২০ ফেব্রুয়ারি দিল্লিতে এক প্রযুক্তি কনক্লেভের আয়োজন করা হয়েছিল। সেখানে যোগ দেন ভোক্তা বিষয়ক মন্ত্রকের সচিব রোহিত কুমার সিং। আর সেই সময়েই বাইজুস-এর মতো এড-টেক সংস্থাগুলিকে তিনি এক হাত নেন। তিনি বলেন, বাইজুর মতো এডটেক ফার্মগুলি বিশাল বিপণন প্রচার চালাচ্ছে।