HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > RCB vs MI: হাফ-সেঞ্চুরি হাতছাড়া কোহলির, মাঠে নেমেই পরপর চার মেরে ম্যাচ জেতালেন ম্যাক্সওয়েল

RCB vs MI: হাফ-সেঞ্চুরি হাতছাড়া কোহলির, মাঠে নেমেই পরপর চার মেরে ম্যাচ জেতালেন ম্যাক্সওয়েল

দাপুটে হাফ-সেঞ্চুরি অনূজ রাওয়াতের, পরপর চার ম্যাচে হার মুম্বইয়ের।

অনূজ রাওয়াত ও বিরাট কোহলি। ছবি- আইপিএল।

সব থেকে বেশি পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন হলেও মুম্বই ইন্ডিয়ান্সের চলতি ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অভিযান শুরু হয় দুঃস্বপ্নের মতো। হারের হ্যাটট্রিক করে আরসিবির মোকাবিলায় নামেন রোহিত শর্মারা। এবার টানা চতুর্থ ম্যাচেও হারতে হল মুম্বইকে। রোহিতরা প্রথম ম্যাচে পরাজিত হন দিল্লি ক্যাপিটালসের কাছে। দ্বিতীয় ম্যাচে তাঁরা হার মানেন রাজস্থান রয়্যালসের কাছে। তৃতীয় ম্যাচে মুম্বইকে হারিয়ে দেয় কলকাতা নাইট রাইডার্স। এবার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের কাছে পর্যুদস্ত হতে হয় পল্টনদের। অন্যদিকে আরসিবি প্রথম ম্যাচেই পঞ্জাবের কাছে হারলেও পরপর তিন ম্যাচে জয় তুলে নেন ফ্যাফ ডু'প্লেসিরা। দ্বিতীয় ম্যাচে কোহলিরা পরাজিত করেন নাইট রাইডার্সকে। তৃতীয় ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর জয় তুলে নেয় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে। এবার মুম্বই ম্যাচেও জয়ের ধারা বজায় রাখেন কোহলিরা।

09 Apr 2022, 11:47 PM IST

ম্যাচের সেরা রাওয়াত

২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬৬ রানের অনবদ্য ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন আরসিবি ওপেনার অনূজ রাওয়াত।

09 Apr 2022, 11:45 PM IST

৭ উইকেটে জয়ী আরসিবি

মুম্বইয়ের ৬ উইকেটে ১৫১ রানের জবাবে ব্যাট করতে নেমে আরসিবি ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৫২ রান তুলে নেয়। ৯ বল বাকি থাকতে ৭ উইকেটে ম্যাচ জেতে ব্যাঙ্গালোর। ম্যাক্সওয়েল ২টি বাউন্ডারির সাহায্যে ২ বলে ৮ রান করে অপরাজিত থাকেন। ১টি ছক্কার সাহায্যে ২ বলে ৭ রান করে নট-আউট থাকেন দীনেশ কার্তিক। 

09 Apr 2022, 11:23 PM IST

ম্যাচ জেতালেন ম্যাক্সওয়েল

১৮.১ ওভারে কোহলি আউট হওয়ার পরে ব্যাট হাতে মাঠে নামেন গ্লেন ম্যাক্সওয়েল। তিনি প্রথম ২টি বলে পরপর চার মেরে ম্যাচ জেতান আরসিবিকে। 

09 Apr 2022, 11:19 PM IST

কোহলি আউট

আইপিএলে নিজের প্রথম বলেই কোহলির উইকেট তুলে নিলেন বেবি এবি। ১৯তম ওভারে প্রথমবার ডেওয়াল্ড ব্রেভিসের হাতে বল তুলে দেন রোহিত। প্রথম বলেই বিরাটকে এলবিডব্লিউর ফাঁদে জড়ান তিনি। কোহলি ৫টি বাউন্ডারির সাহায্যে ৩৬ বলে ৪৮ রান করে সাজঘরে ফেরেন। আরসিবি ১৪৪ রানে তিন উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান গ্লেন ম্যাক্সওয়েল।

09 Apr 2022, 11:15 PM IST

২ ওভারে দরকার ৮ রান

জয়ের জন্য শেষ ২ ওভারে আরসিবির দরকার ৮ রান। ১৮ ওভারে ব্যাঙ্গালোরের স্কোর ২ উইকেটে ১৪৪ রান। কোহলি ৪৮ ও কার্তিক ৭ রানে ব্যাট করছেন। বুমরাহর বলে দুর্দান্ত একটি ছক্কা হাঁকান কার্তিক।

09 Apr 2022, 11:09 PM IST

রান-আউট রাওয়াত

১৬.৫ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়লেন অনূজ রাওয়াত। ২টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৪৭ বলে ৬৬ রান করে মাঠ ছাড়েন আরসিবি ওপেনার। ব্যাঙ্গালোর ১৩০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান দীনেশ কার্তিক।

09 Apr 2022, 11:02 PM IST

৪ ওভারে ৩০ রান দরকার আরসিবির

১৬ ওভারে আরসিবির স্কোর ১ উইকেটে ১২২ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে তাদের দরকার ৩০ রান। রাওয়াত ৪৪ বলে ৬০ রান করেছেন। কোহলি ২৮ বলে ৪০ রান করেছেন। রাওয়ার ২টি চার ও ৫টি ছক্কা মেরেছেন।

09 Apr 2022, 10:45 PM IST

হাফ-সেঞ্চুরি অনূজের

২টি চার ও ৪টি ছক্কার সাহায্যে ৩৮ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন অনূজ রাওয়াত। ১৪ ওভারে আরসিবির স্কোর ১০২/১। রাওয়াত ৫১ ও কোহলি ৩০ রানে ব্যাট করছেন।

09 Apr 2022, 10:38 PM IST

১২ ওভারে আরসিবি ৮৬/১

১২ ওভার শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ১ উইকেটের বিনিময়ে ৮৬ রান তুলেছে। ৩৪ বলে ৪৭ রান করেছেন অনূজ রাওয়াত। তিনি ২টি চার ও ৪টি ছক্কা মেরেছেন। কোহলি ৩টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৮ রান করেছেন।

09 Apr 2022, 10:21 PM IST

ডু'প্লেসি আউট

৮ ওভারে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে আরসিবি। তবে তার পরেই প্রথম উইকেটের পতন ঘটে তাদের। ৮.১ ওভারে উনাদকাটের বলে সূর্যকুমারের হাতে ধরা পড়েন ফ্যাফ ডু'প্লেসি। ১টি বাউন্ডারির সাহায্যে ২৪ বলে ১৬ রান করে সাজঘরে ফেরেন আরসিবি দলনায়ক। ব্যাঙ্গালোর ৫০ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান বিরাট কোহলি। ৯ ওভারে আরসিবির স্কোর ৫৩/১। ৩০ রানে ব্যাট করছেন অনূজ রাওয়াত।

09 Apr 2022, 10:07 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে আরসিবি ৩০/০

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে আরসিবির স্কোর বিনা উইকেটে ৩০ রান। ২০ বলে ২০ রান করেছেন অনূজ রাওয়াত। ১৬ বলে ৬ রান করেছেন ফ্যাফ ডু'প্লেসি।

09 Apr 2022, 09:50 PM IST

উনাদকাটকে জোড়া ছক্কা হাঁকালেন রাওয়াত

দ্বিতীয় ওভারে বল করতে আসেন জয়দেব উনাদকাট। প্রথম বলে ১ রান নেন ফ্যাফ। চতুর্থ ও পঞ্চম বলে পরপর ছক্কা হাঁকান অনূজ রাওয়াত। ২ ওভারে আরসিবির স্কোর বিনা উইকেটে ১৪। ৭ বলে ১২ রান করেছেন রাওয়াত।

09 Apr 2022, 09:39 PM IST

আরসিবির রান তাড়া করা শুরু

ব্যাঙ্গালোরের হয়ে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন ফ্যাফ ডু'প্লেসি ও অনূজ রাওয়াত। মুম্বইয়ের হয়ে বোলিং শুরু করেন বাসিল থাম্পি। প্রথম ওভারে ১ রান ওঠে।

09 Apr 2022, 09:26 PM IST

মুম্বই ২০ ওভারে ১৫১/৬

মুম্বই ইন্ডিয়ান্স নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৫১ রান তোলে। শেষ ওভারে হার্ষাল প্যাটেল ৭ রান খরচ করেন। শেষ বলে ছক্কা হাঁকান সূর্যকুমার। তিনি ৫টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ৩৭ বলে ৬৮ রান করে অপরাজিত থাকেন। ১টি বাউন্ডারির সাহায্যে ১৪ বলে ১৩ রান করেন জয়দেব উনাদকাট।হার্ষাল ৪ ওভারে ২৩ রানের বিনিময়ে ২টি উইকেট নেন। জয়ের জন্য আরসিবির দরকার ১৫২ রান।

09 Apr 2022, 09:15 PM IST

হাফ-সেঞ্চুরি সূর্যকুমার যাদবের

৫টি চার ও ৩টি ছক্কার সাহায্যে ৩২ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ১৯ ওভারে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ১৪৪ রান। সিরাজের ওভারে ২৩ রান তোলে মুম্বই। ৩টি ছক্কা মারের সূর্যকুমার। তিনি ৩৪ বলে ৬২ রান করেছেন।

09 Apr 2022, 09:01 PM IST

১০০ টপকাল মুম্বই

১৭তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি টপকে গেল মুম্বই ইন্ডিয়ান্স। ১৭ ওভারে মুম্বইয়ের স্কোর ৬ উইকেটে ১০৮ রান। ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৩৬ রান করেছেন সূর্যকুমার যাদব। হাসারাঙ্গা ৪ ওভারে ২৮ রানের বিনিময়ে ২টি উইকেট দখল করেন।

09 Apr 2022, 08:57 PM IST

১৫ ওভারে মুম্বই ৯২/৬

১৫ ওভার শেষে মুম্বই ৬ উইকেটের বিনিময়ে ৯২ রান তুলেছে। সূর্যকুমারক ১৭ বলে ২৩ রানে ব্যাট করছেন। জয়দেব উনাদকাট ৩ বলে ২ রান করেছেন।

09 Apr 2022, 08:45 PM IST

রমনদীপ আউট

১৩.২ ওভারে হার্ষাল প্যাটেলের বলে দীনেশ কার্তিকের দস্তানায় ধরা পড়েন রমনদীপ সিং। ১২ বলে ৬ রান করে আউট হন রমনদীপ। মুম্বই ৭৯ রানে ৬ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান জয়দেব উনাদকাট।

09 Apr 2022, 08:43 PM IST

আকাশ দীপ ৪ ওভারে ২০/১

বাংলার আকাশ দীপ ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ১টি মেডেন-সহ ২০ রানের বিনিময়ে ১ উইকেট নিয়ে। মুম্বই ২৩ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ৭৭ রান তুলেছে। সূর্যকুমার ১২ ও রমনদীপ ৪ রানে ব্যাট করছেন। শাহবাজ ১ ওভারে ৭ রান দিয়েছেন।

09 Apr 2022, 08:31 PM IST

পোলার্ড আউট

মুম্বই একসময় কোনও উইকেট না হারিয়ে দলগত ৫০ রান পূর্ণ করে। সেখান থেকে তারা ৬২ রানে ৫ উইকেট হারিয়ে বসে। ১০.১ ওভারে হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন পোলার্ড। ১ বল খেলে খাতা খুলতে পারেননি তিনি। মুম্বই ৬২ রানে ৫ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান রমনদীপ সিং। ১১ ওভারে মুম্বইয়ের স্কোর ৬৪/৫।

09 Apr 2022, 08:24 PM IST

তিলক বর্মা রান-আউট

৯.৫ ওভারে রান-আউট হয়ে মাঠ ছাড়েন সদ্য ক্রিজে আসা তিলক বর্মা। ৩ বল খেলে খাতা খুলতে পারেননি তিলক। মুম্বই ৬২ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কায়রন পোলার্ড। ১০ ওভারে মুম্বইয়ের স্কোর ৬২/৪। আকাশ দীপ ৩ ওভারে ১টি মেডেন-সহ ১৪ রানের বিনিময়ে ১টি উইকেট নিয়েছেন।

09 Apr 2022, 08:22 PM IST

ইশানকে ফেরালেন আকাশ দীপ

৯.২ ওভারে আকাশ দীপের বলে মহম্মদ সিরাজের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ৩টি বাউন্ডারির সাহায্যে ২৮ বলে ২৬ রান করে মাঠ ছাড়েন ইশান। মুম্বই ৬২ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তিলক বর্মা।

09 Apr 2022, 08:17 PM IST

ডেওয়াল্ড ব্রেভিস আউট

৮.৩ ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিস। ১টি বাউন্ডারির সাহায্যে ১১ বলে ৮ রান করে মাঠ ছাড়েন যুব বিশ্বকাপ মাতানো তারকা। মুম্বই ৬০ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। ৯ ওভারে মুম্বইয়ের স্কোর ৬২/২। ইশান ২৬ রানে ব্যাট করছেন।

09 Apr 2022, 08:07 PM IST

রোহিত আউট

৬.২ ওভারে হার্ষাল প্যাটেলের বলে তাঁর হাতেই ফিরতি ক্যাচ দিয়ে বসেন রোহিত শর্মা। ৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১৫ বলে ২৬ রান করে আউট হন হিটম্যান। মুম্বই ৫০ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস। ৭ ওভারে মুম্বইয়ের স্কোর ৫১/১।

09 Apr 2022, 08:05 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ৪৯/০

পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স বিনা উইকেটে ৪৯ রান তুলেছে। রোহিত শর্মা ১৪ বলে ২৬ রান করেছেন। ইশান কিষাণ করেছেন ২২ বলে ২২ রান। 

09 Apr 2022, 07:51 PM IST

৪ ওভারে মুম্বই ২৯/০

৪ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের সংগ্রহ বিনা উইকেটে ২৯ রান। ১৫ বলে ১২ রান করেছেন ইশান। ৯ বলে ১৬ রান করেছেন রোহিত। সিরাজের ওভারে ১টি চার ও ১টি ছক্কা মারেন হিটম্যান।

09 Apr 2022, 07:44 PM IST

৩ ওভারে মুম্বই ১৩/০

৩ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর বিনা উইকেটে ১৩। ১৩ বলে ৯ রান করেছেন ইশান কিষাণ। তিনি ১টি বাউন্ডারি মেরেছেন। ১টি বাউন্ডারির সাহায্যে ৫ বলে ৪ রান করেছেন রোহিত শর্মা।

09 Apr 2022, 07:32 PM IST

ম্যাচ শুরু

মুম্বইয়ের হয়ে ওপেন করতে নামেন রোহিত শর্মা ও ইশান কিষাণ। আরসিবির হয়ে নতুন বলে দৌড়ে শুরু করেন ডেভিড উইলি। চতুর্থ বলে ১ রান নিয়ে খাতা খোলেন ইশান। প্রথম ওভারে মাত্র ১ রান ওঠে। কোনও উইকেট হারায়নি মুম্বই।

09 Apr 2022, 07:23 PM IST

মুম্বইয়ের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ডেওয়াল্ড ব্রেভিস, কায়রন পোলার্ড, রমনদীপ সিং, মুরুগান অশ্বিন, বাসিল থাম্পি, জয়দেব উনাদকাট ও জসপ্রীত বুমরাহ।

09 Apr 2022, 07:21 PM IST

আরসিবির প্রথম একাদশ

ফ্যাফ ডু'প্লেসি (ক্যাপ্টেন), অনূজ রাওয়াত, বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড উইলি, শাহবাজ আহমেদ, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্ষাল প্যাটেল, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহম্মদ সিরাজ ও আকাশ দীপ।

09 Apr 2022, 07:17 PM IST

মাত্র ২ জন বিদেশি নিয়ে লড়াইয়ে মুম্বই

আরসিবির বিরুদ্ধে মাত্র ২ জন বিদেশি ক্রিকেটার নিয়ে লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স। তারা মাঠে নামায় ডেওয়াল্ড ব্রেভিস ও কায়রন পোলার্ডকে। টাইমাল মিলস ও ড্যানিয়েল স্যামসের বদলে দলে ঢোকেন জয়দেব উনাদকাট ও রমনদীপ সিং। আরসিবির জার্সিতে আইপিএল ২০২২ অভিযান শুরু করছেন গ্লেন ম্যাক্সওয়েল। তাঁকে জায়গা ছেড়ে দেন রাদারফোর্ড।

09 Apr 2022, 07:06 PM IST

টস জিতল আরসিবি

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে টস জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। টস জিতে আরসিবি অধিনায়ক ফ্যাফ ডু'প্লেসি শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রোহিত শর্মাদের। সুতরাং, পুণেতে রান তাড়া করবেন বিরাট কোহলিরা।

09 Apr 2022, 07:06 PM IST

আরসিবির এপর্যন্ত আইপিএল ২০২২ অভিযান

১. পঞ্জাবের কাছে ৫ উইকেটে হারে।
২. কলকাতাকে ৩ উইকেটে হারিয়ে দেয়।
৩. রাজস্থানকে ৪ উইকেটে পরাজিত করে।

09 Apr 2022, 07:06 PM IST

মুম্বইয়ের এপর্যন্ত আইপিএল ২০২২ অভিযান

১. দিল্লির কাছে ৪ উইকেটে পরাজিত হয়।
২. রাজস্থানের কাছে ২৩ রানে হার মানে।
৩. কেকেআরের কাছে ৫ উইকেটে হার স্বীকার করে।

Latest News

ঝকঝকে কেরিয়ার, ব্যাটার হিসেবে মহেন্দ্র সিং ধোনির সেরা ৫টি IPL মরশুমে চোখ রাখুন CBSE পরীক্ষায় আরও নম্বর উঠত? দ্বাদশের আবেদন শেষের মুখে, শুরু হবে দশমের, কত টাকা? ধনু-মকর-কুম্ভ-মীনের রবিবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ