HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > নজরে ক্যারিবিয়ান-অজিরা, IPL নিলামে দর উঠবে নতুনদেরও

নজরে ক্যারিবিয়ান-অজিরা, IPL নিলামে দর উঠবে নতুনদেরও

বৃহস্পতিবার কলকাতায় আয়োজিত হতে চলেছে ১৩তম আইপিএলের নিলাম অনুষ্ঠান। সেখান থেকে ভালও মানের ক্রিকেটার তুলে একটা ব্যালেন্সড দল গড়ার লক্ষ্যে মাঠে নামবে প্রতিটা ফ্রাঞ্চাইজি।

আইপিএলের নিলাম অনুষ্ঠানে ফ্রাঞ্চাইজিরা (ছবি সৌজন্যে আইপিএল)

বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটে নাগাদ কলকাতার একটি পাঁচতারা হোটেলে আয়োজিত হবে আইপিএলের ১৩তম সংস্করণের নিলাম অনুষ্ঠান। যেখানে সবার নজর থাকবে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়ার বেশকিছু ক্রিকেটারের ওপরে। যাঁরা একার কাঁধে যেকোনও ম্যাচে দলকে উতরে দেওয়ার ক্ষমতা রাখেন। এছাড়া এই নিলামে বেশকিছু নতুন তরুণ প্রতিভাবান ক্রিকেটাররা ফ্রাঞ্চাইজিদের কাছ থেকে বড় দর পাবেন বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা।

এই মুহূর্তে ২০২০ সালের আইপিএলের অন্যতম হট টপিক আফগানিস্তানের তরুন স্পিনার নুর আহমেদ। তাঁর বেস প্রাইস রাখা হয়েছে ৩০ লক্ষ টাকা। আফগানিস্তানের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ভারতের মাটিতে তিন ম্যাচে ৯ উইকেট তুলে নেওয়া এই বাঁ-হাতি চায়নাম্যান স্পিনারকে দলে টানার জন্য ফ্রাঞ্চাইজিরা ঝাঁপিয়ে পড়বে, তা আগাম বলে দেওয়া যায়। রসিদ খান, মহম্মদ নবিকে যেমন বড় ফ্রাঞ্চাইজিরা দলে টেনেছে, নুর আহমেদের ক্ষেত্রেও সেটা ঘটবে বলে ধরে নেওয়া হচ্ছে।

ভারতীয়দের মধ্যে মুম্বই দলের বাঁ-হাতি ওপেনার যশভি জয়সওয়াল, প্রিয়ম গর্গের দিকেও ফ্রাঞ্চাইজিদের নজর থাকবে। এই প্রিয়ম সামনের বিশ্বকাপে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলকে নেতৃত্ব দেবেন। এছাড়া তামিলনাড়ুর বাঁ-হাতি স্পিনার আর সাই কিশোর ও বাংলার প্রতিভাবান পেসার ঈশান পোড়েলও নিলামে ভালও দর হাঁকাবেন বলে মনে করছেন অনেকে। এঁদের সবার বেশ প্রাইস অবশ্য ২০ লক্ষ টাকা।

ক্যারিবিয়ান পিঞ্চ হিটার শিমরন হেটমায়ার (ছবি সৌজন্যে পিটিআই)

বিদেশী ক্রিকেটারদের মধ্যে নিলামে সবার নজর থাকবে ২২ বছর বয়েসি ক্যারিবিয়ান পিঞ্চ হিটার শিমরন হেটমায়ারের ওপর। অফ ফর্মের কারণে তাঁকে সামনের মরশুম আইপিএল শেষে ছেড়ে দেয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতের বিরুদ্ধে চলতি সিরিজে চেন্নাইয়ের প্রথম ওয়ানডেতে ৮৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ফ্রাঞ্চাইজিদের র‌্যাডারে রয়েছেন তিনি। তাঁর বেস প্রাইস ৫০ লক্ষ টাকা।

অস্ট্রেলিয়ার ফ্যাব ফাইভ প্যাট কামিন্স, জস হ্যাজেলউড, ক্রিস লিন, মিচেল মার্শ ও গ্লেন ম্যাক্সওয়েলের বেস প্রাইস সবচেয়ে বেশি (২ কোটি)। তাঁদেরকে পেতে নিলামে ফ্রাঞ্চাইজিদের মধ্যে কাড়াকাড়ি পড়বেই। গত দুই মরশুম অসাধারণ পারফরম্যান্স করেছেন কামিন্স। ২০১৭ সালে পেয়েছিলেন ১৫টি উইকেট। এছাড়া ২ কোটি টাকার বেস প্রাইস রয়েছে দক্ষিণ আফ্রিকার ডেল স্টেইন ও শ্রীলঙ্কার অ্যাঞ্জেলো ম্যাথিউজের দখলে।

গত মরশুমে আরসিবি হেটমায়ার, মার্কাস স্টোয়নিস ও কলিন ডি গ্রান্ডহোম সহ ৯জন ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। নাথান কুল্টারনাইনও চোটের কারণে সেভাবে দলকে ভরসা দিতে পারেননি। তাই এবারের কোহলির দল নিলাম থেকে বেশকিছু ভালোমানের পেসারকে নিতে চাইবে, যাঁরা দলের প্রয়োজনে ফিনিশারের ভূমিকাও পালন করতে পারবেন। এই মুহূর্তে তাদের নজর রয়েছে টিম সাউদি, প্যাট কামিন্স, জস হ্যাজেলউডের ওপর। নিলাম থেকে ক্রিকেটার কেনার জন্য তাঁদের হাতে রয়েছে ২৭.৯০ কোটি টাকা।

আফগানিস্তানের তরুন স্পিনার নুর আহমেদ (ছবি সৌজন্যে টুৃইটার)

শেষ আইপিএলে টিম কেকেআর ছেড়ে দিয়েছে তাঁদের স্টার ক্রিকেটার রবিন উথাপ্পাকে। ১.৫ কোটি বেস প্রাইসে থাকা উথাপ্পা অবশ্য এই মুহূর্তে ঘরোয়া ক্রিকেটে কেরালার হয়ে ধারাবাহিকভাবে নজরকাড়া ক্রিকেট খেলে যাচ্ছেন। মুস্তাক আলির শেষ ছ'ম্যাচে তাঁর চওড়া ব্যাট থেকে ছিটকে বেরিয়েছে ১৩৯ রান। কলকাতার প্রাক্তন পীযুষ চাওলাও থাকবেন অনেকের নজরে। কারণ এই স্পিনারের দখলে রয়েছে আইপিএলের ১৫০টি উইকেট তুলে নেওয়ার অভিজ্ঞতা। তাঁর বেস প্রাইস ১ কোটি টাকা।

নিলামে উঠবেন ভারতীয় দলের অন্যতম ব্যাটিং স্তম্ভ চেতেশ্বর পুজারা। যিনি অবশ্য গত আইপিএলে আনসোল্ড থেকে গিয়েছিলেন। পুজারার পাশাপাশি নিলামে ৫০ লক্ষ টাকা বেস প্রাইস থাকছে হনুমা বিহারির। হনুমাকে ছেড়ে দিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস। প্রথমবার আইপিএলের ট্রফি ঘরের তোলার লক্ষ্যে একটা ভালো দল গঠনে মন দেবে কিংস ইলেভেন পঞ্জাব। কারণ তারা মহম্মদ শামি ছাড়া গত মরশুমের দলের প্রায় বেশিরভাগ ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে। তারা ছেড়েছে রবিচন্দ্রন অশ্বিনকেও। এখন তাদের হাতে রয়েছে সর্বোচ্চ ৪২.৭০ কোটি টাকা। ভালো একটা ব্যাটিং অর্ডার গড়ার লক্ষ্যে প্রীতি জিনটার দল বৃহস্পতিবার নিলামে ঝড় তুলেবে তা আগাম বলে দেওয়া যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এবারের মতো আইপিএল থেকে বিদায় CSK-র, লম্বা লাফ দিয়ে এলিমিনেটরে কোহলিরা পাক সেনার ৯ গুলি খেয়েও হার মানেনি! চান্দু চ্যাম্পিয়নের বায়োপিকে কার্তিক আরয়ান রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি

Latest IPL News

রুদ্ধশ্বাস লড়াইয়ে ধোনিদের ছিটকে দিয়ে প্লে-অফের টিকিট পকেটে পুরল আরসিবি আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ