বাংলা নিউজ > ক্রিকেট > IPL 2024 Auction: ইতিহাস স্টার্কের, অজি পেসারের সঙ্গে ২০ কোটির গণ্ডি টপকালেন কামিন্স, সব মিলিয়ে খরচ হল ২৩০.৪৫ কোটি
মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্স প্রথম বার আইপিএলের ইতিহাসে ২০ কোটির গণ্ডি টপকালেন।

IPL 2024 Auction: ইতিহাস স্টার্কের, অজি পেসারের সঙ্গে ২০ কোটির গণ্ডি টপকালেন কামিন্স, সব মিলিয়ে খরচ হল ২৩০.৪৫ কোটি

IPL 2024 Auction: অস্ট্রেলিয়ার বাঁ-হাতি পেসার মিচেল স্টার্ক ঘণ্টা খানেকেই তাঁরই জাতীয় দলের সতীর্থ প্যাট কামিন্সের রেকর্ড ভেঙে ইতিহাসের সবচেয়ে দামি খেলোয়াড় হয়ে উঠেছেন। স্টার্ককে কেকেআর ২৪.৭৫ কোটি টাকায় কিনেছে এবং কামিন্সকে ২০.৫০ কোটিতে সানরাইজার্স হায়দরাবাদ তুলে নিয়েছে

Indian Premier League: এবার আইপিএল নিলামে দু'-দু'বার বড় বিস্ফোরণ ঘটেছে। আর এর কেন্দ্রে অস্ট্রেলিয়ার দুই সিনিয়র তারকা। প্রথম বিস্ফোরণটি ঘটান সদ্য বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক প্যাট কামিন্স। তিনি আইপিএল নিলামে প্রথম বার ২০ কোটির গণ্ডি টপকান। তাঁকে ২০.৫০ কোটিতে কিনে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। এর পরে মিচেল স্টার্ক সেই রেকর্ডটি ভেঙে ফেলেন ঘণ্টা খানেকেই। তাঁকে কলকাতা নাইট রাইডার্স ২৪.৭৫ কোটিতে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স- যেটি আইপিএলের ইতিহাসে কোনও প্লেয়ারের সর্বকালের সর্বোচ্চ মূল্য! 

এছাড়াও ড্যারিল মিচেলকে ১৪ কোটিতে কিনেছে চেন্নাই সুপার কিংস। হর্ষাল প্যাটেলকে আবার পঞ্জাব কিংস ১১.৭৫ কোটিতে তুলে নেয়। এছাড়াও স্পেন্সার জনসনকে ১০ কোটিতে কিনে নিয়েছে গুজরাট জায়ান্সটস। এই পাঁচ প্লেয়ারই আপাতত ১০ কোটি বা তার গণ্ডি টপকেছে।

আনক্যাপড ব্যাটসম্যান সমীর রিজভি (৮.৪ কোটি টাকা, সিএসকে) চমক দেখিয়েছেন। কুমার কুশাগ্রাকে ৭.২০ কোটিতে কিনেছে দিল্লি। শাহরুখ খানকে   ৭.৪০ কোটি টাকায় কিনেছে গুজরাট টাইটান্স। এছাড়াও রিলি রুসো (৮ কোটি টাকা পিবিকেএস), রোভম্যান পাওয়েল (৭.৪০ কোটি টাকা, আরআর), ট্র্যাভিস হেড (৬.৮০ কোটি টাকা, এসআরএইচ) বড় টাকা পেয়েছে।

19 Dec 2023, 09:33:36 PM IST

IPL 2024 Auction Live Updates: ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ২৩০.৪৫ কোটি টাকা খরচ করেছে

২০২৪ আইপিএল নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মিলিয়ে মোট ২৩০.৪৫ কোটি টাকা খরচ করেছে। সব মিলিয়ে ৭২ জন খেলোয়াড় কেনা হয়েছে। যাদের মধ্যে ৩০ জন বিদেশি রয়েছে।

19 Dec 2023, 09:26:06 PM IST

IPL 2024 Auction Live Updates: শেষ বাজারে কেনাকাটা

নান্দ্রে বার্গার- রাজস্থান রয়্যালস- ৫০ লাখ টাকাসাকিব হুসেন- কলকাতা নাইট রাইডার্স- ২০ লাখ টাকাসৌরভ চৌহান- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ২০ লাখ টাকা

19 Dec 2023, 09:23:37 PM IST

IPL 2024 Auction Live Updates: চার আনক্যাপড প্লেয়ার দল পেলেন

স্বস্তিক চিকারা- দিল্লি ক্যাপিটালস- ২০ লাখ টাকাআবিদ মুস্তাক- রাজস্থান রয়্যালস- ২০ লাখ টাকাশিবালিক শর্মা- মুম্বই ইন্ডিয়ানস- ২০ লাখ টাকাস্বপ্নিল সিং- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর- ২০ লাখ টাকা

19 Dec 2023, 09:20:21 PM IST

IPL 2024 Auction Live Updates: অ্যাটকিনসনকে নিল মুম্বই

ইংল্যান্ডের পেসার অ্যাটকিনসনকে মুম্বই ১ কোটি টাকায় কিনে নিয়েছে। এদিকে অ্যাডাম মিলনে এবং ম্যাট হেনরি দু'জনেই অবিক্রিত থেকে গিয়েছেন।

19 Dec 2023, 09:16:38 PM IST

IPL 2024 Auction Live Updates: নবিকে নিল এমআই, শাই হোপ গেল ডিসি-তে

আফগানিস্তানের অভিজ্ঞ নবিকে দেড় কোটিতে ছিনিয়ে নিল মুম্বই। এদিকে ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে অধিনায়ক শাই হোপকে দিল্লি ৭৫ লাখে কিনে নিয়েছে। দুই প্লেয়ারকেই বেসপ্রাইসে কেনা হয়েছে।

19 Dec 2023, 09:12:45 PM IST

IPL 2024 Auction Live Updates: মুজিবকে তুলে নিলেন কেকেআর

কেকেআর-এ জায়গা পেলেন মুজিব উর রহমান। আফগানিস্তানের মুজিবকে তাঁর বেসপ্রাইস ২ কোটিতে কিনে নেয় নাইট রাইডার্স। তাঁর জন্য একমাত্র কেকেআর-ই বিড করেছিল।

19 Dec 2023, 09:08:11 PM IST

IPL 2024 Auction Live Updates: স্মিথ অবিক্রিতই, লকি ফার্গুসনকে নিল আরসিবি

আবারও অবিক্রিত থাকলেন স্টিভ স্মিথ। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক কোনও কোনও পেলেন না। তবে লকি ফার্গুসনকে ২ কোটিতে তুলে নিল আরসিবি।

19 Dec 2023, 09:04:45 PM IST

IPL 2024 Auction Live Updates: প্রথমে অবিক্রিত রুসো পরে দাম পেলেন ৮ কোটি

প্রথমে অবিক্রিত থাকা রিলি রুসোর জন্য দর হাঁকাহাঁকি শুরু করে দিল্লি এবং পঞ্জাব। দুই ফ্র্যাঞ্চাইজির মধ্যে তীব্র লড়াই হয়। রুসোর বেসপ্রাইস ছিল ২ কোটি। শেষ পর্যন্ত পঞ্জাব তাঁকে ৮ কোটিতে কেনে।

19 Dec 2023, 08:59:45 PM IST

IPL 2024 Auction Live Updates: মনীশ পান্ডেকে ৫০ লাখে নিল কেকেআরে

মনীশ পান্ডেকে শেষ পর্যন্ত কেনে কেকেআর। মনীশের বেস প্রাইস ছিল ৫০ লাখ। তাঁকে সেই টাকাতেই কেনে কলকাতা নাইট রাইডার্স।

19 Dec 2023, 08:57:26 PM IST

IPL 2024 Auction Live Updates: অবিক্রিতই থাকলেন করুণ নায়ার

যারা অবিক্রিত হয়েছেন আগে, তাদের মধ্যে করুণ নায়ার প্রথম খেলোয়াড় হিসাবে ফের নিলামে ওঠেন। তাঁর বেসপ্রাইস ছিল ৫০ লাখ। তবে এবারও অবিক্রিত থাকলেন তিনি।

19 Dec 2023, 08:48:15 PM IST

IPL 2024 Auction Live Updates: নতুন রাউন্ড শুরু হবে

নিলামকারী ফ্র্যাঞ্চাইজিদের যে খেলোয়াড়দের জন্য বিড করতে চায়, তাঁদের নাম জমা দিতে বলেছেন। সেই খেলোয়াড়রা পরের রাউন্ডের জন্য পুলে ফিরে আসবেন।

19 Dec 2023, 08:45:51 PM IST

IPL 2024 Auction Live Updates: বড় দাম পেলেন অনামী রবিন মিঞ্জ

২০ লাখ টাকা বেসপ্রাইস ছিল রবিন মিঞ্জের। শুরুতে সিএসকে সরাসরি তাঁর জন্য বিড করে। প্রথমে এবং মুম্বইয়ের মধ্যে লড়াই হয়। এবং তার পরে জিটি সেই লড়াইয়ে যোগ দেয়। গুজরটাই শেষ পর্যন্ত তাঁকে ৩.৬০ কোটিতে ছিনিয়ে নেয়।

19 Dec 2023, 08:39:23 PM IST

IPL 2024 Auction Live Updates: ৪ জন প্লেয়ার তুলে নিল পঞ্জাব

আশুতোষ শর্মা- পঞ্জাব কিংস- ২০ লাখ টাকবিশ্বনাথ প্রতাপ সিং- পঞ্জাব কিংস- ২০ লাখ টাকাশশাঙ্ক সিং- পঞ্জাব কিংস- ২০ লাখ টাকাতনয় ত্যাগরাজন- পঞ্জাব কিংস- ২০ লাখ টাকাএই চার জনের মধ্যে একজনকে ভুল ভাবে বিড করেছে বলে দাবি করেছে পঞ্জাব কিংস ম্যানেজমেন্ট।

19 Dec 2023, 08:32:52 PM IST

IPL 2024 Auction Live Updates: অংশুল কম্বোজকে নিল এমআই, সুমিত কুমার গেলেন দিল্লিতে

অনামী সুমিত কুমার বড় দাম পেলেন। তাঁর বেসপ্রাইস ছিল ২০ লাখ টাকা। ডিসি এবং কেকেআর তাঁর জন্য প্রতিদ্বন্দ্বিতা করে এবং দিল্লি তাঁকে ১ কোটিতে তুলে নেয়। অংশুল কম্বোজকে ২০ লাখে নিল মুম্বই।

19 Dec 2023, 08:25:30 PM IST

IPL 2024 Auction Live Updates: ৫ কোটিতে ঝাই রিচার্ডসনকে নিল দিল্লি

ঝাই রিচার্ডসনের বেস প্রাইস ছিল দেড় কোটি। ডিসি এবং আরসিবি তাঁকে নিয়ে দর হাঁকাহাঁকি করে। তবে শেষমেশ দিল্লি ৫ কোটিতে তাঁকে কিনে নেয়।

19 Dec 2023, 08:19:57 PM IST

IPL 2024 Auction Live Updates: ৪.৮কোটিতে নুয়ান থুশারাকে নিল মুম্বই

শ্রীলঙ্কার পেসার নুয়ান থুশারাকে নিল মুম্বই ইন্ডিয়ান্স। কেকেআর বিডিং শুরু করেছিল কিন্তু পার্সে টাকা কম থাকায় তাদের থেমে যেতে হয়। আরসিবি এবং এমআই তখন দর কষাকষি শুরু করে। মুম্বই ইন্ডিয়ান্স ৪.৫০ কোটিতে নিয়েছে থুশারাকে। 

19 Dec 2023, 08:10:10 PM IST

IPL 2024 Auction Live Updates: মুস্তাফিজুর রহমানকে ২ কোটিতে কিনল সিএসকে

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ২ কোটি বেস প্রাইসেই দলে নিল চেন্নাই সুপার কিংস।।

19 Dec 2023, 08:07:28 PM IST

IPL 2024 Auction Live Updates: জনসনের দাম উঠল ১০ কোটি

আর এক অজি তারকার দাম উঠল ১০ কোটি। স্পেনসার জনসনকে নিয়ে দিল্লি এবং জিটির মধ্যে দর হাঁকাহাঁকি চলে। শেষ পর্যন্ত গুজরাট তাঁকে ১০ কোটিতে তুলে নেয়।

19 Dec 2023, 08:04:27 PM IST

IPL 2024 Auction Live Updates: অবিক্রিত কাইল জেমিসন

নিউজিল্যান্ডের অলরাউন্ডার কাইল জেমিসনকে এক সময়ে আইপিএল নিলামে ১৫ কোটি দিয়ে কেনা হয়েছিল। তবে এবার অবিক্রিত থাকলেন। অস্ট্রেলিয়ার স্পেন্সার জনসনকে নিয়ে দিল্লি এবং গুজরাট টানাটানি শুরু করেছে।

19 Dec 2023, 07:59:37 PM IST

IPL 2024 Auction Live Updates: ডেভিড উইলি এলএসজিতে গেলেন, শাই হোপ, দুষমন্ত চামিরা ক্রেতা পেলেন না

ডেভিড উইলি, যিনি ২০২৩ বিশ্বকাপের পরে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন, তাঁকে ২ কোটিতে নিল লখনই সুপার জায়ান্টস। এদিকে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাই হোপ এবং শ্রীলঙ্কার পেসার দুষমন্ত চামিরা ক্রেতা পেলেন না।

19 Dec 2023, 07:53:49 PM IST

IPL 2024 Auction Live Updates: স্যাম কারানের ভাইকে নিল আরসিবি, জেমস নিশাম, ওডেন স্মিথ অবিক্রিত

স্যাম কারানের ভাই টম কারানকে আরসিবি তাঁর বেসপ্রাইস দেড় কোটিতে নিয়েছে। অলরাউন্ডারকে পেয়ে খুশি তারা। তবে অভিজ্ঞ অলরাউন্ডার জেমস নিশাম অবিক্রিত। ৭৫ লক্ষ টাকা বেস প্রাইস হলেও, কিমো পল অবিক্রীত। ওডেন স্মিথও কোনও দল পাননি।

19 Dec 2023, 07:43:16 PM IST

IPL 2024 Auction Live Updates: অ্যাশ্টন টার্নারকে নিল এলএসজি, দাসেন, ব্রেসওয়েল অবিক্রিত

অ্যাশ্টন টার্নারকে তাঁর বেসপ্রাইস ১ কোটিতে নিল এলএসজিতে। কায়েস আহমেদ, রাসি ভ্যান দার দাসেন এবং মাইকেল ব্রেসওয়েল অবিক্রিত।

19 Dec 2023, 07:39:05 PM IST

IPL 2024 Auction Live Updates: অবিক্রিত ফিন অ্যালেন, রাদারফোর্ডকে নিল কেকেআর 

নিউজিল্যান্ডের ফিন অ্যালেনের বেসপ্রাইস ছিল ৭৫ লাখ টাকা। তিনি অবিক্রিত থাকলেন। ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার শেরফেন রাদারফোর্ডের বেসপ্রাইস ছিল দেড়।কোটি। কেকেআর তাঁকে বেসপ্রাইসে তুলে নেয়।

19 Dec 2023, 06:53:00 PM IST

IPL 2024 Auction Live Updates: কার পার্সে কত টাকা থাকল

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ৬.৭৫কোটিকলকাতা নাইট রাইডার্স: ৬.৫৫ কোটিপঞ্জাব কিংস: ১৩.১৫ কোটিচেন্নাই সুপার কিংস: ৩.২০ কোটিদিল্লি ক্যাপিটালস: ১৬.৮৫কোটিরাজস্থান রয়্যালস: ৯০ লাখমুম্বই ইন্ডিয়ান্স: ৭.৯৫ কোটিসানরাইজার্স হায়দরাবাদ: ৩.৪০ কোটিলখনউ সুপার জায়ান্টস: ৪.১৫ কোটিগুজরাট টাইটান্স: ২১.৪৫ কোটি টাকা

19 Dec 2023, 06:47:51 PM IST

IPL 2024 Auction Live Updates: শ্রেয়স গোপালকে নিল মুম্বই

মুরগান অশ্বিন অবিক্রিত হওয়ার পরে, শ্রেয়স গোপাল অবশ্য টিম পেলেন। তাঁকে মুম্বই ২০ লাখে কিনল।

19 Dec 2023, 06:44:56 PM IST

IPL 2024 Auction Live Updates: দল পেলেন দুই তরুণ!

কার্তিক ত্যাগীর পরে রাসিখ দারকে ২০ লাখে তুুলে নিল দিল্লি ক্যাপিটালস। এবং মানব সুথারকে ২০ লাখে নিল গুজরাট টাইটান্স।

19 Dec 2023, 06:42:50 PM IST

IPL 2024 Auction Live Updates: কার্তিক ত্যাগিকে নিল জিটি

আকাশ সিং অবিক্রিত থাকলেও, কার্তিক ত্যাগীকে নিয়ে আগ্রহ দেখায় এলএসজি, জিটি, কেকেআর, ডিসি। শেষে কেকেআর আর জিটি-র দর হাঁকতে থাকে। শেষ পর্যন্ত জিটিই তাঁকে ৬০ লাখ টাকায় তুলে নেয়

19 Dec 2023, 06:38:18 PM IST

IPL 2024 Auction Live Updates: কুলদীপ যাদব অবিক্রিত

গুজরাট টাইটান্স ২.২০ কোটি টাকায় সুশান্ত মিশ্রকে কিনে নেয়। খুশি আশিস নেহরা। মিশ্র ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলেছিলেন। কার্তিক ত্যাগীকে গুজরাট টাইটান্স আবার ২০ লাখে কেনে। তবে কুলদীপ যাদব অবিক্রীত থাকলেন।

19 Dec 2023, 06:34:28 PM IST

IPL 2024 Auction Live Updates: যশ দয়ালকে ৫ কোটিতে কিনল আরসিবি

এখন শুরু হচ্ছে আনক্যাপড ফাস্ট বোলারদের সেট। যশ দয়াল প্রথম বোলার এবং জিটি আর আরসিবি তাঁর জন্য লড়াই করছে। সেই যশ দয়াল, যাঁকে ২০২৩ আইপিএলের ম্যাচের শেষ ওভারে পাঁচটি ছক্কা হাঁকিয়ে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে কেকেআর-কে ম্যাচ জিতিয়েছিলেন রিঙ্কু সিং। গুজরাট এই বছরও তাঁর জন্য লড়াই করেছে। কিন্তু শেষ পর্যন্ত আরসিবি যশ দয়ালকে ৫ কোটিতে কিনে নেয়।

19 Dec 2023, 06:17:17 PM IST

IPL 2024 Auction Live Updates: কুমার কুশাগ্রাকে ৭.২০ কোটিতে কিনল দিল্লি

১৯ বছর বয়সী কুমার কুশাগ্রা, যিনি ইশান কিষানের অনুপস্থিতিতে ঝাড়খণ্ডের নিয়মিত উইকেটরক্ষক ছিলেন, তাঁকে নিয়ে নিলামে টানাটানি চলে চেন্নাই, গুজরাট, দিল্লির মধ্যে। সিএসকে প্রথমে তাঁর জন্য দর হাঁকে। জিটি-ও তাঁকে পেতে ঝাঁপায়। দিল্লিও নামে লড়াইয়ে। শেষ পর্যন্ত ৭.২০ কোটিতে তাঁকে তুলে নেয় দিল্লি। পন্ত আদৌ কিপিং করতে পারবেন কিনা, বা খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে, তাই ব্যাকআপ কিপার নিয়ে রাখল দিল্লি।

19 Dec 2023, 06:13:28 PM IST

IPL 2024 Auction Live Updates: আনক্যাপড উইকেটকিপারদের নিলাম

টম কোহলার-ক্যাডমোরকে রাজস্থান রয়্যালস বেস প্রাইস ৪০ লাখে কিনে দিয়েছে। ২০ লাখে উইকেটকিপার রিকি ভুঁইকে তুলে নিল। উরভিল প্যাটেল, বিষ্ণু সোলাঙ্কি অবিক্রিত। কিন্তু কুমার কুশাগ্রাকে নিয়ে লড়াই আকর্ষণীয় হয়ে উঠছে। ডিসি এবং জিটি-র মধ্যে লড়াই লড়াই চলছে।

19 Dec 2023, 06:00:11 PM IST

IPL 2024 Auction Live Updates: শাহরুখ খানের দাম উঠল ৭.৪০ কোটি

পঞ্জাব কিংস শাহরুখ খানকে ছেড়ে দিয়েছিল। তারাই ২০২৪ নিলামে শাহরুখের জন্য সবার প্রথমে ৪০ লাখ দর হাঁকেন। এই রেসে যোগ দেয় গুজরাট টাইটান্স। দুই ফ্র্যাঞ্চাইজি মিলে শাহরুখকে নিয়ে টানাটানি শুরু করে। শেষ পর্যন্ত ৭.৪০ কোটিতে শাহরুখকে তুলে নেয় গুজরাট টাইটান্স

19 Dec 2023, 05:46:00 PM IST

IPL 2024 Auction Live Updates: দল পেলেন না সরফরাজ খান

আংক্রিশ রঘুবংশীকে তাঁর বেস প্রাইস ২০ লাখে নেয় কলকাতা নাইট রাইডার্স। এবং আর্শিন কুলকার্নিকে ২০ লাখে নেয় লখনউ সুপার জায়ান্টস। কিন্তু মহম্মদ আর্শাদ খান, সরফরাজ খান, রাজ অঙ্গদ বাওয়া, বিভ্রান্ত শর্মা, অতিত শেঠরা অবিক্রীত থাকেন।

19 Dec 2023, 05:37:42 PM IST

IPL 2024 Auction Live Updates: অনামী সমীর রিজভি পেলেন ৮.৪০ কোটি

২০ বছর বয়সী সমীর রিজভি ইউপি টি-টোয়েন্টি লিগে কানপুর সুপারস্টারদের হয়ে সর্বাধিক ছক্কা মেরেছিলেন এবং দু'টি ঝলমলে সেঞ্চুরি করেছিলেন। পাশাপাশি নয় ইনিংসে মোট ৪৫৫ রান করেছিলেন তিনি। তাঁর এই পারফরম্যান্সের পরেই আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলির তাঁকে নিয়ে আগ্রহ ছিল। প্রথমে তাঁকে নেওয়ার জন্য লড়াই চলে চেন্নাই এবং গুজরাটের। দিল্লিও পরে সেই লড়াইয়ে ঢুকে পড়ে। সিএসকে শেষ পর্যন্ত ৮.৪০ কোটিতে তাঁকে দলে নেয়।

19 Dec 2023, 05:26:19 PM IST

IPL 2024 Auction Live Updates: শুভম দুবেকে ৫.৮০ কোটিতে নিল রাজস্থান

ওয়ানিন্দু হাসরাঙ্গার মতো প্লেয়ার যেখানে দেড় কোটি টাকা দাম পেয়েছে, সেখানে শুভম দুবে, যিনি তাঁর ক্যারিয়ারে আটটি লিস্ট এ ম্যাচ এবং ২০টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, তাঁকে ৫.৮০ কোটিতে কিনল রাজস্থান রয়্যালস। তাঁর বেস প্রাইস ছিল ২০ লক্ষ টাকা। তাঁকে দলে নিতে রাজস্থানের সঙ্গে ঝাঁপিয়েছিল দিল্লিও। কিন্তু আরআর শেষমেশ তাঁকে তুলে নেয়।

19 Dec 2023, 05:20:46 PM IST

IPL 2024 Auction Live Updates: কার পার্সে কত টাকা

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: ১১.৭৫ কোটিকলকাতা নাইট রাইডার্স: ৬.৯৫ কোটিপঞ্জাব কিংস: ১৩.১৫ কোটিচেন্নাই সুপার কিংস: ১১.৬০ কোটিদিল্লি ক্যাপিটালস: ২৪.৪৫ কোটিরাজস্থান রয়্যালস: ৭.১০ কোটিমুম্বই ইন্ডিয়ান্স: ৮.১৫ কোটিসানরাইজার্স হায়দরাবাদ: ৩.৬০ কোটিলখনউ সুপার জায়ান্টস: ৬.৭৫ কোটিগুজরাট টাইটান্স: ৩১.৮৫ কোটি

19 Dec 2023, 05:14:54 PM IST

IPL 2024 Auction Live Updates: আনক্যাপড প্লেয়ারদের নিলাম শুরু

এখন শুরু হচ্ছে আনক্যাপড ব্যাটারদের সেট! এটি আকর্ষণীয় হবে! শুভম দুবে এই তালিকায় প্রথম খেলোয়াড়। এবং তাঁকে নিয়ে ডিসি আর আরআর-এর তার জন্য ব্যাপক আগ্রহ দেখিয়েছে।

19 Dec 2023, 04:18:24 PM IST

IPL 2024 Auction Live Updates: স্পিনারদের একটি সেট অবিক্রিত

স্পিনারদের একটি সেট পুরো অবিক্রিত থাকল। তাবরেজ শামসি, ইশ সোধি, আদিল রশিদ, আকিল হোসেন, ওয়াকার সালামখেইল এবং মুজিব উর রহমান সকলেই অবিক্রিত থাকলেন। 

19 Dec 2023, 04:15:17 PM IST

IPL 2024 Auction Live Updates: হেজেলউড অবিক্রিত

হেজেলউড অবিক্রিত থেকে গেলেন। অজি তারকার বেসপ্রাইস ছিল ২ কোটি। তাঁর সতীর্থ স্টার্ক এবং কামিন্স রেকর্ড দাম পেলেও, হেজেলউড পরে অবিক্রিত থেকে যায়।

19 Dec 2023, 04:12:46 PM IST

IPL 2024 Auction Live Updates: উনাদকাটকে নিল এসআরএইচ, মাদুশঙ্কাকে নিল এমআই

জয়দেব উনাদকাটকে ১.৬ কোটি টাকায় তুলে নিল সানরাইজার্স হায়দরাবাদ। দিলশন মাদুশঙ্কাকে মুম্বই আবার ৪.৬০ কোটিতে কিনে নিয়েছে। মাদুশঙ্কার বেসপ্রাইস ছিল ৫০ লাখ। তাঁকে নিতে লখনউয়ের সঙ্গে লড়াই চলে মুম্বইয়ের। নীতা আম্বানিরাই শেষ পর্যন্ত লঙ্কান তারকাকে তুলে নেন।

19 Dec 2023, 04:08:37 PM IST

IPL 2024 Auction Live Updates: ইতিহাসে স্টার্ক

ইতিহাসে নাম তুলে ফেললেন মিচেল স্টার্ক। এদিন প্রথমে প্যাট কামিন্সকে ২০.৫০ কোটিতে কিনেছিল হায়দরাবাদ। সেই রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক। তাঁকে ২৪.৭৫ কোটিতে কিনল কেকেআর। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠল স্টার্কের। এখন আইপিএলের সর্বকালের দামী প্লেয়ার মিচেল স্টার্কই।

19 Dec 2023, 04:03:05 PM IST

IPL 2024 Auction Live Updates: কামিন্সের রেকর্ড ভাঙলেন স্টার্ক

 ঘণ্টা খানেকেই কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন মিচেল স্টার্ক। কামিন্সের দাম উঠেছিল ২০.৫০। সেই দাম ছাপিয়ে তরতর করে বাড়ল স্টার্কের মূল্য। স্টার্ককে নিয়ে যে এবার টানাটানি চলবে, আগে থেকেই জানা ছিল। স্টার্ককে নিয়ে দিল্লি এবং মুম্বই প্রথম দর হাঁকতে শুরু করেছিল। তার পর এই লড়াইয়ে যোগ দেয় গুজরাট এবং কেকেআর। এই দুই দলের মধ্যে শেষ পর্যন্ত স্টার্ককে নিয়ে টানাটানি চলে। সেই সঙ্গে তাঁর দাম বাড়তে থাকে। শেষমেশ তাঁকে ২৪.৭৫ কোটিতে দলে নিয়ে শেষ হাসি হাসে কলকাতা নাইট রাইডার্স।

19 Dec 2023, 03:54:15 PM IST

IPL 2024 Auction Live Updates: ৬.৪০ কোটিতে মাভিকে নিল লখনউ

প্রাক্তন জিটি প্লেয়ার শিবম মাভিকে পেতে দর হাঁকাহাঁকিতে নেমেছিল এলএসজি এবং আরসিবি। তবে লখনই তাঁকে ৬.৪০ কোটিতে তুলে নেয়।

19 Dec 2023, 03:39:01 PM IST

IPL 2024 Auction Live Updates: উমেশ যাদবকে নিল গুজরাট

ভারতের অভিজ্ঞ পেসার উমেশ যাদবকে নিয়ে গুজরাট, হায়দরাবাদ এবং দিল্লির মধ্যে টানাটানি চলে। গুজরাট টাইটান্স শেষ পর্যন্ত ৫.৮০ কোটিতে উমেশ যাদবকে কিনে নেয়। মহম্মদ শামি, মোহিত শর্মাদের দলে এবার যোগ দিলেন উমেশ যাদবও।

19 Dec 2023, 03:36:05 PM IST

IPL 2024 Auction Live Updates: আলজারি জোসেফকে ১১.৫০ কোটিতে নিল আরসিবি

আলজারি জোসেফের জন্য সিএসকে প্রথম বিডিং শুরু করে। এই লড়াইয়ে নামে দিল্লিও। এর পর লখনই এবং ডিসির মধ্যে লড়াই চলে। এতে পরে যোগ দেয় আরসিবি-ও। এর পরেই দাম চড়ে আলজারি জোসেফের। শেষ পর্যন্ত ১১.৫০ কোটিতে তাঁকে দলে নিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

19 Dec 2023, 03:26:32 PM IST

IPL 2024 Auction Live Updates: কুশল মেন্ডিস, লকি ফার্গুসন অবিক্রিত

২০২৪ আইপিএল নিলামে কুশল মেন্ডিস এবং লকি ফার্গুসন অবিক্রিত থাকলেন। লকি ফার্গুসনের বেস প্রাইস ছিল ২ কোটি। কুশল মেন্ডিসের বেসপ্রাইস ছিল ৫০ লাখ।

19 Dec 2023, 03:18:39 PM IST

IPL 2024 Auction Live Updates: ভরতকে নিল কেকেআর, জোশ ইংলিস অবিক্রিত

কেকেআর এবার নিলাম থেকে প্রথম কোনও প্লেয়ার কিনল। তারা ভারতের উইকেটরক্ষক কেএস ভরতকে দলে নিল। ভরতের বেসপ্রাইস ৫০ লাখেই তাঁকে নিল কলকাতা নাইট রাইডার্স। এদিকে অবিক্রিত থাকলেন জোশ ইংলিস। জোশ ইংলিসের বেস প্রাইস ছিল ২ কোটি। 

19 Dec 2023, 03:16:57 PM IST

IPL 2024 Auction Live Updates: স্টাবসকে নিল দিল্লি, ফিল সল্ট অবিক্রিত

ত্রিস্তান স্টাবসকে তাঁর বেসপ্রাইস ৫০ লাখ টাকায় কিনে নিল দিল্লি ক্যাপিটালস। স্টাবসের জন্য আর কোনও দল বিড করেনি। ফিল সল্ট আবার অবিক্রিত থাকলেন। দেড় কোটি বেসপ্রাইস ছিল ফিল সল্টের।

19 Dec 2023, 03:15:25 PM IST

IPL 2024 Auction Live Updates: উইকেটরক্ষকদের সেট শুরু

ক্যাপড উইকেটকিপারদের নিয়ে তৃতীয় সেট শুরু হয়েছে। ফিল সল্ট প্রথম প্লেয়ার, এই সেটে। কিন্তু তিনি অবিক্রিত থাকলেন!

19 Dec 2023, 03:13:52 PM IST

IPL 2024 Auction Live Updates: কার পার্সে কত টাকা রয়ে গিয়েছে

আরসিবি- ২৩.২৫ কোটিকেকেআর- ৩২.৭০ কোটিপিবিকেএস- ১৩.১৫ কোটিসিএসকে- ১১.৬০ কোটিডিসি- ২৪.৯৫ কোটিআরআর- ৭.১০ কোটিএমআই- ১২.৭৫ কোটিএসআরএইচ- ৫.২০ কোটিএসএসজি- ১৩.১৫ কোটিজিটি- ৩৭.৬৫ কোটি

19 Dec 2023, 03:02:57 PM IST

IPL 2024 Auction Live Updates: তৃতীয় সেটে উইকেটরক্ষকদের নিয়ে লড়াই হবে

তৃতীয় সেটে রয়েছেন উইকেটরক্ষকরা। জোশ ইংলিস, কেএস ভরত, কুশল মেন্ডিসরা রয়েছেন এই তালিকায়।

19 Dec 2023, 03:01:14 PM IST

IPL 2024 Auction Live Updates: ৪.২০ কোটিতে ওকসকে নিল পঞ্জাব

ক্রিস ওকসের বেসপ্রাইস ছিল ২ কোটি এবং তাঁকে পেতে কেকেআর প্রথমে বিডিং শুরু করে। পঞ্জাব এর পর ঝাঁপায়। এবং শেষ পর্যন্ত ইংল্যান্ড অলরাউন্ডারকে ৪.২০ কোটিতে কিনে নেন প্রীতি জিন্টারা।

19 Dec 2023, 02:59:08 PM IST

IPL 2024 Auction Live Updates: ১৪ কোটি দাম উঠল ড্যারিল মিচেলের

ড্যারিল মিচেলকে নিয়ে দলগুলোর মধ্যে আগ্রহ রয়েছে। মিচেলের জন্য পিবিকেএস ও দিল্লি ক্যাপিটালস লড়াই শুরু করে। ১১.২৫ কোটি তাঁর দাম উঠলে, দিল্লি পিছিয়ে আসে। সিএসকে বরং লড়াইয়ে যোগ দেয়। এবং মিচেলের দাম উঠে যায় ১৪ কোটিতে। চেন্নাই সুপার কিংস ড্যারিল মিচেলকে ১৪ কোটিতেই তুলে নিল। প্রসঙ্গত, ২০২৩ আইপিএল নিলামে ড্যারিল মিচেল অবিক্রিত ছিলেন।

19 Dec 2023, 02:54:34 PM IST

IPL 2024 Auction Live Updates: কোয়েটজি গেলেন মুম্বইয়ে

জেরাল্ড কোয়েটজিকে মুম্বই ৫ কোটিতে কিনে নিল। দক্ষিণ আফ্রিকার তারকাকে কিনেই নিজেদের খাতা খুলল মুম্বই ইন্ডিয়ান্স। তাঁর বেস প্রাইস ছিল ২ কোটি টাকা। সিএসকে এবং লখনউ-ও তাঁকে নিয়ে টানাটানি করেছিল। কিন্তু মুম্বই কোয়েটজিকে তুলে নেয়।

19 Dec 2023, 02:51:36 PM IST

IPL 2024 Auction Live Updates: হর্ষালকে ১১.৭৫ কোটিতে নিল পঞ্জাব কিংস

হর্ষাল প্যাটেলের বেসপ্রাইস ছিল ২ কোটি। তাঁর জন্য প্রথম দর হাঁকে গুজরাট। এর পর পঞ্জাব এই লড়াইয়ে যোগ দেয়। পঞ্জাব এবং গুজরাটের মধ্যে হর্ষালকে নিয়ে টানাটানি শুরু হয়। এর পর এই লড়াইয়ে যোগ দেন লখনউ সুপার জায়ান্টসও। শেষ পর্যন্ত হর্ষালকে ১১.৭৫ কোটি টাকায় দলে নিল পাঞ্জাব কিংস। খুশি প্রীতি জিন্টা! গুজরাট এবং লখনই বিশাল প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু পঞ্জাব শেষ হাসি হাসে!

19 Dec 2023, 02:45:28 PM IST

IPL 2024 Auction Live Updates: স্যাম কারানের রেকর্ড ভাঙলেন বিশ্বজয়ী অধিনায়ক

আইপিএল নিলামে আগের সবচেয়ে দামী প্লেয়ারের রেকর্ডটি ছিল স্যাম কারানের ঝুলিতে। তাঁকে পঞ্জাব কিংস গত বছর ১৮.৫০ কোটিতে কিনেছিল। সেই রেকর্ড এবার ভেঙে দিলেন প্যাট কামিন্স। ২০২৩ সালে মুম্বই ইন্ডিয়ান্স আবার ১৭.৫০ কোটিতে ক্যামেরন গ্রিনকে দলে নিয়েছিল। ২০২৩ আইপিএল নিলামে বেন স্টোকসের দাম উঠেছিল আবার ১৬.২৫ কোটি। তাঁকে কিনেছিল চেন্নাই সুপার কিংস। ২০২১ আইপিএল নিলামে আবার ১৬.২৫ কোটিতে ক্রিস মরিসকে কিনেছিল রাজস্থান রয়্যালস। ২০১৫ আইপিএল নিলামে ১৬ কোটিতে যুবরাজ সিং-কে কিনেছিল দিল্লি ডেয়ারডেভিলস (বর্তমান দিল্লি ক্যাপিটালস)। তবে এবার নিলামে নতুন ইতিহাসই লিখে ফেললেন কামিন্স।

19 Dec 2023, 02:35:45 PM IST

IPL 2024 Auction Live Updates: রেকর্ড দামে বিক্রি হয়ে ইতিহাস কামিন্সের

অনেকেই মনে করছিলেন, এবার নিলামে মিচেল স্টার্ক এমন একজন ক্রিকেটার হতে চলেছেন, যাঁর জন্য সব দল ঝাঁপাবে। ২০ কোটির বেশি দাম উঠতে পারে তাঁর। তবে অস্ট্রেলিয়াকে সদ্য বিশ্বকাপ জেতানো অধিনায়ক প্যাট কামিন্সকে নিয়ে যে এত দর হাঁকাহাঁকি হবে এবং তিনি আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে উঠবেন, ভাবেননি কেউ। কামিন্স প্রথম প্লেয়ার, যাঁর দাম ২০ কোটি ছাড়িয়ে গিয়েছে। কামিন্সকে নিয়ে মুম্বই এবং চেন্নাইয়ের মধ্যে লড়াই শুরু হয়। আরসিবি সেই লড়াইয়ে যোগ দেয়। এর পর কামিন্সকে পেতে ঝাঁপায় হায়দরাবাদও। শেষ পর্যন্ত আরসিবি এবং হায়দরাবাদের মধ্যে লড়াই চলে। তাঁকে শেষ পর্যন্ত ২০.৫০কোটিতে কিনল হায়দরাবাদ।

19 Dec 2023, 02:25:13 PM IST

IPL 2024 Auction Live Updates: শার্দুল গেলেন সিএসকে-তে, ওমরজাই গুজরাটে

শার্দুল ঠাকুরের বেসপ্রাইস ছিল ২ কোটি। চেন্নাই সুপার কিংস শুরুতেই তাঁকে নেওয়ার জন্য যুদ্ধে নামে। সানরাইজার্স হায়দরাবাদ তাতে যোগ দেন। শেষ পর্যন্ত শার্দুল ঠাকুরকে ৪ কোটি তুলে নেয় সিএসকে! এমএস ধোনির নেতৃত্বাধীন দল অলরাউন্ডারদের নিয়ে দল সাজাতে চাইছে। সেদিকেই তাই তারা জোর দিয়েছে। এদিকে আজমতুল্লাহ ওমরজাইকে ৫০ লাখে কিনল গুজরাট টাইটান্স।

19 Dec 2023, 02:12:29 PM IST

IPL 2024 Auction Live Updates: ১.৮০ কোটিতে রাচিন গেলেন ধোনির দলে

প্রথমে চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে রাচিন রবীন্দ্রকে নিয়ে চলে দর হাঁকাহাঁকি। ৫০ লক্ষ টাকা তাঁর বেসপ্রাইস ছিল। সিএসকে ১ কোটি দর হাঁকার পর পিছিয়ে আসে দিল্লি। এর পর পঞ্জাব কিংস লড়াইয়ে ঝাঁপায়। এবং নিউজিল্যান্ডের এই তরুণের দাম দেড় কোটি টাকা ছাড়িয়ে যায়। শেষ পর্যন্ত সিএসকে ১.৮০ কোটি তাঁকে দলে নেয়।

19 Dec 2023, 02:08:02 PM IST

 IPL 2024 Auction Live Updates: ১.৫কোটিতে হাসরাঙ্গা গেলেন হায়দরাবাদে

 প্রথম অলরাউন্ডার হিসাবে নিলামে উঠলেন ওয়ানিনু হাসরাঙ্গা! সানরাইজার্স হায়দরাবাদ তাঁকে তাঁর বেস প্রাইস দেড় কোটিতে কোটিতে কিনে নিল।

19 Dec 2023, 02:02:10 PM IST

IPL 2024 Auction Live Updates: শুরু হচ্ছে অলরাউন্ডারদের জন্য লড়াই

অলরাউন্ডাররা টি-টোয়েন্টিতে মূল্যবান পণ্য। জেরাল্ড কোয়েটজি, প্যাট কামিন্স, ওয়ানিন্দু হাসরাঙ্গা, ড্যারিল মিচেল, আজমতুল্লাহ ওমরজাই, হর্ষাল প্যাটেল, শার্দুল ঠাকুর, রাচিন রবীন্দ্র এবং ক্রিস ওকস রয়েছেন এই তালিকায়।।

19 Dec 2023, 02:00:52 PM IST

IPL 2024 Auction Live Updates: প্রথম সেট শেষ

প্রথম সেট শেষ! এই সেটের শেষ খেলোয়াড় মণিশ পাণ্ডেও অবিক্রীত থাকলেন। আইপিএল নিলামে এখন ১০ মিনিটের বিরতি! পরের সেটে প্যাট কামিন্স, ওয়ানিন্দু হাসারাঙ্গা, হর্ষাল প্যাটেল, রাচিন রবীন্দ্র, শার্দুল ঠাকুর সহ অলরাউন্ডারদের বড় তালিকা রয়েছে!

19 Dec 2023, 01:50:11 PM IST

IPL 2024 Auction Live Updates: পাওয়েলের তুলনায় সস্তায় ব্রুককে কিনল দিল্লি

হ্যারি ব্রুকের বেস প্রাইস ছিল ২ কোটি। গত বছর আইপিএল নিলামে ইংল্যান্ডের এই খেলোয়াড়ের দাম উঠেছিল ১৩.২৫ কোটি টাকা। তাঁকে সানরাইজার্স হায়দরাবাদ কিনেছিল। কিন্তু সেই তুলনায় এবার সস্তায় তাঁকে তুলে নিল দিল্লি ক্যাপিটালস। রাজস্থান রয়্যালস এবং দিল্লির মধ্যে তাঁকে নিয়ে দর হাঁকাহাঁকি চললেও, ৪ কোটিতে তাঁকে কিনলেন সৌরভ গঙ্গোপাধ্যায়রা।

19 Dec 2023, 01:42:50 PM IST

IPL 2024 Auction Live Updates: রিলি রুসো অবিক্রিত

রিলি রুসো অবিক্রিত থাকলেন। তাঁর বেসপ্রাইস ছিল ২ কোটি। তবে তাঁর জন্য কোনও ফ্র্যাঞ্চাইজি টিম দর হাঁকলেন না।

19 Dec 2023, 01:31:07 PM IST

IPL 2024 Auction Live Updates: পাওয়েলের দাম উঠল ৭.৪০ কোটি

রোভম্যান পাওয়েলের দাম উঠল ৭.৪০ কোটি টাকা। তাঁর বেসপ্রাইস ছিল ১ কোটি। তাঁকে নিয়ে কলকাতা নাইট রাইডার্স এবং রাজস্থান রয়্যালসের মধ্য টানাটানি চলে। ফলে তাঁর চাম ওঠে চড়চড় করে। শেষ পর্যন্ত ৭ কোটি ৪০ লক্ষতে তাঁকে কিনে নেয় রাজস্থান রয়্যালস।

19 Dec 2023, 01:15:14 PM IST

IPL 2024 Auction Live Updates: শুরু আইপিএলের নিলাম

শুরু হয়ে গেল আইপিএলের নিলাম। স্বাগত ভাষণ দিলেন আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমাল। এদিকে মল্লিকা সাগর এবার ২০২৪ আইপিএল নিলামের দর হাঁকবেন। এবার দেখা যাবে না হিউ এডমিডসকে।

19 Dec 2023, 01:04:35 PM IST

IPL 2024 Auction Live Updates: নিলাম শুরু আপেক্ষা

19 Dec 2023, 12:38:58 PM IST

IPL 2024 Auction Live Updates: যে বড় নামগুলো নেই নিলামে

চেন্নাই সুপার কিংস ইংল্যান্ডের টেস্ট অধিনায়ক বেন স্টোকসকে ছেড়ে দিয়েছে। হাঁটুর অস্ত্রোপচার হয়েছে তাঁর। যে কারণে তিনি নিলামে অংশ নিতে পারছেন না। জোফ্রা আর্চারও এই নিলামে অংশ নিতে পারবেন না। চোটের কথা মাথায় রেখেই ইসিবি তাঁকে সাবধান করে ২০২৪ আইপিএল থেকে দূরে থাকতে বলেছে। জো রুটও নিলামে অংশ নিচ্ছেন না। এছাড়াও নিলাম থেকে বাদ পড়েছেন কেদার যাদব, যাঁকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ছেড়ে দিয়েছে। আরসিবি গত বছর এক কোটি টাকায় কিনেছিল তাঁকে। ২ ম্যাচ খেলে চোট হওয়ার পর তাঁর পরিবর্তে ডেভিড উইলিকে নিয়েছিল আরসিবি।

19 Dec 2023, 12:12:31 PM IST

IPL 2024 Auction Live Updates: ক্রিকেটারদের নূন্যতম মূল্য

ক্রিকেটারদের সবচেয়ে বেশি মূল্য ধার্য করা হয়েছে ২ কোটি টাকা। অর্থাৎ ২ কোটি টাকা থেকে ক্রিকেটারদের নিলাম শুরু হবে। মোট ২৩ জন ক্রিকেটার রয়েছেন এই তালিকায়। তাঁদের ২০ জন বিদেশি। তাঁরা হলেন- হ্যারি ব্রুক, ট্র্যাভিস হেড, রিলি রসউ, স্টিভ স্মিথ, জেরাল্ড কোয়েটজি, প্যাট কামিন্স, ক্রিস ওকস, জোশ ইংলিস, লকি ফার্গুসন, জোশ হেজেলউড, মিচেল স্টার্ক, মুজিবুর রহমান, আদিল রশিদ, ভ্যান ডার দাসেন, জেমস ভিন্স, শিন অ্যাবট, জেমি ওভারটন, ডেভিড উইলি, বেন ডাকেট এবং মুস্তাফিজুর রহমান। তাঁদের মধ্যে ব্রুক, স্মিথ, কামিন্স, ওকস, ফার্গুসন, হেজেলউড, স্টার্ক, মুজিবুর, উইলি এবং মুস্তাফিজুরের আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। তিন জন ভারতীয় ক্রিকেটারের ন্যূনতম মূল্য ২ কোটি টাকা। তাঁরা হলেন— হর্ষাল প্যাটেল, শার্দুল ঠাকুর এবং উমেশ যাদব। গত বার হর্ষাল ছিলেন বেঙ্গালুরুতে। শার্দুল এবং উমেশ ছিলেন কলকাতা নাইট রাইডার্সে।

19 Dec 2023, 11:57:15 AM IST

IPL 2024 Auction Live Updates: নিলামে রয়েছে বাংলার ৯ ক্রিকেটার

বাংলার হয়ে খেলা ৯ জন ক্রিকেটার উঠবেন নিলাম। এঁরা হলেন- ইশান পোড়েল, অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ ঘরামি, শশাঙ্ক সিং, ঋত্বিক চট্টোপাধ্যায়, মহম্মদ কাইফ, কৌশিক মাইতি, শাকির গান্ধী এবং রবি কুমার। এঁদের মধ্যে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে দু’জনের। ইশান এবং ঋত্বিকের। দু’জনেই পঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। তবে ইশানই একমাত্র প্রথম একাদশে খেলার সুযোগ পেয়েছেন।

19 Dec 2023, 11:55:31 AM IST

IPL 2024 Auction Live Updates: ভারতের জার্সিতে খেলা ১৪ ক্রিকেটার রয়েছেন নিলামে

ভারতের হয়ে খেলা ১৪ জন ক্রিকেটার এ বারের নিলামে উঠবে। এই ১৪ জনের মধ্যে কেউ কেউ ভারতের হয়ে এখনও খেলেন। আবার কেউ ভারতীয় দলে আর সুযোগ পান না। সেই ১৪ জন ক্রিকেটার হলেন— করুণ নায়ার, মণীশ পাণ্ডে, হর্ষাল পটেল, শার্দুল ঠাকুর, শ্রীকর ভরত, জয়দেব উনাদকাট, উমেশ যাদব, হনুমা বিহারি, বরুণ অ্যারন, সিদ্ধার্থ কৌল, বারিন্দর স্রান, শিবম মাভি, চেতন সাকারিয়া এবং সন্দীপ ওয়ারিয়র। এই ক্রিকেটারদের মধ্যে ভারতীয় দলে শার্দুল নিয়মিত। বিশ্বকাপও খেলেছেন। হর্ষাল কয়েক মাস আগেও ভারতের সাদা বলের ক্রিকেটে নিয়মিত ছিলেন। শ্রীকর ভরত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতীয় দলে খেলেছেন।

19 Dec 2023, 11:43:15 AM IST

IPL 2024 Auction Live Updates: কোন ফ্র্যাঞ্চাইজির হাতে কত টাকা রয়েছে?

সব থেকে সব থেকে বেশি টাকা রয়েছে গুজরাট টাইটান্সের হাতে। তারা খরচ করতে পারবে ৩৮ কোটি ১৫ লাখ টাকা। তাদের পর রয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। তারা খরচ করতে পারবে ৩৪ কোটি টাকা। তৃতীয় স্থানে কলকাতা নাইট রাইডার্স। কেকেআর খরচ করতে পারবে ৩২ কোটি ৭০ লাখ টাকা। চেন্নাই সুপার কিংসের কাছে ক্রিকেটার কেনার জন্য রয়েছে ৩১ কোটি ৪০ লাখ টাকা। পঞ্জাব কিংস খরচ করতে পারবে ২৯ কোটি ১০ লাখ টাকা। তার পর দিল্লি ক্যাপিটালসের ঝুলিতে রয়েছে ২৮ কোটি ৯৫ লাখ টাকা। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর খরচ করতে পারবে ২৩ কোটি ২৫ লাখ টাকা। মুম্বই ইন্ডিয়ান্সের কাছে রয়েছে ১৭ কোটি ৭৫ লাখ টাকা। রাজস্থান রয়্যালস ১৪ কোটি ৫০ লাখ টাকা খরচ করতে পারবে। আর সব থেকে কম ১৩ কোটি ৫০ লাখ টাকা খরচ করতে পারবে লখনউ সুপার জায়ান্টস।

19 Dec 2023, 11:38:24 AM IST

IPL 2024 Auction Live Updates: কোন দল কত জন ক্রিকেটার নিতে পারবে

সব থেকে বেশি ক্রিকেটার কিনতে পারবে কলকাতা নাইট রাইডার্স। শাহরুখ খানের দল আসন্ন নিলাম থেকে মোট ১২ জন ক্রিকেটারকে কিনতে পারবে। তার মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারে সর্বোচ্চ চার জন। কেকেআর-এর পরেই রয়েছে দিল্লি ক্যাপিটালস। তারা চার জন বিদেশি-সহ ন’জনকে কিনতে পারবে। আট জন করে ক্রিকেটার কিনতে পারবে চারটি ফ্র্যাঞ্চাইজি। তার মধ্যে গুজরাট টাইটান্স নিতে পারবে দু’জন বিদেশি ক্রিকেটারকে। মুম্বই ইন্ডিয়ান্স চার জন ক্রিকেটারকে নিতে পারবে। রাজস্থান রয়্যালস তিন জন এবং পঞ্জাব কিংস দু’জন ক্রিকেটারকে কিনতে পারবে। চারটি ফ্র্যাঞ্চাইজি ছ’জন করে ক্রিকেটারকে নিতে পারবে। তারা হল চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্টস, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং সানরাইজার্স হায়দরাবাদ। এদের মধ্যে চেন্নাই, বেঙ্গালুরু এবং হায়দরাবাদ তিন জন করে বিদেশি ক্রিকেটার নিতে পারবে। লখনউ নিতে পারবে দু’জন বিদেশি।

19 Dec 2023, 11:34:59 AM IST

IPL 2024 Auction Live Updates: দল পেতে পারেন ৭০ জন ক্রিকেটার

১৯ ডিসেম্বরের নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭০ জন ক্রিকেটারকে কেনার সুযোগ পাবে। তাঁদের মধ্যে বিদেশি ক্রিকেটার থাকতে পারেন সর্বোচ্চ ৩০ জন। এ বারই প্রথম আইপিএলের নিলাম হবে দেশের বাইরে। দলগুলি সব মিলিয়ে খরচ করতে পারবে সর্বোচ্চ ২৬২.৯৫ কোটি টাকা।

19 Dec 2023, 11:28:47 AM IST

IPL 2024 Auction Live Updates: নিলামে উঠবেন ৩৩৩ জন ক্রিকেটার

নিলামের প্রাথমিক তালিকায় ছিলেন ১১৭৬ জন ক্রিকেটার। তাঁদের মধ্যে থেকে ৩৩৩ জনকে বেছে নেওয়া হয়েছে। তার মধ্যে মোট ২১৪ জন ভারতীয় ক্রিকেটার। এই তালিকায় যেমন ভারতের হয়ে খেলা ক্রিকেটার রয়েছেন, তেমনই রয়েছেন ঘরোয়া ক্রিকেটে খেলা প্লেয়ারও। ১১৯ জন বিদেশি ক্রিকেটার জায়গা পেয়েছেন এ বারের নিলামে। নিলামে থাকা মোট ১১৬ জনের আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা রয়েছে। বাকি ২১৭ জনের মধ্যে ২১৫ জন ঘরোয়া ক্রিকেট খেলেন পূর্ণ সদস্য দেশের হয়ে। আইসিসির সহযোগী সদস্য দেশের দু’জন ঘরোয়া ক্রিকেটারও সুযোগ পাবেন নিলামে।

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

একবার ফ্লোর টেস্ট জিতেছি, আবার জিতব, হরিয়ানায় আস্থা ভোটের চিঠির জবাব সাইনির মরণ-বাঁচন ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে ভেসে রইল RCB, পরিত্রাতা কোহলি আগামিকাল অক্ষয় তৃতীয়ায় বুধাদিত্য রাজযোগ, ৩ রাশির ভাগ্য খুলবে, পাবে আয়ের নতুন পথ বিশেষ ভোগ নিবেদনে আয়োজিত হল ১০০ বছর পূর্তি উপলক্ষ্যে বড়মার অন্নকূটের অনুষ্ঠান ট্রেনের নীচে ফুলকি, পোড়া গন্ধ, দাঁড়িয়ে পড়ল গোবরডাঙা লোকাল মাধুরীর জন্মদিনে বিশেষ চমক 'ভক্ত' অঙ্কিতার! ড্যান্স দিওয়ানেতে নাচলেন কোন গানে? 'হেরে গেলাম...' নতুন পোস্টে আক্ষেপের ছোঁয়া, কী হল হঠাৎ শাহানা বাজপেয়ীর? লাল বেনারসিতে কনে বউ কৌশাম্বি! আদৃতের বিয়েতে হাজির মিঠাই পরিবার, নেই সৌমিতৃষা ‘আগুন ছাড়া ধোঁয়া হয় না,’ সন্দেশখালি নিয়ে ফের পালে হাওয়া তুললেন বিজেপি নেত্রী স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে?

Latest IPL News

মরণ-বাঁচন ম্যাচে পঞ্জাবকে উড়িয়ে প্লে-অফের লড়াইয়ে ভেসে রইল RCB, পরিত্রাতা কোহলি স্ট্রাইক রেট বেশি রাখতে চাইছিলাম! ৪৭ বলে ৯২ রান করেই খোঁচা বিরাটের, নিশানায় কে? IPL-এর শেষ ২ ম্যাচে নেতৃত্ব ছাড়ছেন রাহুল! পরের মরশুমে লোকেশকে ছাড়ার পথে LSG IPL-কলকাতায় ভারি বৃষ্টির জের,ইডেনে নামা হল না নাইট রাইডার্স, মুম্বই ইন্ডিয়ান্সের পিচে গড়াগড়ি খেয়েও ছক্কার পর ছক্কা হাঁকালেন রঘুবংশী, KKR শেয়ার করল দারুণ ভিডিয়ো আইপিএলের মতো রান উঠবে না T20 বিশ্বকাপে, ক্রিকেটারদের বার্তা পিচ কিউরেটরের সবাই ভাবত লাল বলেই শুধু সাফল্য পাবেন, কীভাবে লোকের ভুল ভাঙালেন, জানালেন রাহুল বিরাটকে চার নম্বরে পাঠিয়ে সূর্যকে তিনে পাঠাও, ভারতীয় দলকে উপদেশ ব্রায়ান লারার IPL 2024-পডকাস্ট চলাকালীন হঠাৎই হাজির বিরাট, ঘাবড়ে গেলেন রাবাদা! দেখুন ভিডিয়ো প্রায় তিন বছর পর টেস্ট ক্রিকেট ফিরছে ওয়াংখেড়েতে, হবে ভারত-নিউজিল্যান্ড ম্যাচ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.