বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > IPL 2022: রশিদের চতুর ফাঁদে পড়ে বোল্ড পোলার্ড, ভিডিয়ো হল ভাইরাল

IPL 2022: রশিদের চতুর ফাঁদে পড়ে বোল্ড পোলার্ড, ভিডিয়ো হল ভাইরাল

পোলার্ডকে বোল্ড করেন রশিদ।

এ বার আইপিএলের ১০ ম্যাচে মাত্র ১২৯ রান সংগ্রহ করেছেন পোলার্ড। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের ১৫তম ওভারে রশিদের বলে উইকেট উড়ে যায় পোলার্ডের। রশিদ নিখুঁত ফাঁদ পেতেছিলেন পোলার্ডকে আউট করতে। সেই ফাঁদে ধরা দেন পোলার্ড।

কায়রন পোলার্ডের খারাপ ফর্ম চলছেই। শুক্রবার গুজরাট টাইটানসের বিরুদ্ধেও মাত্র ৪ রান করে বোল্ড হন পোলার্ড। তাই পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন টিম মুম্বই ইন্ডিয়ান্স ৫ রানে গুজরাটকে হারানোর পরেও, পোলার্ডকে নিয়ে কিন্তু সমালোচনা চলছে। রশিদ খানের একটি চতুর ডেলিভারিতে পোলার্ডের আউট হওয়া নিয়েই চলছে জোর আলোচনা। অনেকেই দাবি করছেন, পোলার্ডের দিন শেষ।

এ বার আইপিএলের ১০ ম্যাচে মাত্র ১২৯ রান সংগ্রহ করেছেন পোলার্ড। শুক্রবার মুম্বই ইন্ডিয়ান্সের ইনিংসের ১৫তম ওভারে রশিদের বলে উইকেট উড়ে যায় পোলার্ডের। রশিদ নিখুঁত ফাঁদ পেতেছিলেন পোলার্ডকে আউট করতে। উইকেটে নেওয়ার আগে কয়েকটি গুগলি দিয়েছিলেন। আর রশিদের ফাঁদেই ধরা পড়ে সাজঘরে ফেরেন উইন্ডিজ তারকা।

পোলার্ড ছাড়াও রশিদ মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মার মূল্যবান উইকেটও ছিনিয়ে নেন। যিনি ওপেন করতে নেমে ৪৩ রান করেছিলেন। রশিদ তাঁর ৪ ওভারে ২৪ রান দিয়ে ২ উইকেট নেন।

আরও পড়ুন: আত্মতুষ্টি না ক্লান্তি, নাকি অন্য কিছু, GT-এর আছাড় খাওয়ার কারণ কী?

মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক এবং ইশান কিষাণ মিলে ওপেনিং পার্টনারশিপে ৭৪ রান করেন। কিন্তু এর পর থেকে দ্রুত উইকেট পতনের ফলে ১১৯ রানে ৪ উইকেট পড়ে যায় মুম্বইয়ের। পরে টিম ডেভিড ২১ বলে ৪৪ রানের দুরন্ত ইনিংস খেলেন। যার হাত ধরে মুম্বই শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৭৭ রান করে। জবাবে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টাইটানস ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান করে।

ঋদ্ধিমান সাহা (৫৫) এবং শুভমান গিল (৫২) ওপেন করতে নেমে ১০৬ রানের পার্টনারশিপ করেছিল। তার পরেও জিততে পারেনি টাইটানস। ৫ রানে তারা ম্যাচটি হেরে যায়।

বন্ধ করুন
Live Score