ফের বাবা হলেন বিজেপি সাংসদ তথা অভিনেতা মনোজ তিওয়ারি। যিনি ইনস্টাগ্রামে স্ত্রী'র সঙ্গে ছবি পোস্ট করেছেন। সেইসঙ্গে ৫১ বছরের বিজেপি সাংসদ জানিয়েছেন, পরিবারে তৃতীয় সন্তান এসেছে।
সোমবার দুপুরে একটি ইনস্টাগ্রাম পোস্টে বিজেপি সাংসদ মনোজ বলেন, 'অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে আমার ঘরে মা লক্ষ্মীর পর সরস্বতীর আগমন হয়েছে। আজ বাড়িতে প্রিয় মেয়ে এসেছে। আপনাদের যেন সকলের আশীর্বাদ থাকে। (ইতি) সুরভী এবং মনোজ তিওয়ারি।' উল্লেখ্য, মনোজ তৃতীয়বার বাবা হয়েছেন। সুরভী এবং মনোজের দ্বিতীয় সন্তান হয়েছে।প্রথম স্ত্রী রানি তিওয়ারির সঙ্গে এক মেয়ে আছে অভিনেতা ও বিজেপি সাংসদ মনোজের।
আরও পড়ুন: ছটপুজোর উপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভ দিল্লিতে, জখম BJP সাংসদ মনোজ তিওয়ারি
সেই পোস্টে দম্পতিকে অভিনন্দন জানিয়েছেন সেলিব্রিটি ও রাজনীতিবিদরা। বিশাল মিশ্র লেখেন, 'জয় মাতা দি। অনেক শুভেচ্ছা ভাই।' বলিউড গায়ক মিকা বলেন, 'অভিনন্দন ভাই।' আনারা গুপ্তা বলেন, 'মনোজ জি ও সুরভী জি অনেক শুভেচ্ছা।' চারু প্রজ্ঞা বলেন, 'অভিনন্দন দাদা ও বৌদি।' মনোজদের শুভেচ্ছা জানিয়েছেন নেটিজেনরাও।
আরও পড়ুন: Manoj Tiwari: ৫১ বছর বয়সে তৃতীয় বার বাবা হচ্ছেন মনোজ তিওয়ারি, শেয়ার করলেন স্ত্রীর সাধের ভিডিয়ো
জনপ্রিয় ভোজপুরি অভিনেতা ও গায়ক হলেন মনোজ। ২০০৯ সালে সমাজবাদী পার্টির (এসপি) টিকিটে নির্বাচনে লড়াই করেছিলেন। তাতে অবশ্য হেরে গিয়েছিলেন। তারপর ২০১৪ সালে বিজেপিতে যোগ দেন। দেশজুড়ে নরেন্দ্র মোদী ঝড়ের মধ্যে উত্তর-পূর্ব দিল্লি লোকসভা আসন থেকে জিতেছিলেন। তারপর ২০১৯ সালের নির্বাচনে সেই আসন ধরে রাখেন মনোজ। যিনি একটা সময় দিল্লি বিজেপির সভাপতিও ছিলেন।