HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ক্রিকেট > AUS vs PAK: অভিষেকেই ৬ উইকেট, ৫৬ বছর আগের স্মৃতি ফেরালেন পাক পেসার, পার্থে দ্বিতীয় দিনের শেষেও অজিরাই চালকের আসনে

AUS vs PAK: অভিষেকেই ৬ উইকেট, ৫৬ বছর আগের স্মৃতি ফেরালেন পাক পেসার, পার্থে দ্বিতীয় দিনের শেষেও অজিরাই চালকের আসনে

আমের জামালের দাপটেই দ্বিতীয় দিন অজিরা ৫ উইকেটের বিনিময়ে মাত্র ১৪১ রান যোগ করতে পারে। এতে কিছুটা হলেও স্বস্তি পায় পাকিস্তান। বৃহস্পতিবার অজিরা ৫ উইকেট হারিয়ে করেছিল ৩৪৬ রান। প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া।

অভিষেক টেস্টে ৬ উইকেট নিয়ে নজির গড়েছেন আমের জামাল।

পার্থ টেস্টে অভিষেকেই বিস্ফোরণ ঘটালেন পাকিস্তানের আমের জামাল। ৬ উইকেট নিয়ে ৫৬ বছরের পুরনো স্মৃতি ফেরালেন নবাগত পাক পেসার। অজিদের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম দিন বৃহস্পতিবার জামাল ডেভিড ওয়ার্নার এবং ট্র্যাভিস হেডের গুরুত্বপূর্ণ ২টি উইকেট তুলে নিয়ে কিছুটা অক্সিজেন দিয়েছিলেন পাকিস্তানকে। আর শুক্রবার অস্ট্রেলিয়ার বাকি ৫ উইকেটের চারটিই তুলে নিয়েছেন আমের জামাল। ১১১ রানে ৬ উইকেটের বোলিং ফিগার নিয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম ইনিংস শেষ করেন ২৭ বছর বয়সী এই পেসার।

জামালের দাপটেই দ্বিতীয় দিন অজিরা ৫ উইকেটের বিনিময়ে মাত্র ১৪১ রান যোগ করতে পারে। এতে কিছুটা হলেও স্বস্তি পায় পাকিস্তান। বৃহস্পতিবার অজিরা ৫ উইকেট হারিয়ে করেছিল ৩৪৬ রান। আর এদিন ১৪১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে বসায়, অন্তত পাঁচশোর রানের গণ্ডি টপকাতে পারেনি অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ৪৮৭ রানে অলআউট হয়ে যায় অজিরা।

১১১ রানে ৬ উইকেট- জামালের এই বোলিং ফিগার অস্ট্রেলিয়ায় সফরকারী কোনও বোলারের অভিষেকে তৃতীয় সেরা। সর্বশেষ অস্ট্রেলিয়ার মাটিতে অভিষেকে ৬ উইকেট নিয়েছিলেন ভারতের সৈয়দ আবিদ আলি। অ্যাডিলেডে ১৯৬৭ সালে ৫৫ রানে ৬ উইকেট নিয়েছিলেন তিনি। আবিদের ৩ বছর আগে একই কীর্তি ছিল পাকিস্তানের আরিফ বাটের। মেলবোর্নে তিনি নিয়েছিলেন ৮৯ রানে ৬ উইকেট। আবিদ ভারতের হয়ে খেলেছিলেন ২৯টি টেস্ট। আরিফের ক্যারিয়ার অবশ্য থেমে গিয়েছিল ৩টি টেস্টেই। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওই টেস্টের পর নিউজিল্যান্ড সফরে আর দু'টি টেস্ট খেলেছিলেন তিনি।

আরও পড়ুন: ফিল্ডিং করতে গিয়ে চোট, সাপোর্ট স্টাফেদের কোলে চেপে মাঠ ছাড়েন, কতটা গুরুতর? নিজেই আপডেট দিলেন সূর্য

সব মিলিয়ে অভিষেকে ৫ বা এর বেশি উইকেট নেওয়া ১৪তম পাকিস্তানি বোলার হলেন জামাল। এ ক্ষেত্রে তাঁর চেয়ে ভালো বোলিং ফিগার আছে আর পাঁচ পাকিস্তানি বোলারের। ৬৬ রানে ৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন আর এক পেসার মহম্মদ জাহিদ। ক্যারিয়ারে পাঁচটি টেস্ট খেলা জাহিদের ক্যারিয়ার শুরু হয়েছিল ১৯৯৬ সালে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ৬৬ রানে ৭ উইকেট নিয়ে।

প্রতিপক্ষের মাটিতে অভিষেকে সেরা বোলিং ফিগারে অবশ্য আরিফের পরই আছেন জামাল। দেশের বাইরে পাকিস্তানের হয়ে অভিষেকে সেরা বোলিং ফিগারটি অফ স্পিনার বিলাল আসিফের। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২০১৮ সালে তিনি ৩৬ রানে ৬ উইকেট নিয়েছিলেন দুবাইয়ে। দুবাইকে অবশ্য পাকিস্তানের দ্বিতীয় হোমই বলা হয়ে থাকে।

আরও পড়ুন: কেশব মহারাজের বলে এলবিডব্লিউ হন শুভমন, তবে রিভিউ নিলেই পুড়ত না কপাল- ভিডিয়ো

বৃহস্পতিবার প্রথম দিনের শেষে ৩১ বলে ১৫ রান করে অপরাজিত ছিলেন মিচেল মার্শ। ৩২ বলে ১৪ রান করে অপরাজিত ছিলেন অ্যালেক্স ক্যারি। সেখান থেকে এদিন খেলতে নেমে হাড্ডাহাড্ডি লড়াই করেন মিচেল মার্শ। তাঁর ১০৭ বলে ৯০ রানের ইনিংসটি অজিদের সাড়ে চারশোর রানের গণ্ডি টপকাতে সাহায্য করে। তাঁর ইনিংসে ছিল ১৫টি চার, একটি ছক্কা। এদিকে অ্যালেক্স ক্যারি ৭৩ বলে ৩৪ করে আউট হয়ে যান। এই জুটি ভাঙেন জামালই। মার্শ যখন একদিকে উইকেট আঁকড়ে লড়াই করছেন, তখন জামাল উল্টোদিকে একের পর এক উইকেট ফেলে চলেছে। ক্যারি আউট হওয়ার পর বাকিরা কেউই বড় রান করতে পারেননি। মিচেল স্টার্ক তাও ২৩ বলে ১২ রান করেছিলেন। এর বাইরে বাকিরা এক অঙ্কের ঘরেই হাবুডুবু খেয়েছেন।

পার্থ টেস্টের প্রথম দিনে ডেভিড ওয়ার্নারের ২১১ বলে ১৬৪ রানের হাত ধরে অস্ট্রেলিয়া শক্ত ভিতের উপর দাঁড়িয়ে গিয়েছিল। সেই ভিতকে শুক্রবার আরও মজবুত করেছেন মিচেল মার্শ। তবে জামাল এদিন আগুনে মেজাজে না থাকলে হয়তো অজিদের স্কোর পাঁচশো ছাপিয়ে অনেক দূরই এগিয়ে যেত। জামালের ৬ উইকেট ছাড়াও ২ উইকেট নিয়েছেন খুররম শেহজাদ। শাহিন শাহ আফ্রিদি এবং ফাহিম আশরফ একটি করে উইকেট নিয়েছেন।

পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে পাকিস্তান শুরুটা খুব খারাপ করেনি। তবে দ্বিতীয় দিনের শেষে তারা ১৩২ রান করলেও, ২ উইকেট হারিয়ে বসে রয়েছে। ওপেনার আবদুল্লা শফিক ১২১ বলে ৪২ করে সাজঘরে ফিরে গিয়েছেন। নাথান লিয়নের বলে ডেভিড ওয়ার্নারের হাতে ক্যাচ দিয়েছেন তিনি। অধিনায়ক শান মাসুদ আবার ৪৩ বলে ৩০ করে কট বিহাইন্ড হয়েছেন। তাঁকে ফিরিয়েছেন মিচেল স্টার্ক। ক্রিজে রয়েছেন ইমাম উল হক (৩৮ রান) এবং খুররম শেহজাদ (৭ রান)। ৩৫৫ রানে পিছিয়ে রয়েছে পাকিস্তান। তাদের এই ম্যাচ বাঁচাতে হলে বড় ইনিংস খেলতে হবে বাকি ব্যাটারদের।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ