বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > ‘Baby AB’ ডেওয়াল্ড ব্রেভিসের কাছ থেকে ‘নো লুক শট’ শিখতে চান সূর্যকুমার যাদব

‘Baby AB’ ডেওয়াল্ড ব্রেভিসের কাছ থেকে ‘নো লুক শট’ শিখতে চান সূর্যকুমার যাদব

ডেওয়াল্ড ব্রেভিসের কাছ বড় আবদার রাখলেন সূর্যকুমার যাদব (ছবি-সূর্যকুমার যাদব)

নিজের মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে একটি কথোপকথনে সূর্য এই আবদার করে বসেছেন। দলের তরুণ ব্যাটসম্যানের কাছে ভারতীয় ক্রিকেটার নো লুক শট শেখার আবদার করে ভারতীয় দলের স্কাই জানান তিনি ব্রেভিসের মতো সেই শটটি খেলতে চান।

বিশ্বের এক নম্বর টি-টোয়েন্টি ব্যাটসম্যান সূর্যকুমার যাদব তাঁর খেলার উন্নতির জন্য অনেক কিছু শিখতে আগ্রহী। তাঁর ৩৬০ ডিগ্রি শট দেখে ক্রিকেট বিশ্ব চমকে গিয়েছে। তবে এবার Baby AB ডেওয়াল্ড ব্রেভিসের কাছ থেকে ‘নো লুক শট’ শিখতে চান সূর্যকুমার যাদব। নিজের মুম্বই ইন্ডিয়ান্স সতীর্থ ডেওয়াল্ড ব্রেভিসের সঙ্গে একটি কথোপকথনে সূর্য এই আবদার করে বসেছেন। দলের তরুণ ব্যাটসম্যানের কাছে ভারতীয় ক্রিকেটার নো লুক শট শেখার আবদার করে ভারতীয় দলের স্কাই জানান তিনি ব্রেভিসের মতো সেই শটটি খেলতে চান। সূর্যকুমার যাদব আরও জানিয়েছেন যে তিনি সময়ে সময়ে ব্রেভিসের মতো শট খেলার চেষ্টা করেন।

আরও পড়ুন… অজি জাত্যাভিমানকে ঢাল করেই দু'শো হাতছাড়ার আফশোস ঢাকলেন খোওয়াজা

এর জবাবে দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটসম্যান বলেছিলেন যে তিনি এই শটটি সূর্যকুমার যাদবকে শেখাবেন তবে বিনিময়ে তাঁকে ব্রেভিসকে কিছু শট শেখাতে হবে। মুম্বই ইন্ডিয়ান্স তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো শেয়ার করেছে, যাতে সূর্যকুমার যাদবের সঙ্গে ডেওয়াল্ড ব্রেভিসের একটি আড্ডার ভিডিয়ো প্রকাশ করা হয়। এই ভিডিয়োতে দেখা যায় ব্রেভিসকে সূর্য বলছেন, ‘আপনি যেভাবে ব্যাট করছেন আমি সেভাবে খেলতে চাই। আপনাকে আমাকে নো লুক শট শেখাতে হবে।’

এ বিষয়ে তরুণ খেলোয়াড় বলেন, ‘আমি অবশ্যই তোমাকে এই শট শেখাব। এটা আমার জন্য একটি সম্মানের হবে। কিন্তু বিনিময়ে তোমাকেও আমাকে কিছু শট শেখাতে হবে। আমি আপনাকে একটি মজার জিনিস বলতে চাই. আমার নো লুক শট স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হয়। এটা বেশ অদ্ভুত ব্যাপার। আমি জানি না এটা কিভাবে হয়। আমার মনে হয় যখনই মাথা নীচু করে ভাবি, তখনই শটটা খুব ভালো খেলা হয়।’

আরও পড়ুন… AUS vs SA: সিডনি টেস্ট ড্র- সিরিজ অজিদের,হোয়াইটওয়াশের লজ্জা থেকে বাঁচলেন এলগাররা

ভারতীয় ব্যাটসম্যানের প্রশংসা করে ব্রেভিস বলেন, ‘বিশ্বকাপে আপনি যা অর্জন করেছেন তা বিস্ময়কর। আপনি পুরো টুর্নামেন্ট জুড়ে এমন খেলেছেন। এটা শুধু একটা ম্যাচের ব্যাপার নয়। আপনার গড় বেশি ছিল, আপনার স্ট্রাইক রেট বেশি ছিল এবং আপনি রান করেছেন। এক নম্বর ব্যাটসম্যান হওয়ার জন্য অভিনন্দন। এটা সত্যিই একটি বিস্ময়কর জিনিস। আমি যদি সত্যি বলি, আমি শুধু আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই।’ আসন্ন SA20 লিগে MI কেপটাউনের হয়ে খেলতে দেখা যাবে ডেওয়াল্ড ব্রেভিসকে। নতুন বছরের ২ জানুয়ারি থেকে সেই লক্ষ্য নিয়েই মাঠে নামতে চলেছে দুই দল।

CSA T20 চ্যালেঞ্জ খেলা চলাকালীন ৫৭ বলে ১৬২ রান করার জন্য বিশ্ব নম্বর এক টি-টোয়েন্টি ব্যাটসম্যান সূর্য তরুণ ব্রেভিসের প্রশংসা করেছেন। সূর্য বলেছেন, ‘শেষবার আমি দেখেছিলাম টি-টোয়েন্টি ম্যাচে ৫০-৫৫ বলে ১৬০-১৬৫ রান করেছিলেন। তাই এখন ওয়ানডেতে ১০০ বলের কাছাকাছি ব্যাট করার সুযোগ পেলে কি ট্রিপল সেঞ্চুরি করবেন।’

এর উত্তরে ব্রেভিস বলেন, ‘এটা আমার জন্য অন্য একটি সাধারণ দিনের মতো ছিল। এই মাত্র ঘটেছে. আমি বুঝতে পারিনি যে আমি সেই মুহূর্তে কি করছিলাম, মুহূর্তের মধ্যে সবকিছু ঘটে গিয়েছিল। এক পর্যায়ে আমি নন-স্ট্রাইকার প্রান্তে আমার সতীর্থকে বলেছিলাম যে আমি প্রতিটি বলে ছক্কা মারার চেষ্টা করব। আমি জানি না এটা একটা নির্দিষ্ট ইনিংস ছিল কিনা, তবে আমি অবশ্যই বলব যে আপনি (সূর্যকুমার) যা অর্জন করেছেন তা অবিশ্বাস্য। টি-টোয়েন্টির এক নম্বর ব্যাটসম্যান হওয়ার জন্য অভিনন্দন।’

সূর্যকুমারের সেঞ্চুরির সুবাদে তৃতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার সামনে ২২৯ রানের লক্ষ্য রেখেছিল ভারত। সূর্য ছাড়াও শুভমন গিল ৩৬ বলে ৪৬ রান, রাহুল ত্রিপাঠি ১৬ বলে ৩৫ রান এবং অক্ষর প্যাটেল নয় বলে অপরাজিত ২১ রান করেছিলেন। জবাবে শ্রীলঙ্কা দল ১৬.৪ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায়। ভারতের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছিলেন আর্শদীপ সিং।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন