শুভব্রত মুখার্জি: গত ওডিআই বিশ্বকাপে ভারতের হয়ে অনবদ্য বোলিং করেছিলেন ডানহাতি পেসার মহম্মদ শামি। ওডিআই বিশ্বকাপে ভারত চ্যাম্পিয়ন হতে না পারলেও, টু্র্নামেন্টের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছিলেন শামি। তবে এই বিশ্বকাপের পরে আর ভারতের হয়ে খেলা হয়নি তাঁর। যার প্রধান কারণ ছিল তাঁর গোড়ালির চোট।
ডাক্তাররা প্রথমে সময় দিয়ে দেখতে চেয়েছিলেন এই চোট ঠিক হয় কিনা। তা না হওয়ার ফলে ডাক্তাররা অস্ত্রোপচার করার সিদ্ধান্ত নেন। সম্প্রতি সোমবার তাঁর সফল ভাবে গোড়ালিতে অস্ত্রোপচার হয়েছে। অপারেশনের পরে সুস্থ আছেন তারকা পেসার। নিজেই সেই আপডেট দিয়েছেন।
এই গোড়ালির চোটের কারণেই চলতি ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজেও খেলছেন না মহম্মদ শামি। শুধু তাই নয়, আসন্ন ২০২৪ সালের আইপিএল থেকেও ছিটকে গিয়েছেন তিনি। মহম্মদ শামি জানিয়েছেন, তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এখনও বেশ কিছু দিন সময় লাগবে। আগেই জানা গিয়েছিল, ইংল্যান্ডে গোড়ালি অপারেশন করাবেন শামি। সোমবার শামি নিজের সোশ্যাল মিডিয়াতে একটি ছবি আপলোড করে তাঁর শারীরিক অবস্থার আপডেট দিয়েছেন। লিখেছেন ‘আমার গোড়ালির অ্যাকিলিস টেন্ডনে সফল ভাবে অস্ত্রোপচার হয়েছে।’
প্রসঙ্গত গত বছর নভেম্বর মাসে শামি শেষ বার কোনও প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছিলেন। ওডিআই বিশ্বকাপের ফাইনালে গুজরাটের আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে তিনি খেলেছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। এর পর আর কোনও রকম কোনও ক্রিকেট তিনি খেলেননি।
আরও পড়ুন: যাদের টেস্ট খেলার খিদে নেই… জুরেল সহ তরুণদের নিয়ে উচ্ছ্বসিত হলেও, ঘুরিয়ে ইশানদের ঠুকলেন রোহিত
ঘরের মাঠে অজিদের বিরুদ্ধে টি-২০ সিরিজ, দক্ষিণ আফ্রিকা সফর এবং চলতি ইংল্যান্ড সিরিজেও তাঁর খেলা হয়নি এই চোটের কারণে। শামির অনুপস্থিতিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি টেস্ট সিরিজে মুকেশ কুমার, আকাশদীপরা ভারতীয় দলে সুযোগ পেয়েছেন। পাশাপাশি ২০২৪ আইপিএলেও খেলা হবে না শামির। উল্লেখ্য, ২০২২ সালে অভিষেক হয়েছিল তাঁর বর্তমান ফ্র্যাঞ্চাইজি গুজরাট টাইটান্স দলের। অভিষেক বছরেই চ্যাম্পিয়ন হয়েছিল গুজরাট। তাদের এই জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ডানহাতি পেসার শামির।