বাংলা নিউজ > বায়োস্কোপ > Arijit Singh: চাই অটোগ্রাফ! গায়ের ট্যাঙ্ক টপ অরিজিতের দিকে ছুঁড়ে দিল মহিলা, লজ্জায় লাল গায়ক

Arijit Singh: চাই অটোগ্রাফ! গায়ের ট্যাঙ্ক টপ অরিজিতের দিকে ছুঁড়ে দিল মহিলা, লজ্জায় লাল গায়ক

অটোগ্রাফ নিতে অরিজিতের দিকে ছোঁড়া হল ট্যাঙ্ক টপ। 

আশিকি ২-এর গান ‘মেরি আশিকি অব তুম হি হো’ অরিজিৎ সিং-কে নিয়ে আসেন প্রচারের আলোতে। খ্যাতির শীর্ষে বর্তমানে বাংলার এই ছেলে। যার ফলে তাঁকে নিয়ে ভক্তদের পাগলামোও কিছু কম হয় না। 

অরিজিৎ সিং-এর ভক্তদের নানা রকমের পাগলামো প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। গায়কের যে কোনও লাইভ শো-তে লেগেই থাকে উন্মাদনা। একটা সেলফি নেওয়ার জন্য, একটা অটোগ্রাফের জন্য যে কোনও অসাধ্যসাধন করতে পারে তাঁরা।

মুর্শিদাবাদের জিয়াগঞ্জে খুব সাধারণ পরিবারে তাঁর বেড়ে ওঠা। প্রথম জনসম্মুক্ষে এসেছিলেন ফেম গুরুকুল রিয়েলিটি শো থেকে। তবে, সেখানে ফাইনালেও পৌঁছতে পারেননি। কিন্তু যাদের গুণ থাকে, তাঁদের হয়তো লাগে না কোনও বিজয়ীর তকমা। এরপর রণবীর কপুর ও সোনম কপুর অভিনীত সাওয়ারিয়া ছবির টাইটেল ট্র্যাকে অরিজিৎ-কে প্রথম সুযোগ দেয় বলিউডে। দুর্ভাগ্যবসত সেই গান মুক্তি পায়নি।

মিউজিক কম্পোজার প্রীতমের হাত ধরে সংগীতের দুনিয়ায় পা রাখেন অফিসিয়ালি। মার্ডার ২-এর 'মহাব্বতে' গানের মাধ্যমে। তবে জনপ্রিয়তার শিখরে পৌঁছে দিয়েছিল সুপারহিট মুভি আশিকি ২-এর গান ‘মেরি আশিকি অব তুম হি হো’।

আরও পড়ুন: সবে রাহুলের সঙ্গে ‘সহজ’ হয়েছে সম্পর্ক! বিয়ে নিয়ে প্রিয়াঙ্কার দাবি, ‘চেষ্টা করছি কিন্তু…’

মাসখানেক আগেই লাইভ পারফরমেন্সের সময় চোট পেয়েছিলেন অরিজিৎ হাতে। এবার অবশ্য সেরকম কিছু ঘটেনি। বরং বেশি আনন্দ করেই শ্রোতাদের থেকে পাঠানো নানা জিনিসের উপর নিজের স্বাক্ষর দিচ্ছিলেন। হঠাৎই দেখা যায় এক টুকরো কাপড় উড়ে এসে পড়ে স্টেজে। আর হাতে করে তা মেলে ধরেন অরিজিৎ। চোখেমুখে লজ্জা স্পষ্ট। সেটি একটি ট্যাঙ্ক টপ।

আরও পড়ুন: জাঙ্গিয়া পরে কাঞ্চন, হোটেলের ঘর থেকে লবিতে বের করে দেন যিশু, তারপর কী হয়েছিল!

তবে সেটিতেও স্বাক্ষর দেন গায়ক। তারপর তা পাঠিয়ে দেন টপের মালকিনের কাছে।

গত বছর অওরঙ্গাবাদের এক কনসার্টে অরিজিতের হাত ধরে টান মেরেছিলেন এক মহিলা। স্বভাবতই খুব চোট পান গায়ক। তবে মেজাজ হারাননি। বরং, ওই অনুরাগীর সঙ্গে ভদ্র ভাবে, মার্জিত ভঙ্গিতে কথা বলেছিলেন। বুঝিয়েছিলেন, সবাইকে আনন্দ দিতেই তিনি গান গাইতে আসেন। এখন যদি তিনি আর গান না করেন, তাহলে সেখানে সবার তা কতটা খারাপ লাগবে! চিকিৎসকরা সেই সময় অরিজিৎকে দু’সপ্তাহ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছিলেন। এই ঘটনার পর, অনেক ভক্ত থেকে তারকা, সামাজিক মাধ্যমে বিরক্তি প্রকাশ করেছিলেন। তবে গায়ক বা তাঁর টিমের পক্ষ থেকে একটি শব্দও খরচ করা হয়নি।

আরও পড়ুন: একই দিনে ৩ বার বিয়ে হয় শাহরুখ খানের! ফাঁস করল পুরনো পুরুষ সঙ্গী

কদিন বাদে এক বাইক চালক গাড়িতে অরিজিৎকে দেখে অনবরত হেলমেট দিয়ে আঘাত করেছিলেন কাচে। সেই সময়তেও হালকা ধমক দিয়েই সেই অনুরাগীকে মাফ করে দেন।

বায়োস্কোপ খবর

Latest News

মৌসুমীকে আক্রমণ কুণাল-দেবাংশুর, তথাগত লিখলেন, ‘পার্থক্য কোথায় রগড়ে দেব পার্টি..' সাউন্ডটা কমাবে? গণেশ পুজোয় তারস্বরে গান, সহ্য করতে না পেরে নিজেকে শেষ করলেন রোগী এবার টালা থানার ওসির স্ত্রীকে তলব করল সিবিআই, আজ দুপুরেই জিজ্ঞাসাবাদ শুরু ভালবাসায় মোড়া হৃদয়! চমকে দিয়ে বিয়ের পিঁড়িতে অদিতি-সিদ্ধার্থ, সাজে অপরূপ বর-কনে ভাদ্রে বিশ্বকর্মাপুজো ২০২৪র আবহে সংক্রান্তির তিথি দেখে নিন ‘এরপরও বলবেন মুখ্যমন্ত্রী আলোচনা নিয়ে…’ কালীঘাট-বৈঠক নিয়ে ভিডিয়ো পোস্ট TMC নেতার ICU-তে ভর্তি সৌদি আরবের জাতীয় দলের ফুটবলার! অ্যাপার্টমেন্টে থেকে পড়ে আহত ফাহাদ ভারী বৃষ্টি চলবে ৭ জেলায়, ৬০ কিমিতে ঝড়, কোন ৮টিতে ঝোড়ো হাওয়ার বেগ কম থাকবে? টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির পর এবার তাঁর স্ত্রীকে ডাকল CBI ঝাড়খণ্ডে বাংলাদেশী ঢুকছে, অভিযোগ মোদীর, প্রমাণ দিতে বলল শাসক জেএমএম

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.