শুভব্রত মুখার্জি: আইপিএলের ইতিহাসে নিঃসন্দেহে কিংবদন্তি ক্রিকেটার শিখর ধাওয়ান। বর্তমানে পঞ্জাব কিংস দলকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। তবে বৃহস্পতিবারের ম্যাচে আরসিবি-র বিরুদ্ধে খেলতে পারেননি। তাঁর কাঁধে অল্প চোট রয়েছে। সেই চোট তাঁকে অল্প বিস্তর ভোগাচ্ছে। ফলে তাঁকে আরসিবি-র বিরুদ্ধে খেলিয়ে আর কোনও ঝুঁকি নিতে চায়নি পঞ্জাব ম্যানেজমেন্ট। কারণ দীর্ঘ আইপিএলে এখনও বেশ কয়েকটি ম্যাচ খেলা বাকি রয়েছে। আর সেই কারণেই ঝুঁকি নেননি পঞ্জাব ম্যানেজমেন্ট। তবে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে কবে দলে ফিরবেন এই বাঁ-হাতি ব্যাটার? যার সরাসরি উত্তর দিয়েছেন পঞ্জাব দলের ফিল্ডিং কোচ ট্রেভর গঞ্জালেস। তিনি জানিয়েছেন, শিখরের সম্পূর্ণ ফিট হতে সময় লাগবে আরও ২-৩ দিন।
আরও পড়ুন: ফর্মে নেই ব্যাটাররা, জঘন্য ফিল্ডিং ও কিপিং- বেড়েই চলেছে নাইটদের সমস্যা
মিডিয়ার মুখোমুখি হয়ে ট্রেভর বলেছেন, ‘২-৩ দিন অন্ততপক্ষে সময় লাগবে শিখরের সম্পূর্ণ ফিট হয়ে উঠতে।’ এ দিনের আরসিবি ম্যাচ নিয়ে বলতে গিয়ে তিনি বলেছেন, ‘এই উইকেটটা খুব ভালো একটা উইকেট ছিল। ওদেরকে আমরা একটা ভালো স্কোরে আটকে রাখতে পেরেছিলাম। তবে আমরা ইনিংসের শুরুতে বেশ কয়েকটি উইকেট হারিয়ে সমস্যায় পড়ে যাই।’
আরও পড়ুন: আমার উইকেটে টিকে থাকা উচিত ছিল- হারের সব দায় নিয়ে বোলারদের পিঠ চাপড়ালেন নীতিশ
১৩ এপ্রিল পঞ্জাব কিংসের ম্যাচ ছিল গুজরাট টাইটান্সের বিরুদ্ধে। সেই ম্যাচেই কাঁধে চোট পান শিখর ধাওয়ান। এর পর তিনি পরপর দু'টি ম্যাচে খেলতে পারলেন না। চার ম্যাচ খেলে তাঁর মোট রান এখন ২৩৩। গড় ১১৬.৫০। শনিবার আইপিএলে পঞ্জাব কিংস তাদের পরবর্তী ম্যাচ খেলবে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। সেই ম্যাচেও শিখরের থাকা নিয়ে জল্পনা তৈরি হয়েছে ইতিমধ্যে।
বৃহস্পতিবার ম্যাচে প্রথমে ব্যাট করে আরসিবি ১৭৪ রান করে। ফ্যাফ ডু'প্লেসি ৮৪ এবং বিরাট কোহলি ৫৯ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে পঞ্জাব ১৮.২ ওভারেই ১৫০ রানে অলআউট হয়ে যায়। ফলে ২৪ রানে ম্যাচ জেতে আরসিবি। এ দিন বল হাতে আরসিবি-র হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন মহম্মদ সিরাজ। তিনি ৪ ওভার বল করে ২১ রান দিয়ে তুলে নিয়েছেন ৪ উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।