যে, জাতীয় দলে রিঙ্কুর জায়গা পাওয়া কেবল সময়ের অপেক্ষা।

স্টার স্পোর্টসের আলোচনায় হরভজন বলেন, ‘রিঙ্কুর মাথা থেকে ইন্ডিয়া ক্যাপ খুব বেশি দূরে নেই। ও যথার্থই অনুপ্রাণিত করার মতো খেলোয়াড়। আজ যেখানে রয়েছে, সেখানে পৌঁছতে ও অত্যন্ত কঠোর প্ররিশ্রম করেছে। নিজের উপর যেভাবে বিশ্বাস রেখেছে, তার জন্য পুরো কৃতিত্ব প্রাপ্ত ওর। যে জায়গা থেকে উঠে এসেছে রিঙ্কু, সেটা জীবনের শিক্ষা। সব উঠতি ক্রিকেটারদের ওকে দেখে শেখা উচিত।’

আরও পড়ুন:- তাবড় তাবড় বোলারদের মেরে তুবড়ে দিচ্ছেন যশস্বী, পার্টটাইমার দিয়ে আটকাতে চেয়েছিল KKR, সাফাই নীতীশ রানার

একা হরভজনই নন, বরং টিম ইন্ডিয়ার আরও এক প্রাক্তন তারকা মহম্মদ কাইফও রিঙ্কুর ভূয়সী প্রশংসা করেন। কাইফ আপ্লুত রিঙ্কুর ফিনিশার ভূমিকায়। তিনি বলেন, ‘রিঙ্কু সিংকে অনেক পরিণত দেখাচ্ছে। ওর ফুটওয়ার্ক ভালো এবং ক্রমাগত প্রান্তবদল করতে পারে। রিঙ্কু জানে নিজের ফর্মকে কীভাবে ভালো ইনিংসে রূপ দিতে হয় এবং বোঝে কখন গিয়ার বদলাতে হবে। ওর বড় শট নেওয়ার ক্ষমতাও রয়েছে।’

আরও পড়ুন:- KKR vs RR: ১৩ বলে হাফ-সেঞ্চুরি করা যশস্বী নন, ইডেনে রাজস্থানের জয়ের প্রকৃত নায়ক শূন্য রানে আউট হওয়া বাটলার- ভিডিয়ো

উল্লেখ্য, রিঙ্কু সিং চলতি আইপিএলের ১২ ম্যাচে ব্যাট করতে নেমে ৫০.৪২ গড়ে ৩৫৩ রান সংগ্রহ করেছেন। হাফ-সেঞ্চুরি করেছেন ২টি।১৪৬.৪৭ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন তিনি। সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস অপরাজিত ৫৮ রানের। রিঙ্কু এখনও পর্যন্ত এবারের ইন্ডিয়ান প্রিমিয়র লিগে ২১টি চার ও দলের হয়ে সব থেকে বেশি ২২টি ছক্কা মেরেছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন