Bollywood drug case
সেরা খবর
সেরা ভিডিয়ো
সোমবার মাদককাণ্ডে প্রায় ৬ ঘন্টা ধরে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর ম্যারাথন জেরার মুখে পড়লেন অভিনেতা অর্জুন রামপাল। এই মামলায় এনসিবির কড়া নজরদাড়িতে রয়েছে অভিনেতার গোটা পরিবার। নভেম্বর মাসে অর্জুনের বাড়িতে হানা দিয়ে বেশ কিছু নিষিদ্ধ ওষুধ (সাইকোট্রপিক ড্রাগস) বাজেয়াপ্ত করেছিল এনসিবি। এনসিবির জোনাল ডিরেক্টের সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন, সংস্থা অর্জুনের জমা দেওয়া প্রেসক্রিপশন এবং অভিনেতার বয়ানে কিছু গড়মিল রয়েছে। ‘অর্জুন রামপালের বয়ানে অসংগতি রয়েছে। ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হতে পারে তাঁকে’। গত মাসে অর্জুনের বান্দ্রার বাড়িতে হানা দিয়ে ১১টি ইলেকট্রনিক গ্যাজেট এবং নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করে এনসিবি। এনডিপিএস আইনের আওতায় ওই সকল ওষুধ ভারতে নিষিদ্ধ। এই বিষয়ে গত ১৩ নভেম্বর প্রায় সাত ঘন্টা ধরে জেরা করা হয়েছিল অর্জুন রামপালকে। অর্জুনের সঙ্গীনি তথা সন্তানের মা গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসকে এই মামলায় দু-বার জেরা করেছে কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা। মাদককাণ্ডে অক্টোবর মাসে এনসিবির হাতে গ্রেফতার হয় গ্যাব্রিয়েলার ভাই অ্যাগিসিলাওসকে।