বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > SRH vs MI: একবারই রঞ্জিতে শূন্য রান সচিনের, সেই বোলারকে আউট করে IPL-এ যাত্রা শুরু অর্জুনের

SRH vs MI: একবারই রঞ্জিতে শূন্য রান সচিনের, সেই বোলারকে আউট করে IPL-এ যাত্রা শুরু অর্জুনের

ভুবনেশ্বর কুমারকে আউট করার পর উচ্ছ্বাস অর্জুন তেন্ডুলকরের। (ছবি সৌজন্যে এএফপি)

২০০৮-০৯ সালের রঞ্জি ট্রফির ফাইনালে সচিন তেন্ডুলকরকে শূন্য রানে আউট করেছিলেন ভুবনেশ্বর কুমার। যে ভুবিকে আইপিএলে আউট করলেন সচিন-পুত্র অর্জুন। যা আইপিএলে অর্জুনের প্রথম উইকেট।

যেন একটি বৃত্ত সম্পূর্ণ হল। প্রথম বোলার হিসেবে যে ভুবনেশ্বর কুমার রঞ্জি ট্রফিতে সচিন তেন্ডুলরকরকে শূন্য রানে আউট করেছিলেন, সেই ভুবির উইকেট নিয়ে আইপিএলে যাত্রা শুরু করলেন বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটারের ছেলে অর্জুন। ভুবিকে আউট করেই আইপিএলের উইকেট স্তম্ভে নিজের নাম যোগ করে ফেলেন সচিন-পুত্র। পরিসংখ্যান অনুযায়ী, শুধু প্রথমজন নন, রঞ্জি ট্রফির ইতিহাসে ভুবিই একমাত্র বোলার, যিনি সচিনকে শূন্য রানে আউট করেছেন।

মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ২০ তম ওভারের পঞ্চম বলে ভুবনেশ্বরকে আউট করেন মুম্বই ইন্ডিয়ান্সের অর্জুন। অল্পের জন্য ইয়র্কার করতে পারেননি সচিন-পুত্র। সুযোগ পেয়ে বড় শট মারার চেষ্টা করেন ভুবি। কিন্তু ব্যাটের কাণায় বল লেগে ক্যাচ উঠে যায়। এক্সট্রা-কভারে সহজ ক্যাচ তালুবন্দি করে নেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত শর্মা। তার ফলে জিতে যায় মুম্বই। সেইসঙ্গে আইপিএলে নিজের প্রথম উইকেট নেন অর্জুন। ডাগ-আউটে বসে যে দৃশ্যের সাক্ষী থাকেন সচিন।

বছর ১৩-১৪ আগে সেই ভুবিই প্রথম ও একমাত্র বোলার হিসেবে রঞ্জি ট্রফিতে সচিনকে শূন্য রানে আউট করেছিলেন। ২০০৮-০৯ সালের রঞ্জি ফাইনালে হায়দরাবাদেই সচিনকে শূন্য রানে আউট করেছিলেন ভুবি। মুম্বইয়ের দুই ওপেনার ওয়াসিম জাফর এবং বিনায়ক সামন্তকে আউট করার পর সচিনেরও উইকেট পেয়েছিলেন। বলটাও দুর্দান্ত ছিল।

আরও পড়ুন: আইপিএলে নিজের প্রথম উইকেট শিকার করে কী বললেন অর্জুন তেন্ডুলকর?

অফস্টাম্পের বাইরে পড়ে বলটা আচমকা ভিতরের দিকে ঢুকে এসেছিল। এগিয়ে এসে বলটা ডিফেন্ড করতে চেয়েছিলেন সচিন। কিন্তু সচিনের ব্যাটের কাণায় বলটা লেগে প্যাডে ধাক্কা মেরেছিল। তারপর শর্ট-মিড উইকেটের দিকে বলটা চলে গিয়েছিল। যা তালুবন্দি করেছিলেন শিবকান্ত শুক্লা। উচ্ছ্বাসে ফেটে পড়েছিলেন মহম্মদ কাইফ, সুরেশ রায়না-সহ উত্তরপ্রদেশের খেলোয়াড়রা।

সেই অভিজ্ঞতা নিয়ে পরে ‘ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’-এ ভুবনেশ্বর বলেন, 'পুরো বিষয়টা ম্যাচের সকাল থেকে শুরু হয়েছিল। যে তলে আমার ঘর ছিল, সেই তলেই ওঁনার ঘর ছিল। ঘর থেকে বেরিয়ে ঘর লক করার আওয়াজ শুনতে পাই। ঘুরে দেখি এটা তো সচিন তেন্ডুলকর। আমি বলি যে গুড মর্নিং পাজি (সচিনকে সেই নামেই ডাকেন অনেকে)। উনি মোবাইল ব্যবহার করছিলেন এবং সেভাবেই লিফটের দিকে যাচ্ছিলেন। একসঙ্গে দু'জনে দাঁড়িয়েছিলাম। পিছন থেকে আমি স্রেফ (সচিনকে) দেখেই যাচ্ছিলাম। তারপর গ্রাউন্ড ফ্লোর চলে এসেছিল। উনি ওদিকে চলে গিয়েছিলেন। আমি অন্যদিকে চলে গিয়েছিলাম। মাঠে পৌঁছানোর আগের পর্যন্ত আমার মাথায় ওটাই ঘুরছিল।'

আরও পড়ুন: SRH vs MI: প্রশ্নপত্র সোজা, কিন্তু প্রথম বড় পরীক্ষায় সসম্মানে পাশ অর্জুন, কমেন্ট্রিতে আবেগে ভাসলেন রবিরা

ওই অনুষ্ঠানে ভুবনেশ্বর জানিয়েছিলেন, সচিনকে যে শূন্য রানে আউট করেছিলেন, সেটার বড় কৃতিত্ব ছিল অধিনায়ক কাইফের। কারণ শর্ট-মিড উইকেটে কোনও ফিল্ডার ছিলেন না। শর্ট লেগে ছিলেন শিবকান্ত। তাঁকে পিছনে পাঠিয়ে দিয়েছিলেন কাইফ। ঠিক সেখানেই সচিনের ক্যাচ উঠে গিয়েছিল। সেজন্য সচিনের উইকেটের বড় কৃতিত্ব কাইফকে দিয়েছিলেন।

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিঙ্গুরনামা: ন্যানো বন্ধ হলেও সানন্দে আছে কোকাকোলা-মাইক্রন; সিঙ্গুরে শুধুই হতাশা একবার না দুবার? ঠিক কত বার পালন করা হয় মাতৃ দিবস? 'সন্দেশখালি হোক কি কর্ণাটক…', যৌন হেনস্থা নিয়ে চরম বিতর্কের মাঝে মুখ খুললেন মোদী 'রাখি পরাতে গিয়ে সিঁদুর পরিয়ে দেবে','দাদাভাই' রণজয়কে নিয়ে মিশমিকে একী বললেন রচনা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে মারামারি, ভাইকে বাঁচাতে এসে প্রাণ গেল দাদার PoK-তে জারি অশান্তি, পুলিশি অভিযানের প্রতিবাদে রাস্তায় আম জনতা, সংঘর্ষে ঝরল রক্ত প্লে-অফ পাকা হতেই উৎসব KKR-এ, ইডেনে শেষ ম্যাচ স্মরণীয় রাখতে বিশেষ কাজ করলেন গৌতি ‘কিছু না করেই আমি…', আদৃত-কৌশাম্বির রিসেপশনেও ‘বাদ’ সৌমিতৃষা, খোঁচা দিলেন মিঠাই? আজ মাদার্স ডে, মা’কে ভালোবাসা জানাতে চান? সুন্দর কয়েকটি শুভেচ্ছাবার্তা এখানে রইল নতুন গাড়ি কেনার পরিকল্পনা রয়েছে? গাড়ির সঙ্গে বাড়িতে আসতে পারে ক্যানসার

Latest IPL News

প্লে-অফ পাকা হতেই উৎসব KKR-এ, ইডেনে শেষ ম্যাচ স্মরণীয় রাখতে বিশেষ কাজ করলেন গৌতি ব্যাটাররা কিছুই করে উঠতে পারিনি- ফের হেরে রোহিত, সূর্যদের নিশানা করলেন হার্দিক ইডেনে মুম্বইয়ের থেকে জয় ছিনিয়ে IPL 2024-এর প্লে-অফের টিকিট হাতে পেল কলকাতা চিনতে পারেননি শিল্পা, কেকেআরের শেষ ম্যাচে ঋতুপর্ণার সঙ্গে সেলফি সুহানা-অনন্যাদের ১৩ বছর হয়ে পরেও বেতন দেয়নি কোচি টাস্কার্স, বিস্ফোরক ভারতের বিশ্বকাপজয়ী তারকা IPL 2024: প্লে-অফের টিকিট পাবে গুজরাট টাইটানস, আত্মবিশ্বাসী অধিনায়ক শুভমন গিল ইডেনে বুমরাহর অফ-স্টাম্পের ঠিকানা লেখা ইয়র্কার ছেড়ে দিয়ে বোল্ড নারিন- ভিডিয়ো প্লে-অফের দরজায় দাঁড়িয়ে গতবারের অধিনায়ককে ফেরাল KKR, ভালো খেলেও বাদ তরুণ তুর্কি KKR-র ড্রেসিংরুমে ঢুকে আড্ডা রোহিতের! নেটপাড়া বলল '২০২৫-র স্ট্র্যাটেজি বানালেন' শিরে সংক্রান্তি অবস্থা, মিরাকলের আশায় আনকোরা পেসারকে দলে নিল গুজরাট টাইটানস

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.