India Helps Countries in Food Crisis: গত মাসে, খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছিলেন, ভারত গমের প্রধান রপ্তানিকারক নয়। তবে 'খাদ্য সংকটের সম্মুখীন বন্ধু দেশগুলিকে' সাধ্য মতো সরবরাহ করবে। সেই মতোই বাংলাদেশ-সহ ১২টি দেশে ১৮ লক্ষ টন গম পাঠালো ভারত।