রচনা বন্দ্যোপাধ্যায় যবে থেকে প্রত্যক্ষ ভাবে রাজনীতির ময়দানে নেমেছেন তবে থেকেই নানা সময় তাঁকে নিয়ে নানা মিম তৈরি হয়েছে। সম্প্রতি তো তাঁর রাজ্যের শিল্পের অবস্থা বোঝাতে বলা ধোঁয়া ধোঁয়া মন্তব্য রীতিমত ভাইরাল হয়ে গিয়েছিল। এবার তাঁরই একটি ভিডিয়ো প্রকাশ্যে এল। যেখানে ধোঁয়া ভর্তি ঘরে রচনা বন্দ্যোপাধ্যায়কে তাঁর বন্ধুদের সঙ্গে নাচতে দেখা যাচ্ছে। কিন্তু এই ভিডিয়োটা কি সঠিক?
ধোঁয়া ভর্তি ঘরে নাচছেন রচনা: ফ্যাক্ট চেক
সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি ঘরে বন্ধুদের সঙ্গে জমিয়ে পার্টি করছেন রচনা বন্দ্যোপাধ্যায়। চলছে নাচ গানও। কিন্তু তার সঙ্গে যেটা নজর কেড়েছে সেটা হল ঘরটা ধোঁয়ায় ভর্তি। তবে নির্বাচনের আগে, নির্বাচনী প্রচার সারার মধ্যেই নেশা করছেন অভিনেত্রী?
আরও পড়ুন: 'লাফিয়ে ঝাঁপিয়ে সারাদিন...' ৫৫ - তেও শিশুসুলভ অজয়! জন্মদিনে বর কী কী করেন ফাঁস করলেন কাজল
আরও পড়ুন: বিমান নিয়ে বাংলাদেশে পাড়ি দিলেন করিনা - টাবু, মুক্তি পেয়েও ইদে কেন বন্ধ থাকবে ক্রু - র শো?
না, বিষয়টা একদমই তাই নয়। এমনই এই ভিডিয়োটাও সঠিক নয়। বুম লাইভের তরফে এই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়েছে। আর সেখানে দেখা গিয়েছে ভিডিয়োটা সত্য। মানে বন্ধুদের সঙ্গে একটি ঘরে সত্যিই রচনা বন্দ্যোপাধ্যায় নাচছেন। কিন্তু ঘরের মধ্যে যেটা ধোঁয়া দেখা দেখা যাচ্ছে সেটা সঠিক নয়। সেটা এডিট করে যোগ করা হয়েছে। আর এই গোটা জিনিসটা ঘটেছে হুগলির তৃণমূল প্রার্থী হবে ধোঁয়া মন্তব্য করেছেন তারপর।
রচনা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ভিডিয়ো তাঁর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। কিন্তু এটি এখনকার ভিডিয়ো নয়। বরং দুই বছর পুরনো ভিডিয়ো। ২০২২ সালের ২৯ অগস্ট তিনি এটি পোস্ট করেছিলেন। বর্তমানে অভিনেত্রী প্রচার, দিদি নম্বর ওয়ান এবং নিজের শাড়ির ব্যবসা নিয়েই ব্যস্ত।
আরও পড়ুন: সিনেমার জন্য পাল্টেছেন নাম, গিয়েছেন দুবার জেলেও! জন্মদিনে জেনে নিন অজয়ের অজানা তথ্য
কিন্তু এই ফেক ভিডিয়োটাই এখন নানা ক্যাপশন সহকারে শেয়ার করা হচ্ছে। কেউ লিখছেন, 'কী চেনা চেনা লাগছে?' কেউ লিখেছেন, 'ও ধোঁয়া শিল্প।' কেউ আবার লেখেন, 'বাড়িতেই ধোঁয়া শিল্প তৈরি হয়ে গিয়েছে।'