আর্শদীপ সিংকে পাত্তা না দিয়ে অভদ্র আচরণ করছেন রোহিত শর্মা? কয়েক সেকেন্ডের একটি ভিডিয়োর ভিত্তিতে এমনই দাবি করতে থাকেন নেটিজেনদের একাংশ। যদিও নেটিজেনদের অপর অংশের বক্তব্য, বড় একটি ভিডিয়োর ছোটো অংশ তুলে নিয়ে দেখানো হচ্ছে। পুরো ভিডিয়ো দেখলেই বোঝা যাবে যে আর্শদীপের সঙ্গে খারাপ আচরণ করেননি রোহিত।
মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ভারতের হাতে সাত রানের পুঁজি ছিল। সেই অবস্থায় আর্শদীপের হাতে বল তুলে দেন ভারতীয় অধিনায়ক রোহিত। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুই সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তাতে দাবি করা হয়, আর্শদীপের সঙ্গে বাজে ব্যবহার করছেন রোহিত। ভারতীয় তরুণ কিছু একটা বলতে চাইছিলেন। কিন্তু রোহিত পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে নেন। অন্যদিকে চলে যান। সেই ভিডিয়ো দেখে অনেকেই রোহিতের তুমুল সমালোচনায় সরব হন। কীভাবে ভারতীয় অধিনায়ক সেই আচরণ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন।
আরও পড়ুন: IND vs SL: 'কেন এশিয়া কাপের দলে নেই শামি? আমি হতবাক', রোহিতদের তুলোধনা শাস্ত্রীর
যদিও নেটিজেনদের একাংশের পালটা দাবি, একটি বড় ভিডিয়োর একটি ছোটো অংশ তুলে ধরে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অনেকেই পুরো ওভারের হাইলাইটস তুলে ধরেছেন। তাতে আর্শদীপ প্রথম বলটা নিখুঁত ইয়র্কার করার পরে রোহিতকে ‘থাম্বস আপ’ করতে দেখা গিয়েছে। হাসিমুখেই আর্শদীপের সঙ্গে কথা বলেছেন। আর্শদীপও হেসেছেন। ওই নেটিজেনদের বক্তব্য, তাছাড়াও স্পষ্টভাবে দেখা গিয়েছে যে রোহিত ও আর্শদীপ লাগাতার কথা বলছেন। তিন থেকে চারবার আর্শদীপকে বাহবা দিয়েছেন। আর সেইে ওভারে এমন কী হল যে রোহিত এড়িয়ে যাবেন আর্শদীপকে?
ম্যাচের পর রোহিতের মুখে আর্শদীপের প্রশংসা
শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর তরুণ আর্শদীপের প্রশংসা করেন রোহিত। পাকিস্তান ম্যাচে লোপ্পা ক্যাচ ফস্কানোয় সোশ্যাল মিডিয়ায় আর্শদীপ যেভাবে আক্রমণের শিকার হয়েছিল, তা নিয়ে ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘হ্যাঁ, ও (আর্শদীপ) নিজে হতাশ। কিন্তু (পাকিস্তান ম্যাচে) ফাইনাল ওভারে ওর আত্মবিশ্বাস যদি দেখেন, ও দুর্দান্তভাবে ইয়র্কার করছিল এবং আসিফ (আলির) উইকেট পায়। ও যদি মানসিকভাবে ওই জায়গায় না থাকত, তাহলে সেটা কখনওই হত না, ওরকমভাবে পরিকল্পনা কার্যকর করতে পারত না। কিন্তু ও নিজের জায়গায় দৌড়ে যান এবং বল নিয়ে নেয়। আমার মতে, আজও শেষ দু’ওভারে ও খুব ভালো বল করেছে। '
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।