বাংলা নিউজ > ময়দান > Sports News Live: চেন্নাইয়িনকে ০-২ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠল গোয়া
চেন্নাইয়িনকে ০-২ গোলে হারাল গোয়া (ছবি-টুইটার)

Sports News Live: চেন্নাইয়িনকে ০-২ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠল গোয়া

Sports News Live Update and Live Score: আয়ারল্যান্ডের কাছে হেরে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছে দু'বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় জিম্বাবোয়ে। ISL-এ চেন্নাইয়িনকে ০-২ গোলে হারিয়ে টেবিলের শীর্ষে উঠল গোয়া।

ক্রিকেট থেকে ফুটবল, টি-২০ বিশ্বকাপ থেকে ইন্ডিয়ান সুপার লিগ, মেয়েদের বিগ ব্যাশ থেকে সৈয়দ মুস্তাক আলি ট্রফি এবং অন্যান্য সমস্ত খেলার যাবতীয় আপডেটে চোখ রাখুন।

21 Oct 2022, 09:03:48 PM IST

BCCI সভাপতির বড় সিদ্ধান্ত!

ভারতের প্রাক্তন ক্রিকেটার বলেন, ‘সে একজন ভালো অধিনায়ক এবং সত্যিই একজন ভালো ক্রিকেটার। সে তার দলের জন্য সত্যিই ভালো করেছে। কিন্তু আশা করি যখন সে আমাদের বিরুদ্ধে খেলতে আসবে, তখন আর্শদীপ সিং তাঁকে আউট করে দেবে।’খবরটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন…

21 Oct 2022, 08:25:00 PM IST

ডোপিংয়ের দায়ে সাসপেন্ড সিমোনা হালেপ 

ডোপিংয়ের দায়ে সাময়িক সাসপেন্ড হলেন প্রাক্তন বিশ্ব নম্বর ওয়ান সিমোনা হালেপ। আন্তর্জাতিক টেনিস ইন্টিগ্রিটি এজেন্সি জানিয়েছে, নিষিদ্ধ ওষুধ সেবনের জন্য হালেপের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এই পদক্ষেপের পরে, হালেপ সোশ্যাল মিডিয়ায় একটি দীর্ঘ পোস্ট পোস্ট করে নিজেকে নির্দোষ দাবি করেছেন। সেই সঙ্গে তিনি লিখেছেন, তার জীবনের সবচেয়ে কঠিন ম্যাচ শুরু হল।খবরটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন…

21 Oct 2022, 07:40:10 PM IST

বড় আপটেড...কেমন আছেন মাসুদ?

অবশেষে পাকিস্তান শিবিরে স্বস্তির খবর। সুস্থ হয়েই দলে ফিরলেন শান মাসুদ। এই মুহূর্তে পাকিস্তানের শান মাসুদকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। যেখানে বলটি আঘাত করেছিল সেখানে কেবলমাত্র ছোটখাটো ক্ষত এবং মাথায় ফোলাভাব রয়েছে। শান মাসুদের সমস্ত মেডিকেল স্ক্যান স্বাভাবিক রয়েছে। চিন্তার কিছুই নেই! হোটেলে ফিরে পাকিস্তানের স্কোয়াডে যোগ দিয়েছেন শান মাসুদ।খবরটি বিস্তারিত পড়তে এখানে ক্লিক করুন…

21 Oct 2022, 05:01:25 PM IST

সুপার টুয়েলভে জিম্বাবোয়ে

স্কটল্যান্ডকে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে দিয়ে সুপার টুয়েলভে জায়গা করে নেয় জিম্বাবোয়ে। স্কটল্যান্ডের ৬ উইকেটে ১৩২ রানের জবাবে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ৫ উইকেটে ১৩৩ রান তুলে ম্যাচ জিতে যায়।
আরও পড়ুন:- ZIM vs SCOT: অঘটন ঘটানো স্কটল্যান্ডকে ছিটকে দিয়ে সুপার টুয়েলভে জিম্বাবোয়ে, লড়বে ভারতের গ্রুপে

21 Oct 2022, 04:14:00 PM IST

৫০ রান দরকার জিম্বাবোয়ের

১৩ ওভার শেষে জিম্বাবোয়ের স্কোর ৩ উইকেটে ৮৩ রান। সুতরাং, জয়ের জন্য ৪২ বলে ৫০ রান দরকার জিম্বাবোয়ের। ৪৬ রানে ব্যাট করছেন এরভাইন। ২৩ রান করেছেন সিকন্দর রাজা।

21 Oct 2022, 03:47:23 PM IST

পাওয়ার প্লে-তেই ২ উইকেট হারাল জিম্বাবোয়ে

পাওয়ার প্লে-র ৬ ওভারে জিম্বাবোয়ে ২ উইকেটের বিনিময়ে ৩০ রান সংগ্রহ করেছে। ২০ রানে ব্যাট করছেন ক্রেগ এরভাইন। ৪ রান করেছেন সিয়ান উইলিয়ামস। আউট হয়েছেন রেগিস চাকাবভা ও ওয়েসলি মাধেভেরে। ১টি করে উইকেট নিয়েছেন ব্র্যাড হোয়েল ও জোশ ডেভি।

21 Oct 2022, 03:07:50 PM IST

স্কটল্যান্ডকে সস্তায় বাঁধল জিম্বাবোয়ে

জিম্বাবোয়ের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে শুরুতে ব্যাট করে স্কটল্যান্ড নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ১৩২ রান তোলে। জর্জ মুনসি ব্যাট হাতে একা লড়াই চালান। তিনি ওপেন করতে নেমে দলের হয়ে সব থেকে বেশি ৫৪ রান করেন। এছাড়া ২৫ রান করেন ম্যাকলেয়ড। ২টি করে উইকেট নেন চাতারা ও রিচার্ড। সুতরাং জয়ের জন্য় জিম্বাবোয়ের দরকার ১৩৩ রান।

21 Oct 2022, 02:30:05 PM IST

হাত খোলার সুযোগ পাচ্ছেন না স্কটিশ ব্যাটসম্যানরা

১২ ওভার শেষে স্কটল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৭৫ রান। ৭টি বাউন্ডারির সাহায্যে ৩৮ বলে ৪৪ রান করেছেন জর্জ মুনসি। ৮ বলে ৫ রান করেছেন ম্যাকলেয়ড। ১৩ রান করে আউট হয়েছেন বেরিংটন। তাঁর উইকেট নিয়েছেন সিকন্দর রাজা।

21 Oct 2022, 02:03:30 PM IST

পাওয়ার প্লে-তে ২ উইকেট হারিয়েছে স্কটল্যান্ড

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে স্কটল্যান্ড ২ উইকেটের বিনিময়ে ৪৩ রান সংগ্রহ করেছে। ২৯ রানে ব্যাট করছেন জর্জ মুনসি। ১টি করে উইকেট নিয়েছেন চাতারা ও রিচার্ড।

21 Oct 2022, 01:27:18 PM IST

পুত্রহারা হলেন WWE তারকা

মাত্র ২৬ বছর বয়সে মারা গেলেন WWE-র হল অফ ফেমার কেভিন ন্যাশের ছেলে ত্রিস্তেন ন্যাশ। যদিও মৃত্যুর কারণ ও দিনক্ষণ নিয়ে নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি।

21 Oct 2022, 01:18:27 PM IST

টস জিতল স্কটল্যান্ড

জিম্বাবোয়ের বিরুদ্ধে ডু-অর-ডাই ম্যাচে টস জিতল স্কটল্যান্ড। টস জিতে তারা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। সুতরাং, হবার্টে রান তাড়া করবে জিম্বাবোয়ে। যে দল ম্যাচ জিতবে, তারাই হাতে পেয়ে যাবে বিশ্বকাপের সুপার টুয়েলভের টিকিট।

21 Oct 2022, 12:57:33 PM IST

ওয়েস্ট ইন্ডিজকে ছিটকে দিল আয়ারল্যান্ড

দু'বারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে এবারের বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকেই ছিটকে দিল আয়ারল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের ৫ উইকেটে ১৪৬ রানের জবাবে ব্যাট করতে নেমে আয়ারল্যান্ড ১৭.৩ ওভারে ১ উইকেটের বিনিময়ে ১৫০ রান তুলে ম্যাচ জিতে যায়। সেই সঙ্গে তারা সুপার টুয়েলভের টিকিট নিশ্চিত করে।
বিস্তারিত পড়ুন:- WI vs IRE T20 World Cup: সব থেকে বড় অঘটন! দু'বারের T20 বিশ্বচ্যাম্পিয়নরা ছিটকে গেল প্রথম রাউন্ড থেকেই

21 Oct 2022, 12:11:23 PM IST

১০ ওভারে আয়ারল্যান্ডের দরকার ৫৭ রান

১০ ওভার শেষে আয়ারল্যান্ড ১ উইকেটের বিনিময়ে ৯০ রান সংগ্রহ করেছে। জয়ের জন্য শেষ ১০ ওভারে আয়ারল্যান্ডের দরকার ৫৭ রান। পল স্টার্লিং ৪০ রানে ব্যাট করছেন। ১২ রান করেছেন লরকান টাকার। অ্যান্ডি ৩৭ রান করে আকিল হোসেনের বলে আউট হয়েছেন।

21 Oct 2022, 11:52:38 AM IST

পাওয়ার প্লে-তে শক্ত ভিতে আয়ারল্যান্ড

পাওয়ার প্লে-র ৬ ওভারে আয়ারল্যান্ড কোনও উইকেট না হারিয়ে ৬৫ রান সংগ্রহ করেছে আয়ারল্যান্ড। ১৯ বলে ৩২ রান করেছেন পল স্টার্লিং। তিনি ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন। অ্যান্ডি বলবির্নি ১৭ বলে ৩১ রান করেছেন। তিনি ২টি চার ও ৩টি ছক্কা মেরেছেন।

21 Oct 2022, 11:45:05 AM IST

চোট পেলেন পাক তারকা

মেলবোর্নের নেটে অনুশীলনের সময় মাথায় চোট পেলেন পাক তারকা শান মাসুদ। তড়িঘড়ি তাঁকে স্ক্যান করানোর জন্য হাসপাতালে নিয়ে যেতে হয়।
বিস্তারিত পড়ুন:- IND vs PAK: ভারতের বিরুদ্ধে মাঠে নামার আগে আশঙ্কা পাক শিবিরে, মাথায় চোট পেয়ে হাসপাতালে তারকা ব্যাটসম্যান! 

21 Oct 2022, 11:17:28 AM IST

ওয়েস্ট ইন্ডিজকে নাগালে বাঁধল আয়ারল্যান্ড

নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ ৫ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করেছে। ব্র্যান্ডন কিং ৬২, জনসন চার্লস ২৪ ও ওডিন স্মিথ ১৯ রান করেন। ডেলানি ৩টি এবং ম্যাককার্থি ও সিমি সিং ১টি করে উইকেট সংগ্রহ করেন। জয়ের জন্য আয়ারল্যান্ডের দরকার ১৪৭ রান।

21 Oct 2022, 10:54:27 AM IST

হাফ-সেঞ্চুরি কিংয়ের

ওয়েস্ট ইন্ডিজ ১৬.৩ ওভারে ১১২ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে বসে। ব্র্যান্ডন কিং ৬টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ৫০ রান করেছেন। ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নিয়েছেন গ্যারেথ ডেলানি।

21 Oct 2022, 10:22:28 AM IST

অর্ধেক ইনিংস শেষ

আয়ারল্যান্ডের বিরুদ্ধে ১০ ওভারের শেষে ওয়েস্ট ইন্ডিজ ২ উইকেটের বিনিময়ে ৬৭ রান সংগ্রহ করেছে। ব্র্য়ান্ডন কিং ৩০ ও এভিন লুইস ১২ রানে ব্যাট করছেন।

21 Oct 2022, 10:01:54 AM IST

পাওয়ার প্লে-তে জোড়া উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

পাওয়ার প্লে-র ৬ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের স্কোর ২ উইকেটে ৪১ রান। জনসন চার্লস ১৮ বলে ২৪ রান করে আউট হন। ব্র্যান্ডন কিং ১২ ও এভিন লুইস ৪ রানে ব্যাট করছেন।

21 Oct 2022, 09:44:10 AM IST

শুরুতেই আউট মায়ের্স

কাইল মায়ের্সকে সঙ্গে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ওপেন করতে নামেন জনসন চার্লস। আয়ারল্যান্ডের হয়ে বোলিং শুরু করেন জোস লিটল। প্রথম ওভারে ৬ রান ওঠে। ১টি চার মারেন চার্লস। দ্বিতীয় ওভারে মার্ক আডায়ারের বলে ৩ রান ওঠে। তৃতীয় ওভারে বল করতে আসেন ব্যারি ম্যাককার্থি। নিজের প্রথম ওভারেই তিনি কাইল মায়ের্সের উইকেট তুলে নেন। ২.৪ ওভারে টেকটরের হাতে ধরা পড়েন মায়ের্স। ১ রান করে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজ ১০ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন এভিন লুইস।

21 Oct 2022, 09:05:26 AM IST

টস জিতল ওয়েস্ট ইন্ডিজ

আয়ারল্যান্ডের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে টস জিতল ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ক্যারিবিয়ান দলনায়ক নিকোলাস পুরান শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, ম্যাচে রান তাড়া করবে আয়ারল্যান্ড।

21 Oct 2022, 08:42:38 AM IST

চেলসি ম্যাচ থেকে বাদ রোনাল্ডো

টটেনহ্যামের বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ম্যাচ শেষ হওয়ার আগেই মাঠ ছেড়ে সাজঘরে চলে গিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। বিষয়টি যে ভালো চোখে দেখেনি ক্লাব কর্তৃপক্ষ, সেটা বোঝা যায় তাদের সিদ্ধান্তেই। শনিবার চেলসির বিরুদ্ধে মাঠে নামবে ইউনাইটেড। সেই ম্যাচে খেলানো হবে না রোনাল্ডোকে, এমনটাই জানানো হয়েছে ইউনাইটেডের তরফে।

21 Oct 2022, 07:25:59 AM IST

পাকিস্তান ম্যাচের প্রস্তুতি শুরু করল ভারত

বৃহস্পতিবার মেলবোর্নে পৌঁছেই শুক্রবার পাকিস্তান ম্যাচের জন্য অনুশীলন শুরু করল ভারতীয় ক্রিকেট দল। বিসিসিআইয়ের তরফে সোশ্যাল মিডিয়ায় এমসিজি-তে টিম ইন্ডিয়ার প্রথম প্র্য়াক্টিস সেশনের ছবি পোস্ট করা হয়।
বিস্তারিত পড়ুন:- T20 World Cup 2022: সময় নষ্ট নয়, মেলবোর্নে পৌঁছেই পাকিস্তান ম্যাচের প্রস্তুতি শুরু টিম ইন্ডিয়ার

21 Oct 2022, 06:38:52 AM IST

প্রথম রাউন্ডে বি-গ্রুপের পয়েন্ট টেবিল

স্কটল্যান্ড: ২ ম্যাচে ২ পয়েন্ট ( নেট রান-রেট: +০.৭৫৯)
জিম্বাবোয়ে: ২ ম্যাচে ২ পয়েন্ট ( নেট রান-রেট: +০.০০০)
ওয়েস্ট ইন্ডিজ: ২ ম্যাচে ২ পয়েন্ট ( নেট রান-রেট: -০.২৭৫)
আয়ারল্যান্ড: ২ ম্যাচে ২ পয়েন্ট ( নেট রান-রেট: -০.৪৬৮)

21 Oct 2022, 06:34:42 AM IST

শুক্রবারের টি-২০ বিশ্বকাপের সূচি

আয়ারল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: সকাল ৯টা ৩০ থেকে।
স্কটল্যান্ড বনাম জিম্বাবোয়ে: দুপুর ১টা ৩০ থেকে।

21 Oct 2022, 06:32:06 AM IST

ভাগ্য নির্ধারণ ওয়েস্ট ইন্ডিজের

বৃহস্পতিবার এ-গ্রুপ থেকে প্রথম রাউন্ডের বাধা টপকে টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে জায়গা করে নিয়েছে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস। শুক্রবার নির্ধারিত হবে বি-গ্রুপের চারটি দলের ভাগ্য। ২টি দল যোগ্যতা অর্জন করবে সুপার টুয়েলভের। ২টি দলকে বিদায় নিতে হবে টুর্নামেন্ট থেকে। লড়াইয়ে রয়েছে স্কটল্যান্ড, জিম্বাবোয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। শ্রীলঙ্কা প্রাথমিক ধাক্কা সামলে প্রথম রাউন্ডের বাধা টপকে গিয়েছে। এখন দেখার যে দু'বারের টি-২০ বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ সুপার টুয়েলভে জায়গা করে নিতে পারে কিনা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে আজ মনোনয়ন জমা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের, ইস্তফা দিলেন শ্রীরামপুরের পুরপ্রধান, কেন? 'বুথের সামনে জঘন্য পরিস্থিতি', বালুরঘাটে ভোটারদের হেনস্থার অভিযোগ বাহিনীর নামে রায়গঞ্জে EVM কারচুপির অভিযোগ, 'লোডশেডিং শুভেন্দুর চাল', তোপ তৃণমূলের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন হেমন্ত সোরেনের স্ত্রী কল্পনা সোরেন, ঝাড়খণ্ডে নয়া খেল মহুয়ার বিরুদ্ধে মানহানির মামলা প্রত্যাহার, জয় অনন্ত সরে দাঁড়াতেই হল নিষ্পত্তি শুভেন্দুর নির্দেশে ১২ লাখ দিয়ে চাকরি পান শিক্ষক? দিব্যেন্দুর সঙ্গে ফোনে কথা ফাঁস বিবাদের কারণে দূরে সরে যেতে পারে প্রিয় মানুষটি, দেখুন আজকের প্রেম রাশিফল গরমে দেদার তরমুজ খাচ্ছেন! বেশি খেলে কী হতে পারে জানেন? কতটা খাওয়া দরকার? জানুন দ্বিতীয় সারির নিউজিল্যান্ড টিমই কাঁদিয়ে ছাড়ছে বাবরদের, চতুর্থ T20I জিতে লিড নিল

Latest IPL News

স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু তুমি কত টাকা চাও, জিজ্ঞেস করেছিল স্কাই স্পোর্টস, উত্তর শুনে পালিয়েছে, বললেন বীরু কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.