করণ জোহর, শাহরুখ খান এবং আদিত্য চোপড়ার বন্ধুত্বের কথা সকলেই জানেন। সম্প্রতি এই বিনোদন জগতে করণ জোহরের কেরিয়ারের ২৫ বছর পূর্ণ হল। আর তারপরই তিনি জানালেন তাঁর জীবনের দুই শক্ত স্তম্ভ হলেন শাহরুখ খান এবং আদিত্য চোপড়া। আদিত্য চোপড়ার প্রথম ছবি দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ছবিতে তিনি পরিচালককে অ্যাসিস্ট করেছিলেন। এবং ১৯৯৫ সালে মুক্তি পাওয়া কিং খান এবং কাজল অভিনীত এই ছবিতে একটি ছোট চরিত্রে অভিনয় করেছিলেন। এর ঠিক তিন বছর পর নিজের প্রথম ছবি কুছ কুছ হোতা হ্যায়তে শাহরুখ এবং কাজলকেই নিয়েছিলেন করণ। আর বলাই বাহুল্য এই দুটো ছবিই ঠিক কতটা সফল হয়েছিল বক্স অফিসে।
আরও পড়ুন: গোটা সেটের সামনেই দুর্জয়কে চুমু 'টিনএজার' রাণীর! অভিজ্ঞতা জানিয়ে বললেন, 'একটু অস্বস্তি তো...'
শাহরুখ এবং আদিত্যকে নিয়ে কী কী বললেন করণ?
করণ জানান আদিত্য চোপড়া এবং শাহরুখ খানের সঙ্গে তাঁর আলাপ হওয়াটা নিতান্তই ভাগ্য ছিল। তিনি আরও জানান তাঁর এই ২৫ বছরের কেরিয়ারে ওঁরা দুজনই ওঁর পাশে শক্ত স্তম্ভের মতো ছিলেন। আর তাঁদের জন্যই তিনি আজ এই জায়গায় আসতে পেরেছেন। ওঁরাই নাকি করণ জোহরের মধ্যে সুপ্ত থাকা এই প্রতিভাকে দেখতে পেয়েছিলেন যা তিনি নিজে পাননি। আর এই কারণেই কিং খান এবং আদিত্যর কাছে তিনি চিরকৃতজ্ঞ থাকবেন।
এছাড়াও করণ জানান, মানুষ নিজেই নিজের বিশ্বাস এবং অভিজ্ঞতার মাধ্যমে নিজের জায়গা তৈরি করতে পারে। সমস্ত প্রতিকূলতাকে প্রতিহত করতে পারেন। রকি অউর রানি কি প্রেম কাহানির পরিচালক জানান তাঁর জীবনে অনেক পরে স্ট্রাগল এসেছে। কিন্তু যখন যাই বিপদ আসুক তাঁর পাশে ঢাল হয়ে দাঁড়িয়ে থেকেছেন এমন দুজন মানুষ যাঁদের সঙ্গে তাঁর কোনও রক্তের সম্পর্ক নেই।
আরও পড়ুন: পাইস হোটেল ছেড়ে এবার নন্দিনী দিদি নিজেই ফুড ব্লগার? বাঘা যতীনের ডিজে অরুণ দার দোকানে করলেন কী?
আরও পড়ুন: যাদবপুর কেন্দ্রে রাহুলের ফেভারিট সৃজনই! স্ত্রী প্রিয়াঙ্কার সমর্থন কাকে?
তবে যতই শাহরুখ এবং আদিত্যর সঙ্গে মোলাকাতকে ভাগ্য বলে দাবি করুন না কেন করণ জানান ভাগ্য আর কঠিন পরিশ্রম ছাড়া কোনও কিছুতেই সফল হওয়া সম্ভব নয়।