ফের ভাইরাল Shark Tank India-র বিচারক অশনীর গ্রোভার। নয়া এক ভিডিয়োয় মজার ছলে 'ধনী' এবং 'মধ্যবিত্তের' পার্থক্য দেখালেন BharatPe-এর সহ-প্রতিষ্ঠাতা। সোশ্যাল মিডিয়ায় বেশ ট্রেন্ডিং সেই ভিডিয়ো।
ইনস্টাগ্রামে কৌতুক অভিনেতা শুভম গৌর এই ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে তিনি অশনীর গ্রোভারের বন্ধুর চরিত্রে অভিনয় করেছেন। হাস্যকর ভিডিয়োটি দেখলেই বোঝা যায়, ধনী ও মধ্যবিত্তের জীবনধারণের পার্থক্য ঠিক কতটা।
ভিডিয়োর প্রথম অংশে দেখা যাচ্ছে, শুভম গাড়ি চালাচ্ছেন। ফোনে অশনীর। তাঁকে জিজ্ঞাসা করছেন কীভাবে তাঁর বাড়ি পৌঁছাবেন। এদিকে অশনীরের বাড়ি পৌঁছতে দেখা গেল, তাঁর ভ্যালে পার্কিংয়ের এলাহি ব্যবস্থা রয়েছে। এমনকি নিরাপত্তাকর্মীও বিলাসবহুল ব্র্যান্ড Gucci-র জামা পরে আছেন। ব্যাপারস্যাপার দেখে বেজায় ঘাবড়ে গেলেন শুভম।
ভিডিয়োটি আমরা এর বেশি স্পয়েল করব না। আপনারা নিজেরাই দেখুন সেই মজার ভিডিয়ো:
ভিডিয়োতে মজা করে এমন দেখালেও, বাস্তবে কিন্তু অশনীর খুব বেশি বিলাসিতা পছন্দ করেন না। শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়াতেই তিনি বলেছিলেন, তাঁর শখ বলতে দু'টি - বিদেশ ভ্রমণ ও দামি গাড়ি। এটুকু বাদ দিলে অতি সাধারণ জীবনযাপন করেন। এমনকি বন্ধুর বাড়ি গিয়ে মেঝেতেই বিছানা পেতে শুয়ে পড়েন কোটিপতি ব্যবসায়ী।
তহবিল অপব্যবহারের অভিযোগের পর গত মার্চে ভারতপে-এর ব্যবস্থাপনা পরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অশনীর। পরে তাঁকে এবং স্ত্রী মাধুরী জৈন গ্রোভারকে কোম্পানির বোর্ড থেকেও সরিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য শীঘ্রই শুরু হচ্ছে শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার দ্বিতীয় মরশুম। ইতিমধ্যেই স্টার্ট-আপদের থেকে আবেদন নেওয়া শুরু করেছে সোনি।
শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়ার সাতজন বিচারকদের মধ্যে একজন ছিলেন অশনীর। তিনি ছাড়াও ছিলেন, পীযুষ বনসল (লেন্সকার্টের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা), অনুপম মিত্তল (শাদি ডটকমের প্রতিষ্ঠাতা ও সিইও), বিনীতা সিং (সুগার কসমেটিকসের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা), নমিতা থাপার (এমকিউর ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক), অমন গুপ্ত (বোটের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রধান বিপণন কর্মকর্তা), এবং গজল আলঘ (মামা আর্থের সহ-প্রতিষ্ঠাতা)।