জয়ের জন্য বিশাল লক্ষ্যমাত্রা সামনে নিয়ে শেষ ইনিংসে ব্যাট করতে নেমে মোটেও কুঁকড়ে নেই ভারত। বরং ওভালে অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব জিততে মরিয়া টিম ইন্ডিয়া অত্যন্ত আগ্রাসী ভঙ্গিতে রান তাড়া শুরু করে। তারা ৭ ওভারে ৪১ রান তুলে ফেলে।
স্টার্ক-কামিন্সদের যখন অনায়াসে চার-ছক্কা হাঁকাচ্ছেন রোহিত-গিলরা, ঠিক তখনই তৃতীয় আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হয়ে সাজঘরে ফিরতে হয় শুভমন গিলকে। ৭.১ ওভারে স্কট বোল্যান্ডের বল গিলের ব্যাটের কানা নিয়ে স্লিপ অঞ্চলে উড়ে যায়। স্লিপে অত্যন্ত ক্ষিপ্রতার সঙ্গে ক্যাচ ধরেন ক্যামেরন গ্রিন।
ফিল্ড আম্পায়ারার ক্যাচের বৈধতা নিয়ে নিশ্চিত ছিলেন না। তাই তাঁরা তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত জানতে চান। থার্ড আম্পায়ার রিচার্ড কেটেলবরো টেলিভিশন রিপ্লে দেখে গিলকে আউট ঘোষণা করেন। অথচ সাধারণ ক্রিকেটপ্রেমী থেকে বিশেষজ্ঞ, সকলেরই ধারণা গ্রিন পরিষ্কার ক্যাচ ধরেননি।
টেলিভিশন রিপ্লে দেখে স্পষ্ট মনে হয় যে, বল মাটি ছুঁয়েছিল। অথচ তৃতীয় আম্পায়ার জুম করে বল মাটি ছুঁয়েছে কিনা, তা যাচাই করার প্রয়োজনও বোধ করেননি। ফলে বিতর্কিতভাবে আউট হয়ে মাঠ ছাড়তে হয় গিলকে। তিনি ২টি বাউন্ডারির সাহায্যে ১৯ বলে ১৮ রান করেন। মারেন ২টি চার। ভারত তাদের দ্বিতীয় ইনিংসে ৪১ রানের মাথায় ১ উইকেট হারায়। গিল আউট হওয়া মাত্রই আম্পায়াররা চতুর্থ দিনের চায়ের বিরতি ঘোষণা করেন।
জায়ান্ট স্ত্রিনে তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত দেখার পরেই ওভালের গ্যালারি চিটার-চিটার বলে চিৎকার করতে থাকে। অর্থাৎ, তৃতীয় আম্পায়ার রিচার্ডকে এক্ষেত্রে প্রতারকের তকমা দেন দর্শকরা। ধারাভাষ্যকাররাও একযোগে নিশ্চিত যে, গিল এক্ষেত্রে দুর্ভাগ্যের শিকার।
উল্লেখ্য, আম্পায়ার কেটেলবরো বরাবর ভারতীয় দলের কাছে অপয়া হয়ে দেখা দিয়েছেন। গত এক দশকে টিম ইন্ডিয়া যতগুলি আইসিসি টুর্নামেন্টের নক-আউট থেকে বিদায় নিয়েছে, ২০২২-এর টি-২০ বিশ্বকাপ ছাড়া বাকি সব ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করেন ইংল্যান্ডের রিচার্ড কেটেলবরো। তালিকাটা নেহাৎ ছোট নয়।
২০১৪ টি-২০ বিশ্বকাপের ফাইনাল, ২০১৫ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৬ টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল, ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল এমনকি ২০১৯ ওয়ান ডে বিশ্বকাপের সেমিফাইনাল, সব ক্ষেত্রেই ভারতীয় দলের পক্ষে দুর্ভাগ্যজনক হয়ে দেখা দিয়েছে আম্পায়ার হিসেবে মাঠে কেটেলবরোর উপস্থিতি।
উল্লেখযোগ্য বিষয় হল, ২০২১ এর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করেন কেটেলবরো। সেই ম্যাচটিও ভারত হারে নিউজিল্যান্ডের কাছে। এবার ভারত-অস্ট্রেলিয়া আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ফের তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করছেন কেটেলবরো।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।