বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Virat Kohli creates history in IPL: IPL-এ ইতিহাস বিরাটের! করলেন সর্বাধিক সেঞ্চুরি, মরণবাঁচন ম্যাচে গড়লেন আরও ২ নজির

Virat Kohli creates history in IPL: IPL-এ ইতিহাস বিরাটের! করলেন সর্বাধিক সেঞ্চুরি, মরণবাঁচন ম্যাচে গড়লেন আরও ২ নজির

বিরাট কোহলি। (ছবি সৌজন্যে এপি)

গুজরাট টাইটানসের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে শতরান করে আইপিএলের ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির নজির করলেন বিরাট কোহলি। সেইসঙ্গে আইপিএলের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে পরপর দুটি ইনিংসে শতরানের নজির গড়লেন।

ইতিহাস গড়লেন বিরাট কোহলি। রবিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে শতরান করে আইপিএলের সর্বকালীন ইতিহাসে সর্বাধিক সেঞ্চুরির নজির করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের তারকা (আরসিবি)। সেইসঙ্গে আইপিএলের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে পরপর দুটি ইনিংসে শতরানের নজির গড়লেন। বিরাটের আগে যে নজির গড়েছিলেন শিখর ধাওয়ান (২০২০ সাল) এবং জস বাটলার (২০২২ সাল)।

অথচ রবিবার চিন্নস্বামী স্টেডিয়ামে শুরুর দিকে একেবারেইও ছন্দে ছিলেন না বিরাট। একেবারেই ব্যাটে-বলের মসৃণ সংযোগ হচ্ছিল না। পাচ্ছিলেন না টাইমিং। তারপর পঞ্চম ওভারের প্রথম বলে ব্যাকফুটে দাঁড়িয়ে রশিদ খানকে একটি বাউন্ডারি মারার পরই যেন ম্যাজিক হয়। বাকি ব্যাটাররা যখন আউট হয়ে যাচ্ছিলেন, তখন উইকেটের একটি প্রান্ত ধরেছিলেন বিরাট। সেইসঙ্গে দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন। শেষপর্যন্ত ৬০ বলে শতরান পূরণ করেন বিরাট। যা আইপিএলের ইতিহাসে বিরাটের সপ্তম শতরান। 

আরও পড়ুন: IPL 2023 playoffs equation: এবার 'লড়াই' লাগল বিরাট ও রোহিতের! ভাইরাল হয়ে গেল RR-র ‘ইডিয়টস’ টুইট

তবে শতরান পূরণ করার বেশি সুযোগ পাননি বিরাট। মাত্র একটি বলই খেলেন। শেষপর্যন্ত মরণবাঁচন ম্যাচে ৬১ বলে ১০১ রানে অপরাজিত থাকেন (এই ম্যাচে হারলেই আরসিবি প্লে-অফে উঠতে পারবে না)। যে ইনিংস ১৩ টি চার এবং একটি ছক্কায় সাজানো থাকলেও সবথেকে বেশি নজর কেড়েছে একটি দু'রান। ৯৭ রানে যখন খেলছিলেন বিরাট, তখন দু'রান নিতে যান। অন্য কেউ হলে সম্ভবত আউট হয়ে ছিলেন। কিন্তু অবিশ্বাস্য স্প্রিন্টে নির্দিষ্ট সময় ক্রিজের ভিতরে ঢুকে যান বিরাট। যা আরও একবার প্রমাণ করল যে ফর্মের ওঠানামা থাকতে পারে। কিন্তু বিরাটের দায়িত্ববোধ নিয়ে কোনও প্রশ্ন উঠবে না।

আইপিএলের ইতিহাসে সর্বাধিক শতরান

১)  বিরাট কোহলি: সাত।

২) ক্রিস গেইল: ছয় (এখন আইপিএল খেলেন না)।

৩) জস বাটলার: পাঁচ।

৪) কেএল রাহুল: চার। 

৫) ডেভিড ওয়ার্নার: চার। 

৬) শেন ওয়াটসন: চার (এখন খেলেন না)।

আরও পড়ুন: RCB vs GT Live: গিলকে নিয়ে ওপেনে ঋদ্ধি, রান তাড়া শুরু গুজরাটের

আইপিএলে একটি মাঠে সর্বাধিক শতরান 

১) বিরাট কোহলি: বেঙ্গালুরু (চিন্নস্বামী স্টেডিয়াম), চারটি শতরান করেছেন। 

২) ক্রিস গেইল: বেঙ্গালুরু (চিন্নস্বামী স্টেডিয়াম), তিনটি শতরান করেছেন। 

৩) ডেভিড ওয়ার্নার: হায়দরাবাদ (রাজীব গান্ধী স্টেডিয়াম), তিনটি শতরান করেছেন। 

৪) কেএল রাহুল: মুম্বই (ওয়াংখেড়ে স্টেডিয়াম), দুটি শতরান করেছেন।

৫) মুরলি বিজয়: চেন্নাই (চিপক স্টেডিয়াম), দুটি শতরান করেছেন।

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন