HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs MI: পোলার্ড-রাসেল ভুলে যান, ১৪ বলে হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন কামিন্স

KKR vs MI: পোলার্ড-রাসেল ভুলে যান, ১৪ বলে হাফ-সেঞ্চুরি করে ম্যাচ জেতালেন কামিন্স

ব্যাট হাতে তাণ্ডব অজি পেসারের, ইন্ডিয়ান প্রিমির লিগের ইতিহাসে সর্বকালীন রেকর্ড ছুঁলেন কামিন্স।

হাফ-সেঞ্চুরি কামিন্সের। ছবি- আইপিএল।

কলকাতা নাইট রাইডার্সের আইপিএল ২০২২ অভিযান শুরু হয় দারুণভাবে। চেন্নাইয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচ জিতলেও আরসিবির কাছে দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয় কেকেআরকে। তৃতীয় ম্যাচে পঞ্জাবকে হারানোর পরে এবার তারা দাপুটে জয় তুলে নেয় মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। কেকেআরের বিরুদ্ধে মুম্বই বরাবর ভালো ক্রিকেট খেলে। মুখোমুখি লড়াইয়ের ইতিহাস একতরফাভাবে ঝুঁকে রোহিত শর্মাদের দিকে। তবে চলতি আইপিএলে হিসাবটা বদলে দেয় নাইট রাইডার্স। অন্যদিকে চলতি মরশুমে এখনও জয় অধরা মুম্বইয়ের। তারা নিজেদের প্রথম তিনটি ম্যাচেই হেরে বসে।

07 Apr 2022, 12:05 AM IST

ম্যাচের সেরা কামিন্স

প্রথমে বল হাতে ৪৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন প্যাট কামিন্স। পরে ব্যাট করতে নেমে ১৫ বলে অপরাজিত ৫৬ রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে জয় এনে দেন তিনি। স্বাভাবিকভাবেই ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন কামিন্স।

06 Apr 2022, 11:11 PM IST

৫ উইকেটে জয় কলকাতার

মুম্বইয়ের ৪ উইকেটে ১৬১ রানের জবাবে ব্যাট করতে নেমে কলকাতা ১৬ ওভারে ৫ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৬২ রান তুলে নেয়। ৪ ওভার বাকি থাকতে ৫ উইকেট ম্যাচ জেতে কেকেআর। ৪টি চার ও ৬টি ছক্কার সাহায্যে ১৫ বলে ৫৬ রান করে অপরাজিত থাকেন প্যাট কামিন্স। ৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ৫০ রান করে নট-আউট থাকেন বেঙ্কটেশ আইয়ার।

06 Apr 2022, 11:02 PM IST

১৪ বলে হাফ-সেঞ্চুরি কামিন্সের

আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড ছুঁলেন প্যাট কামিন্স। মুম্বইয়ের বিরুদ্ধে মাত্র ১৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি করলেন অজি তারকা। ১৬ তম ওভারে ড্যানিয়েল স্যামসের বলে প্রথম চার বলে যথাক্রমে ৬, ৪, ৬, ৬ রান সংগ্রহ করেন কামিন্স। পঞ্চম বলে সূর্যকুমারের হাতে ধরা পড়লেও নো-বল হওয়ায় বেঁচে যান কামিন্স। সেই বলে তিনি ২ রান সংগ্রহ করেন। স্যামস পুনরায় পঞ্চম বল করতে এলে চার মেরে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়ে কলকাতার জয় নিশ্চিত করেন কামিন্স। ওভারে মোট ৩৫ রান ওঠে।

06 Apr 2022, 10:50 PM IST

হাফ-সেঞ্চুরি বেঙ্কটেশ আইয়ারের

৬টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪১ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন বেঙ্কটেশ আইয়ার। ১৫ ওভারে কলকতার স্কোর ১২৭/৫। ৮ বলে ২২ রান করেছেন প্যাট কামিন্স।

06 Apr 2022, 10:41 PM IST

আন্দ্রে রাসেল আউট

ঝড় তুলেই সাজঘরে রাসেল। ১৩.১ ওভারে টাইমাল মিলসের বলে ডেওয়াল্ড ব্রেভিসের হাতে ধরা পড়েন দ্রে রাস। ১টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৫ বলে ১১ রান করে মাঠ ছাড়েন রাসেল। ১০১ রানে ৫ উইকেট হারায় কলকাতা। ক্রিজে নতুন ব্যাটসম্যান প্যাট কামিন্স। ১৪ ওভারে কলকাতার স্কোর ১১৫/৫। ৩ বলে ১১ রান করেছেন প্যাট কামিন্স। তিনি ১টি চার ও ১টি ছক্কা মারেন। ৪৯ রানে অপরাজিত রয়েছেন বেঙ্কটাশ আইয়ার।

06 Apr 2022, 10:31 PM IST

নীতিশ রানা আউট

১১.৪ ওভারে মুরুগান অশ্বিনের বলে ড্যানিয়েল স্যামসের হাতে ধরা পড়েন নীতিশ রানা। ১টি ছক্কার সাহায্যে ৭ বলে ৮ রান করেন রানা। কলকাতা ৮৩ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। ক্রিজে এসে নিজের দ্বিতীয় বলেই ছক্কা হাঁকান দ্রে রাস। কলকাতা ১২ ওভারে সংগ্রহ করে ৪ উইকেটে ৮৯ রান।

06 Apr 2022, 10:22 PM IST

বিলিংস আউট

৯.৫ ওভারে মুরুগান অশ্বিনের বলে বাসিল থাম্পির হাতে ধরা পড়েন স্যাম বিলিংস। ২টি ছক্কার সাহায্যে ১২ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন বিলিংস। কলকাতা ৬৭ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান নীতিশ রানা। ১০ ওভারে কেকেআরের স্কোর ৬৭/৩। বেঙ্কটেশ ৩১ রানে ব্যাট করছেন।

06 Apr 2022, 10:10 PM IST

৮ ওভারে ৫০ ছুঁল কলকাতা

৮ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের স্কোর ২ উইকেটে ৫০ রান। বেঙ্কটেশ আইয়ার ৪টি বাউন্ডারির সাহায্যে ২৫ বলে ২৪ রান করেছেন। ৬ বলে ৯ রান করেছেন স্যাম বিলিংস।

06 Apr 2022, 10:02 PM IST

শ্রেয়স আইয়ার আউট

৫.৬ ওভারে ড্যানিয়েল স্যামসের বলে তিলক বর্মার হাতে ধরা পড়েন শ্রেয়স আইয়ার। ২টি বাউন্ডারির সাহায্যে ৬ বলে ১০ রান করেন নাইট অধিনায়ক। কলকাতা ৬ ৩৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান স্যাম বিলিংস। পাওয়ার প্লে-র খেলা শেষ।

06 Apr 2022, 09:53 PM IST

রাহানে আউট

ইনিংসের পঞ্চম ওভারে প্রথমবার বল করতে আসেন টাইমাল মিলস। প্রথম বলেই তিনি তুলে নেন অজিঙ্কা রাহানের উইকেট। ৪.১ ওভারে ড্যানিয়েল স্যামসের হাতে ধরা পড়েন অজিঙ্কা। ১১ বলে ৭ রান করেন রাহানে। কলকাতা ১৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান শ্রেয়স আইয়ার। তিনি ক্রিজে এসে প্রথম বলেই চার মারেন। ৫ ওভারে কেকেআরের স্কোর ২৬/১।

06 Apr 2022, 09:46 PM IST

৩ ওভারে কলকাতা ১৪/০

৩ ওভার শেষে কলকাতা নাইট রাইডার্সের সংগ্রহ বিনা উইকেটে ১৪ রান। ১১ বলে ৮ রান করেছেন বেঙ্কটেশ আইয়ার। ৭ বলে ৬ রান করেছেন অজিঙ্কা রাহানে।

06 Apr 2022, 09:35 PM IST

কলকাতার রান তাড়া করা শুরু

কলকাতা নাইট রাইডার্সের হয়ে যতারীতি ওপেন করতে নামেন অজিঙ্কা রাহানে ও বেঙ্কটেশ আইয়ার। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বোলিং শুরু করেন বাসিল থাম্পি। প্রথম ওভারে ৩ রান ওঠে।

06 Apr 2022, 09:18 PM IST

মুম্বই ইন্ডিয়ান্স ২০ ওভারে ১৬১/৪

প্যাট কামিন্সের শেষ ওভারে ৩টি ছক্কা হাঁকান কায়রন পোলার্ড। ওভারে মোট ২৩ রান ওঠে। মুম্বই ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৬১ রান তুলেছে। সুতরাং, জয়ের জন্য কেকেআরের দরকার ১৬২। পোলার্ড ৫ বলে ২২ রান করে অপরাজিত থাকেন। ২৭ বলে ৩৮ রান করে নট-আউট থাকেন তিলক বর্মা। কামিন্স ৪ ওভারে ৪৯ রানের বিনিময়ে ২টি উইকেট নেন।

06 Apr 2022, 09:14 PM IST

সূর্যকুমার আউট

১৯.১ ওভারে প্যাট কামিন্সের বলে স্যাম বিলংসের দস্তানায় ধরা পড়েন সূর্যকুমার যাদব। ৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৬ বলে ৫২ রান করে মাঠ ছাড়েন তিনি। মুম্বই ১৩৮ রানে ৪ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান কায়রন পোলার্ড।

06 Apr 2022, 09:05 PM IST

হাফ-সেঞ্চুরি সূর্যকুমারের

৫টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন সূর্যকুমার যাদব। ১৯ ওভার শেষ মুম্বইয়ের স্কোর ৩ উইকেটে ১৩৮। সূর্যকুমার ৫২ ও ৩৮ রানে ব্যাট করছেন।

06 Apr 2022, 08:56 PM IST

১৭ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ১১৫/৩

১৭ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্সের স্কোর ৩ উইকেটে ১১৫ রান। তিলক বর্মা ২১ বলে ৩২ রান করেছেন। তিনি ২টি চার ও ২টি ছক্কা মেরেছেন। সূর্যকুমার ৩টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৯ বলে ৩৬ রান সংগ্রহ করেছেন।

06 Apr 2022, 08:46 PM IST

১৫ ওভারে মুম্বই ৮৫/৩

১৫ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ৩ উইকেটের বিনিময়ে ৮৫ রান সংগ্রহ করেছে। ২৬ বলে ৩০ রান করেছেন সূর্যকুমার যাদব। ১২ বলে ৮ রান করেছেন তিলক বর্মা। সূর্যকুমার ২টি চার ও ১টি ছক্কা মেরেছেন।

06 Apr 2022, 08:35 PM IST

উমেশ যাদব ৪ ওভারে ২৫/১

উমেশ যাদব ৪ ওভারের বোলিং কোটা শেষ করেন ২৫ রানের বিনিময়ে ১ উইকেট তুলে নিয়ে। ১৩তম ওভারে উমেশের শেষ ২টি বলে ১টি চার ও ১টি ছক্কা মারেন সূর্যকুমার। ১৩ ওভারে মুম্বইয়ের স্কোর ৭১/৩। সূর্যকুমার ২০ রানে ব্যাট করছেন।

06 Apr 2022, 08:24 PM IST

ইশান কিষাণ আউট

১০.৬ ওভারে প্যাট কামিন্সের বলে শ্রেয়স আইয়ারের হাতে ধরা পড়েন ইশান কিষাণ। ১টি বাউন্ডারির সাহায্যে ২১ বলে ১৪ রান করে মাঠ ছাড়েন ইশান। মুম্বই ৫৫ রানে ৩ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান তিলক বর্মা।

06 Apr 2022, 08:21 PM IST

১০ ওভারে মুম্বই ৫৪/২

১০ ওভার শেষে মুম্বই ইন্ডিয়ান্স ২ উইকেটের বিনিময়ে ৫৪ রান তুলেছে। ২০ বলে ১৪ রান করেছেন ইশান কিষাণ। ৯ বলে ৭ রান করেছেন সূর্যকুমার।

06 Apr 2022, 08:08 PM IST

ব্রেভিস আউট

৭.৫ ওভারে বরুণ চক্রবর্তীর বলে ব্রেভিসকে স্টাম্প আউট করেন স্যাম বিলিংস। ২টি চার ও ২টি ছক্কার সাহায্যে ১৯ বলে ২৯ রান করে মাঠ ছাড়েন বেবি এবি। মুম্বই ৪৫ রানে ২ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান সূর্যকুমার যাদব।

06 Apr 2022, 08:00 PM IST

পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ৩৫/১

পাওয়ার প্লে-র ৬ ওভারে মুম্বই ইন্ডিয়ান্স ১ উইকেটের বিনিময়ে ৩৫ রান তুলেছে। দাপটের সঙ্গে নিজের আইপিএল কেরিয়ার শুরু করেন ডেওয়াল্ড ব্রেভিস। তিনি ২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ১২ বলে ২১ রান করেছেন। ১২ বলে ১০ রান করেছেন ইশান কিষাণ।

06 Apr 2022, 07:45 PM IST

রোহিত শর্মা আউট

২.৫ ওভারে উমেশ যাদবের বলে স্যাম বিলিংসের দস্তানায় ধরা পড়েন রোহিত শর্মা। উমেশ আইপিএল ২০২২-এ পাওয়ার প্লে-তে উইকেট নেওয়া অভ্যাসে পরিণত করেছেন। সেই ধারাবাহিকতা বজায় রাখবেন তিনি। ১২ বলে ৩ রান করে মাঠ ছাড়েন রোহিত। মুম্বই ৬ রানে ১ উইকেট হারায়। ক্রিজে নতুন ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিস।

06 Apr 2022, 07:40 PM IST

আঁটোসাটো শুরু রসিখের

ইনিংসের দ্বিতীয় ওভারে বল করতে আসেন নবাগত রসিখ দার। প্রথম ওভারে তিনি মাত্র ৩ রান খরচ করেন। রোহিত শর্মা ২টি ও ইশান কিষাণ ১টি সিঙ্গল নেন। ২ ওভারে মুম্বইয়ের সংগ্রহ বিনা উইকেটে ৪ রান।

06 Apr 2022, 07:34 PM IST

ম্যাচ শুরু

মুম্বইয়ের হয়ে যথারীতি ওপেন করতে নামেন রোহিত শর্মা ও ইশান কিষাণ। কেকেআরের হয়ে বোলিং শুরু করেন উমেশ যাদব। প্রথম ওভারে মাত্র ১ রান ওঠে। ৪ বলে ১ রান করেছেন রোহিত।

06 Apr 2022, 07:12 PM IST

মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশ

রোহিত শর্মা (ক্যাপ্টেন), ইশান কিষাণ (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, তিলক বর্মা, কায়রন পোলার্ড, ডেওয়াল্ড ব্রেভিস, ড্যানিয়েল স্যামস, মুরুগান অশ্বিন, টাইমাল মিলস, বাসিল থাম্পি ও জসপ্রীত বুমরাহ।

06 Apr 2022, 07:11 PM IST

কেকেআরের প্রথম একাদশ

অজিঙ্কা রাহানে, বেঙ্কটেশ আইয়ার, শ্রেয়স আইয়ার (ক্যাপ্টেন), নীতিশ রানা, স্যাম বিলিংস (উইকেটকিপার), আন্দ্রে রাসেল, সুনীল নারিন, প্যাট কামিন্স, উমেশ যাদব, বরুণ চক্রবর্তী ও রসিখ দার।

06 Apr 2022, 07:09 PM IST

কলকাতার জার্সিতে আত্মপ্রকাশ রসিখের

কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে প্রথমবার আইপিএল খেলতে নামছেন রসিখ দার। তিনি শিবম মাভির বদলে প্লেয়িং ইলেভেনে ঢুকলেন। এছাড়া টিম সাউদির পরিবর্তে মাঠে নামছেন প্যাট কামিন্স।

06 Apr 2022, 07:07 PM IST

আইপিএল অভিষেক বেবি এবির

মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে আইপিএল অভিষেক বেবি এবি ডেওয়াল্ড ব্রেভিসের। তিনি টিম ডেভিডের পরিবর্তে প্রথম একাদশে সুযোগ পেলেন। চোট সারিয়ে দলে ফিরলেন সূর্যকুমার যাদব। তাঁকে জায়গা ছেড়ে দেন আনমোলপ্রীত সিং।

06 Apr 2022, 07:03 PM IST

টস জিতল কলকাতা

মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আইপিএল ২০২২-এর ম্যাচে টস জিতল কলকাতা নাইট রাইডার্স। টস জিতে নাইট অধিনায়ক শ্রেয়স আইয়ার শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান রোহিত শর্মাদের। সুতরাং, পুণের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে রান তাড়া করবে কেকেআর।

06 Apr 2022, 06:30 PM IST

মাইলস্টোনের হাতছানি রোহিতের সামনে

কেকেআরের বোলিং আক্রমণকে সামনে পেলেই জ্বলে ওঠেন রোহিত শর্মা। এখনও পর্যন্ত কলকাতার বিরুদ্ধে আইপিএলে ১০১৫ রান সংগ্রহ করেছেন রোহিত। কোনও একটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির বিরুদ্ধে ১০০০-এর বেশি রান করার কৃতিত্ব আর কারও নেই। রোহিত শর্মা এই ম্যাচেও গড়তে পারেন একজোড়া ব্যক্তিগত নজির। বিস্তারিত পড়ুন:- KKR vs MI: কোহলির আধিপত্যে থাবা বসাতে রোহিতের দরকার ৫৪ রান, ইতিহাস গড়ার হাতছানি নারিনের সামনে

06 Apr 2022, 06:15 PM IST

মুখোমুখি সাক্ষাতের ইতিহাস

কলকাতা ও মুম্বই এপর্যন্ত আইপিএলে মোট ২৯ বার একে অপরের বিরুদ্ধে মাঠে নেমেছে। মুম্বই ইন্ডিয়ান্স জয় তুলে নিয়েছে ২২টি ম্যাচে। কলকাতা জিতেছে মাত্র ৭টি ম্যাচ। বোঝাই যাচ্ছে যে, কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে আইপিএলে মুম্বই কার্যত একতরফা দাপট দেখিয়ে এসেছে। মুম্বইয়ের ঘরের ছেলে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কলকাতা এবার ব্যর্থতার চেনা ছবিটা বদলে দিতে মরিয়া।

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ভারী বৃষ্টি বাংলায়, ঘূর্ণিঝড় তৈরির আগেই বইবে ঝোড়ো হাওয়া, কোথায় কোথায় হবে? ২০১৯-তে স্রেফ অঘটন? আমেঠিতে পরীক্ষায় স্মৃতি, রাহুল সরে যাওয়ায় লাভ হবে কংগ্রেসের? রাজনাথ, রাহুল, স্মৃতির পরীক্ষা, আজ দেশের ৪৯ আসনে ভোট, অযোধ্যা-সহ কোথায় নজর? কলকাতায় চিকিৎসা করাতে এসে নিখোঁজ বাংলাদেশের সাংসদ, খোঁজ চলছে, বার্তা মন্ত্রীর জলের তলায় যাওয়া থেকে ব্যাডমিন্টন ম্যাচ! ভোটার টানতে অভিনব কসরত ভাগ্যের হাতে মার খেল RR, কারা কোয়ালিফায়ারে, কারা খেলবে এলিমিনেটর, স্পষ্ট হল ছবি সুন্দরবনের ইতিহাসে প্রথম চোরাশিকারিদের হাতে বনকর্মী মৃত্যু, খুনের মামলা রুজু ‘নবীনের আমলে ওড়িশা ৫০ বছর পিছিয়ে গিয়েছে’ মুখ্যমন্ত্রীকে তোপ অমিত শাহের লোকসভার মধ্যেই অসমে প্রকাশ্যে BJP-র আদি-নব্য দ্বন্দ্ব, অস্বস্তিতে গেরুয়া শিবির

Latest IPL News

সঞ্জুদের কপাল পোড়াল বৃষ্টি, ভেস্তে যাওয়া ম্যাচ থেকে ১ পয়েন্ট নিয়ে এলিমিনেটরে RR যারা আমাদের দেখে হাসছিল, তাদের জন্য… সমালোচকদের জবাব দিলেন RCB-র মহিলা ক্রিকেটার বিরাট এনার্জিই আমাদের গোটা দলকে চার্জ করত- প্লে অফে ওঠার আসল রহস্য ফাঁস সকলেই দশকের পর দশক ধরে এই RCB দলকে মনে রাখবে- কেন এমন বললেন দীনেশ কার্তিক বৃষ্টিতে যথা সময়ে শুরু হল না RR v KKR ম্যাচ, খেলা ভেস্তে গেলে বড় ক্ষতি সঞ্জুদের অভিষেক-ক্লাসেনের তাণ্ডবে দিশেহারা পঞ্জাব, ২০০ টপকেও আত্মসমর্পণ হায়দরাবাদের কাছে 'Definitely Not'- মাহির ভক্তেরা হঠাৎ ধোনিকে নিয়ে কেন এমন স্লোগান দিচ্ছেন? ভিডিয়ো: CSK হারতেই কেঁদেই ফেললেন চেন্নাই সুপার কিংসের প্রাক্তনী! ধোনির সঙ্গে হাত না মিলিয়ে সেলিব্রেশনে মেতেছিল RCB, তীব্র নিন্দে করলেন ভন, হর্ষ ভাই অডিও বন্ধ কর-একটা অডিও আমার ১২টা বাজিয়েছে: ক্যামেরাম্যানকে দেখে রোহিতের মজা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ