বাংলা নিউজ > ময়দান > Rohit Sharma and Arhsdeep Singh: আর্শদীপকে পাত্তা দেননি রোহিত? বাস্তবটা ভিন্ন, ভাইরাল ভিডিয়োর নেপথ্যে আসল কাহিনি

Rohit Sharma and Arhsdeep Singh: আর্শদীপকে পাত্তা দেননি রোহিত? বাস্তবটা ভিন্ন, ভাইরাল ভিডিয়োর নেপথ্যে আসল কাহিনি

এই ভিডিয়োর দৃশ্য ঘিরে রোহিতকে তোপ দেগেছেন নেটিজেনদের একাংশ। (ছবি সৌজন্যে টুইটার ভিডিয়ো)

Rohit Sharma and Arhsdeep Singh: সোশ্যাল মিডিয়ায় দুই সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তাতে দাবি করা হয়, আর্শদীপ সিং সঙ্গে বাজে ব্যবহার করছেন রোহিত শর্মা। ভারতীয় তরুণ কিছু একটা বলতে চাইছিলেন। কিন্তু রোহিত পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে নেন।

আর্শদীপ সিংকে পাত্তা না দিয়ে অভদ্র আচরণ করছেন রোহিত শর্মা? কয়েক সেকেন্ডের একটি ভিডিয়োর ভিত্তিতে এমনই দাবি করতে থাকেন নেটিজেনদের একাংশ। যদিও নেটিজেনদের অপর অংশের বক্তব্য, বড় একটি ভিডিয়োর ছোটো অংশ তুলে নিয়ে দেখানো হচ্ছে। পুরো ভিডিয়ো দেখলেই বোঝা যাবে যে আর্শদীপের সঙ্গে খারাপ আচরণ করেননি রোহিত।

মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে জয়ের জন্য শেষ ওভারে ভারতের হাতে সাত রানের পুঁজি ছিল। সেই অবস্থায় আর্শদীপের হাতে বল তুলে দেন ভারতীয় অধিনায়ক রোহিত। তারইমধ্যে সোশ্যাল মিডিয়ায় দুই সেকেন্ডের একটি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। তাতে দাবি করা হয়, আর্শদীপের সঙ্গে বাজে ব্যবহার করছেন রোহিত। ভারতীয় তরুণ কিছু একটা বলতে চাইছিলেন। কিন্তু রোহিত পাত্তা না দিয়ে মুখ ফিরিয়ে নেন। অন্যদিকে চলে যান। সেই ভিডিয়ো দেখে অনেকেই রোহিতের তুমুল সমালোচনায় সরব হন। কীভাবে ভারতীয় অধিনায়ক সেই আচরণ করতে পারেন, তা নিয়ে প্রশ্ন তুলতে থাকেন।

আরও পড়ুন: IND vs SL: 'কেন এশিয়া কাপের দলে নেই শামি? আমি হতবাক', রোহিতদের তুলোধনা শাস্ত্রীর

যদিও নেটিজেনদের একাংশের পালটা দাবি, একটি বড় ভিডিয়োর একটি ছোটো অংশ তুলে ধরে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। অনেকেই পুরো ওভারের হাইলাইটস তুলে ধরেছেন। তাতে আর্শদীপ প্রথম বলটা নিখুঁত ইয়র্কার করার পরে রোহিতকে ‘থাম্বস আপ’ করতে দেখা গিয়েছে। হাসিমুখেই আর্শদীপের সঙ্গে কথা বলেছেন। আর্শদীপও হেসেছেন। ওই নেটিজেনদের বক্তব্য, তাছাড়াও স্পষ্টভাবে দেখা গিয়েছে যে রোহিত ও আর্শদীপ লাগাতার কথা বলছেন। তিন থেকে চারবার আর্শদীপকে বাহবা দিয়েছেন। আর সেইে ওভারে এমন কী হল যে রোহিত এড়িয়ে যাবেন আর্শদীপকে?

আরও পড়ুন: Rohit Sharma giving WC excuse: হারলেই বিশ্বকাপের দোহাই! এশিয়া কাপ থেকে প্রায় ছিটকে যাওয়ার পর একই অজুহাত রোহিতের

ম্যাচের পর রোহিতের মুখে আর্শদীপের প্রশংসা

শ্রীলঙ্কার বিরুদ্ধে হারের পর তরুণ আর্শদীপের প্রশংসা করেন রোহিত। পাকিস্তান ম্যাচে লোপ্পা ক্যাচ ফস্কানোয় সোশ্যাল মিডিয়ায় আর্শদীপ যেভাবে আক্রমণের শিকার হয়েছিল, তা নিয়ে ম্যাচ পরবর্তী সাংবাদিক বৈঠকে রোহিত বলেন, ‘হ্যাঁ, ও (আর্শদীপ) নিজে হতাশ। কিন্তু (পাকিস্তান ম্যাচে) ফাইনাল ওভারে ওর আত্মবিশ্বাস যদি দেখেন, ও দুর্দান্তভাবে ইয়র্কার করছিল এবং আসিফ (আলির) উইকেট পায়। ও যদি মানসিকভাবে ওই জায়গায় না থাকত, তাহলে সেটা কখনওই হত না, ওরকমভাবে পরিকল্পনা কার্যকর করতে পারত না। কিন্তু ও নিজের জায়গায় দৌড়ে যান এবং বল নিয়ে নেয়। আমার মতে, আজও শেষ দু’ওভারে ও খুব ভালো বল করেছে। '

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

‘একদিকে অসুরপালক…’,নীল-সাদা হাওয়াই চটির উপর দেবীর পা! ছবি পোস্ট BJP-র রুদ্রনীলের ‘‌যে যা খাবার দিচ্ছে খাবেন না’‌, ধরনা মঞ্চে দিদির সতর্কবার্তা জুনিয়র ডাক্তারদের দলীপে পরপর উইকেট হারালেও বুক চিতিয়ে লড়লেন অভিমন্যু!দলের লজ্জা ঢাকলেন শতরানে… 'মানুষের মধ্যেই দেবতা খুঁজে পাই', ডাক্তারদের জন্য সিদ্ধ ডিম বিতরণ মহিলার ভর দুপুরে কলকাতায় ব্যস্ত রাস্তার পাশে পরিত্যক্ত ব্যাগে বিস্ফোরণ, উড়ে গেল হাত 'হাতটা ক্রমেই শরীরের নিচের দিকে…' অরিন্দম শীলের বিরুদ্ধে সরব আরও এক অভিনেত্রী 'ত্রিপলগুলো গুনে নেবেন', ডাক্তারদের কাছে মমতা যাওয়ার পরে বললেন ‘বং গাই’, শতরূপরা তাজমহলের প্রধান গম্বুজ ফুটো হয়ে জল পড়ছে, সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো ভাইরাল ‘ক্রিকেটে টাকার গন্ধ পেয়েছে, বুকিরা তাই ঢুকতে চাইছে’!আশঙ্কার কথা মার্শালের গলায়… বিপদ সঙ্কেত উপেক্ষা, রেলওয়ে আন্ডারপাসে সলিলসমাধি দুই ব্যাংক কর্মীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.