বাংলা নিউজ > ময়দান > IND vs AUS WTC Final: গতবার ফ্লপ হলেও এবার জোড়া স্পিনার খেলিয়ে সফল হবে ভারত, দৃঢ় বিশ্বাস মন্টি পানেসরের

IND vs AUS WTC Final: গতবার ফ্লপ হলেও এবার জোড়া স্পিনার খেলিয়ে সফল হবে ভারত, দৃঢ় বিশ্বাস মন্টি পানেসরের

রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা। ছবি- বিসিসিআই টুইটার।

India vs Australia ICC World Test Championship Final: গতবার যে ফর্মুলায় ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া, এবার সেই পুরনো ফর্মুলাতেই ভারতের সফল হওয়ার সম্ভাবনা কেন বেশি, যুক্তি দিলেন প্রাক্তন ব্রিটিশ তারকা।

ইংল্যান্ডের হয়ে ৫০টি টেস্ট খেলেছেন। কাউন্টি ম্যাচ খেলার বিস্তর অভজ্ঞতা রয়েছে। মন্টি পানেসর ভালো মতোই বোঝেন যে, বছরের কোন সময়ে ইংল্যান্ড কোন মাঠের পিচ কেমন আচরণ করে। সেই অভিজ্ঞতা থেকেই প্রাক্তন ব্রিটিশ তারকা ভারতীয় দলকে মূল্যবান পরামর্শ দিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের আগে।

পানেসর মনে করছেন, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ডব্লিউটিসি ফাইনালে ভারতের উচিত দু'জন স্পিনারকে মাঠে নামানো। নিজের মতামতের স্বপক্ষে যুক্তিও দিয়েছেন মন্টি।

সংবাদ সংস্থা পিটিআইকে পানেসর বলেন, ‘এটা (ওভালের) ইংল্যান্ডের এমন একটা পিচ, যেখানে দু’জন স্পিনার খেলানোর প্রবণতা দেখা যায়। যদি বল ঘোরে, তবে স্পিনারদের জন্য বাউন্স তো থাকছেই। আমার মতে পাটা পিচ হবে। এমন পরিস্থিতি ভারতের জন্য অনুকূল এবং ওরা দুই স্পিনার খেলালে সুবিধা পাবে। আমরা ইতিমধ্যেই দেখেছি যে, অস্ট্রেলিয়া স্পিনারদের সামলাতে সমস্যায় পড়ে। বিশেষ করে ভারতীয় স্পিনারদের সামনে ওদের দুর্বলতার কথা সবাই জানে।'

বছর দু'য়েক আগে সাউদাম্পটনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও জোড়া স্পিনারে দল সাজিয়েছিল ভারত। যদিও টিম ইন্ডিয়ার সেই সিদ্ধান্ত কার্যকরী প্রমাণিত হয়নি। তবে পানেসর মনে করছেন যে, ওভালে অন্য ছবি দেখা যাবে।

আরও পড়ুন:- India's Road To WTC Final: ৫ জন ক্যাপ্টেন, ২ জন কোচ, ৬টি সিরিজ, দেখুন কোন পথে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারত

মন্টির কথায়, ‘আবহাওয়া উষ্ণ থাকবে। তাছাড়া লন্ডনে টি-২০ ব্লাস্টের কিছু ম্যাচেও আমরা বল ঘুরতে দেখেছি। তার উপর পিচে তেমন একটা ঘাসও দেখছি না। কেননা ওরা চাইবে ম্যাচ অন্তত চারদিন ধরে চলুক।’

উল্লেখ্য, ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত একই সঙ্গে মাঠে নামায় রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজাকে। প্রথম ইনিংসে অশ্বিন ২টি ও জাদেজা ১টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে অশ্বিন নেন আরও ২টি উইকেট, তবে জাদেজা কোনও উইকেট পাননি। সুতরাং, দুই ভারতীয় স্পিনার সেই ম্যাচে সাকুল্যে ৫টি উইকেট সংগ্রহ করেন। তার পরেও ভারতকে ৮ উইকেটে ম্যাচ হারতে হয়।

আরও পড়ুন:- IPL-এর রেশ কাটার আগেই রুতুরাজ-কেদার-রাহুলদের সামনে টাকার ঝুলি নিয়ে হাজির নতুন T20 লিগ, জেনে নিন খুঁটিনাটি

এবার ভারতের স্কোয়াডে অশ্বিন-জাদেজা ছাড়া অক্ষর প্যাটেলও রয়েছেন। আইপিএলে ব্যাটে-বলে দুরন্ত ছন্দে ছিলেন অক্ষর। এখন দেখার যে, ভারত যদি অজিদের বিরুদ্ধে নিতান্ত দুই স্পিনারে দল সাজায়, তবে কোন দু'জন সুযোগ পাবেন প্রথম একাদশে। উল্লেখ্য, আগামী ৭ থেকে ১১ জুন ইংল্যান্ডের ওভালে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামবে টিম ইন্ডিয়া।

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের জন্য নির্বাচিত ভারতীয় স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কেএস ভরত (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও ইশান কিষাণ (উইকেটকিপার)।স্ট্যান্ড-বাই: মুকেশ কুমার, যশস্বী জসওয়াল ও সূর্যকুমার যাদব।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup