বাংলা নিউজ > ময়দান > Women's Premier League-এ প্রকাশ্যে এল লখনউ ফ্র্যাঞ্চাইজির নাম

Women's Premier League-এ প্রকাশ্যে এল লখনউ ফ্র্যাঞ্চাইজির নাম

লখনউ ফ্র্যাঞ্চাইজির নতুন নাম হল লখনউ ওয়ারিয়র্স।

খেলার জগতে ক্যাপ্রি গ্লোবালের এটাই প্রথম বিনিয়োগ নয়। এর আগেও তারা খো-খো লিগ, আইএল টি-২০, পিকেএল-এর মতো লিগে বিনিয়োগ করেছে। আইএল টি-২০-তে রয়েছে শারজা ওয়ারিয়র্স। পিকেএলে রয়েছে বেঙ্গল ওয়ারির্স, খো-খোতে রয়েছে রাজস্থান ওয়ারিয়র্স। আর এ বার সেখানেই যুক্ত হল মেয়েদের আইপিএলে লখনউ ওয়ারিয়র্স।

শুভব্রত মুখার্জি: মহিলা আইপিএলের পাঁচটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা ইতিমধ্যেই নির্ধারিত হয়ে গিয়েছে। এ বার পালা নামকরণের। লখনউ ফ্র্যাঞ্চাইজিটি ৭৫৭ কোটি টাকা ব্যয়ে কিনে নিয়েছে ক্যাপ্রি গ্লোবাল। আর এ বার তারাই নয়া ফ্র্যাঞ্চাইজির নাম রাখল লখনউ ওয়ারিয়র্স। এই নামেই মহিলা আইপিএলের শিরোপা জয়ের লড়াই লড়বে তারা। উল্লেখ্য, খেলার জগতে ক্যাপ্রি গ্লোবালের এটাই প্রথম বিনিয়োগ নয়। এর আগেও তারা খো-খো লিগ, আইএল টি-২০, পিকেএল-এর মতো লিগে বিনিয়োগ করেছে।

আরও পড়ুন: কী কাণ্ড! আনন্দের ঠেলায় জাতীয় পতাকা ভুল ভাবে ধরে বিতর্কে শেফালি বর্মা- ভিডিয়ো

প্রসঙ্গত এক প্রেস বিবৃতিতে তাঁরা নিশ্চিত করে দিয়েছে তাঁদের নয়া ফ্র্যাঞ্চাইজির নাম। বিভিন্ন খেলা মিলিয়ে এটি কোম্পানির চতুর্থ ফ্র্যাঞ্চাইজি। আইএল টি-২০-তে রয়েছে শারজা ওয়ারিয়র্স। পিকেএলে রয়েছে বেঙ্গল ওয়ারির্স, খো-খোতে রয়েছে রাজস্থান ওয়ারিয়র্স। আর এবার সেখানেই যুক্ত হল মেয়েদের আইপিএলে লখনউ ওয়ারিয়র্স। উল্লেখ্য পুরুষদের আইপিএলেও দল পাওয়ার বিষয়ে লড়াই করেছিল ক্যাপ্রি গ্লোবাল। গত বছর নিলামে সিভিসি ক্যাপিটাল এবং আরপিএসজি গ্রুপের কাছে হেরে যেতে হয় তাদের।

আরও পড়ুন: মা পেয়েছিলেন ডাইনি তকমা- মেয়েদের U-19 WC-এ অর্চনা দেবীর সাফল্য বদলে দিয়েছে ছবিটা

এ বার সেই কারণে কোনও ঝুঁকি নিতে চায়নি ক্যাপ্রি গ্লোবাল। দল কিনতে বিপুল পরিমাণ অর্থব্যবহার করেছে তাঁরা। মোট ৭৫৭ কোটি টাকা তারা ব্যয় করেছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক মহিলা আইপিএলের দলের মালিক এবং দল কিনতে তাদের ব্যয় করা অর্থের পরিমাণের হিসেব:

১) গুজরাট জায়ান্টস - আমদাবাদ,আদানি স্পোর্টস লাইন প্রাইভেট লিমিটেড- ১২৮৯ কোটি

২) মুম্বই: ইন্ডিয়া উইন স্পোর্টস- ৯১২.৯৯ কোটি

৩) বেঙ্গালুরু: রয়্যাল চ্যালেঞ্জার্স স্পোর্টস প্রাইভেট লিমিটেড- ৯০১ কোটি

৪) দিল্লি: জেএসডব্লু জিএম আর ক্রিকেট প্রাইভেট লিমিটেড- ৮১০ কোটি

৫) লখনউ ওয়ারিয়র্স: ক্যাপিটাল গ্লোবাল হোল্ডিং প্রাইভেট লিমিটেড- ৭৫৭ কোটি।

বন্ধ করুন