ঝাড়ু হাতে বাগানের নোংরা পরিষ্কার করছেন। সেই নোংরা তুলে ফেলে দিচ্ছেন ডাস্টবিনে। তারপর বাগানে ঘুরে-ঘুরে নোংরা সংগ্রহ করছেন এবং ডাস্টবিনে ফেলে দিচ্ছেন। গান্ধী জয়ন্তীর আগেরদিন ‘স্বচ্ছতা অভিযান’ অভিযানে সামিল হওয়ার এমনই একটি ভিডিয়ো পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল। আর নিজের সঙ্গে ‘ফিটনেস ইনফ্লুয়েন্সার’ অঙ্কিত বাইয়ানপুরিয়াকে নেন মোদী। যে অঙ্কিত হরিয়ানার বাসিন্দা। 'দেশি ওয়ার্ক-আউট' সেশনের জন্য সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়।
রবিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (পূর্বতন টুইটার) চার মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিয়ো পোস্ট করেন প্রধানমন্ত্রী মোদী। ওই ভিডিয়োয় দেখা যায় যে তিনি স্বচ্ছতা অভিযানে শামিল হয়েছেন। সঙ্গে মোদী লেখেন, 'আজ পুরো দেশ যখন স্বচ্ছতার উপর জোর দিচ্ছে, তখন অঙ্কিত বাইয়ানপুরিয়া এবং আমি একই কাজ করলাম। পরিষ্কার-পরিচ্ছন্নতার সঙ্গে আমরা ফিটনেস এবং সুস্বাস্থ্যের বিষয়টিও যোগ করে নিই। এটা স্বচ্ছ এবং স্বচ্ছ ভারতের বিষয়।'
অঙ্কিত বাইয়ানপুরিয়া কে?
১) আদতে হরিয়ানার বাসিন্দা হলেন অঙ্কিত বাইয়ানপুরিয়া। কুস্তিও করতেন। 'দেশি' কুস্তি করতেন। তাঁর বাবা কৃষক। মা গৃহবধূ।
আরও পড়ুন: Chattisgarh Election: ‘মদে দুর্নীতি, গোবরকেও ছাড়েনি…’ ছত্তিশগড়ে মোদীর নিশানায় কংগ্রেস সরকার
২) ৭৫ দিনের হার্ড চ্যালেঞ্জের জন্য সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় অঙ্কিত। আমেরিকার অ্যান্ডি ফ্রিসেলার থেকে অনুপ্রেরিত হয়ে সেই চ্যালেঞ্জ শুরু করেন। একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ফিটনেস নিয়ে ঘাঁটাঘাঁটির সময় অ্যান্ডির '৭৫ দিনের হার্ড চ্যালেঞ্জ'-র বিষয়ে জানতে পারেন। সেভাবেই নিজে ওয়ার্ক-আউট করবেন বলে ঠিক করেছিলেন।
৩) সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত জনপ্রিয় অঙ্কিত। ইউটিউব এবং ইনস্টাগ্রামে তাঁর ফ্যান ফলোয়িং দেখলে সেলিব্রিটিরাও চমকে যাবেন। মাত্র ২৮ দিনে ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা ১০ লাখ থেকে বেড়ে ৩৭ লাখ হয়ে যায়। সেইসময় তিনি বলেছিলেন, 'এক মাসেরও কম সময় ২৭ লাখ ফলোয়ার যুক্ত হওয়ায় আমি হতবাক।'
৪) অঙ্কিত বলেছিলেন, 'আমি শুধু ফলোয়ার্সদের একটা বার্তা দিতে চাই যে শুধুমাত্র শারীরিক সমক্ষতার পিছনে ছুটবেন না। মানসিক স্বাস্থ্যও আরও বেশি গুরুত্বপূর্ণ। আর সেটা শুধু আধ্যাত্মিকতা থেকে আসে। তাই গীতা পাঠ করুন এবং মেডিটেশন করার চেষ্টা করুন।'