১। স্বামীর মৃত্যুর কয়েক দিন পরেই এক মহিলা তার দেওরকে বিয়ে করে ফেললেন। তাঁর বান্ধবীদের অনেকেই ব্যাপারটা বিরক্ত হলেন। একদিন মহিলার বাড়িতে এসে তাঁর বান্ধবীরা লক্ষ করলেন, শোওয়ার ঘরের দেওয়ালে তাঁর মৃত স্বামীর বিশাল একটা ছবি টাঙানো। সবাই খুব খুশি হলেন ছবি দেখে।
তাঁদের মধ্যে একজন ছিলেন নতুন। তিনি মহিলার প্রাক্তন স্বামীকে চিনতেন না। ছবি দেখে তাই জানতে চাইলেন, সেই ছবিটি কার?
মহিলা বললেন, আমার ভাশুরের। কয়েক দিন আগেই মারা গিয়েছেন।
(আরও পড়ুন: মেঘলা দিনে বইছে শীতের হাওয়া, তার মধ্যে মন থাকুক ফুরফুরে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
২। চুরি করতে গিয়ে ধরা পড়েছে চোর। তাকে আদালতে তোলা হয়েছে। চোর দাবি করেছে, সে নিরপরাধ।
উকিল বলছেন চোরকে, ‘তুমি বলছ তুমি নিরপরাধ, অথচ পাঁচ জন সাক্ষী বলছেন, তাঁরা তোমাকে দোকান থেকে ঘড়িটা চুরি করতে দেখেছে। এবার তুমি কীভাবে নিজের নির্দোষ বলতে পারো?’
চোর: হুজুর, আমি এমন ৫০০ জনকে হাজির করতে পারব, যাঁরা আমাকে চুরি করতে দেখেননি!
(আরও পড়ুন: সপ্তাহ প্রায় শেষের মুখে! আজ মন থাকুক একদম ফুরফুরে, পড়ে নিন দিনের সেরা ৫ জোকস)
৩। এক লোক টাকা জাল করতে-করতে ভুলে গেল কত টাকার নোট হয়। তাই সে একবার একটা চোদ্দ টাকার নোট জাল করে ফেলল। নোটটা চালানোর জন্য একদিন সন্ধ্যায় সে একটা পান-দোকানির কাছে গেল।
লোকটি: ভাই, এই নোটটার ভাঙানি হবে?
দোকানদার: হবে।
উত্তর শুনে সেই লোক অবাক। পান-দোকানির কাছ থেকে টাকা নিয়ে দ্রুত চলে এল সে। এসে দেখে পান-দোকানি তাকে দুটো সাত টাকার নোট দিয়েছে।
(আরও পড়ুন: উৎসবের মরসুম প্রায় শেষ, কিন্তু হাসি যেন না থামে! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৪। মেয়ের আঁকা ছবিগুলো দেখিয়ে গর্বিত পিতা তাঁর বন্ধুকে বললেন, ‘জানো আমার মেয়ে প্যারিস থেকে এ সব ছবি আঁকা শিখে এসেছে।’
বন্ধু: তাই বলো, ওই সুর্যাস্তের ছবিটা দেখে আমিও অবাক হয়েছিলাম। ও রকম সুর্যাস্ত তো আমাদের দেশে কখনও হয় না।
(আরও পড়ুন: ধনতেরাসের সন্ধ্যায় কেনাকাটা, আর সকালে দিলখোলা হাসি! পড়ুন দিনের সেরা ৫ জোকস)
৫। স্ত্রী: ও গো পুজো উপলক্ষে চোদ্দ শাক রান্না করলাম। কেমন হল?
স্বামী: মন্দ নয়, তবে চোদ্দবার না আবার টয়লেটে দৌড়াতে হয়।