১০ বিলিয়ন ডলারের সংস্থা তৈরি হতে চলেছে জি এবং সোনির সংযুক্তিকরণে। এই সংস্থার অধীনে থাকবে ৭০টি চ্যানেল। সেপ্টেম্বরের মধ্যেই এই নয়া সংস্থ স্থাপনের কথ থাকলেও ডেডলাইনের সীমা পার হতে চলল। এখনও কাজ শেষ হয়নি। এরই মধ্যে জানা গিয়েছে, আরও কয়েক মাস লাগবে এই দুই সংস্থার 'এক' হতে।