শুভব্রত মুখার্জি
মুম্বই বনাম ব্যাঙ্গালোরের মহারণে প্রথমে ব্যাট করছে বিরাট কোহলি বাহিনী। পাওয়ার প্লে'তে ভাল শুরু করে ব্যাঙ্গালোর। তারপর ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে মুম্বই। রাহুল চাহার, ক্রুণাল পান্ডিয়ার স্পিনের ভেল্কিতে আটকে পড়েন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ব্যাটসম্যানরা।
আরসিবির ইনিংসের দশম ওভারে ঘটে এক অদ্ভুত ঘটনা। সেই সময় বল করছিলেন হার্দিক পান্ডিয়ার দাদা ক্রুণাল। ক্রিজে তখন ব্যাট করছিলেন দেবদূত পাড়িক্কাল। ৯.৪ ওভারের খেলা তখন হয়ে গিয়েছে। পঞ্চম বলে হঠাৎ করেই টিভির পর্দায় তাকিয়ে অবাক হয়ে যান দর্শকরা। এক ঝলকের জন্য মনে হয় যেন লাসিথ মালিঙ্গা ফিরে এসেছেন মুম্বই জার্সিতে। ভুল ভাঙে কয়েক সেকেন্ড পরেই যখন টিভি স্ক্রিনে ভেসে ওঠে রিপ্লে।
RCB vs MI ম্যাচের লাইভ আপডেট দেখুন
পপিং ক্রিজের পিছন থেকে এসে বোলিং আর্মকে কিছুটা সাইড থেকে 'ফাস্টার' বল করেন ক্রুণাল 'মালিঙ্গা' পান্ডিয়া। সেই সময় তাঁর হাতেও বেশ খানিকটা নামিয়ে নিয়েছিলেন। লেগের দিকে সেই বল ফ্লিক করে এক রান করেন পাড়িক্কাল। ওভারে ৪ রান দেন ক্রুনাল। কিছুক্ষণের মধ্যেই ভাইরাল হয়ে যায় মালিঙ্গার স্টাইলে তার সেই বোলিংয়ের ভিডিয়ো।