HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > ICC World Cup 2023: বিশ্বকাপের জল গড়াল নূপুর শর্মায়! BCCI নিয়ে প্রসাদের ডিলিট করা পোস্ট নিয়ে ধুন্ধুমার নেটপাড়ায়

ICC World Cup 2023: বিশ্বকাপের জল গড়াল নূপুর শর্মায়! BCCI নিয়ে প্রসাদের ডিলিট করা পোস্ট নিয়ে ধুন্ধুমার নেটপাড়ায়

Venkatesh Prasad tweets: ভেঙ্কটেশ প্রসাদের টুইট নিয়ে তুমুল হইচই শুরু হল। বিশ্বকাপের টিকিট নিয়ে অসন্তোষের প্রকাশের মধ্যে দিয়ে যে বিষয়টি শুরু হয়েছিল, তা নূপুর শর্মায় পৌঁছে গেল। বিষয়টি নিয়ে মহম্মদ জুবায়েরের সঙ্গে সংঘাতেও জড়ালেন প্রসাদ।

বিশ্বকাপের টিকিট নিয়ে সমালোচনা করেছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি ও এপি)

ক্রিকেট বিশ্বকাপের টিকিট বিতর্কের জল গড়াল বহুদূর। এমনকী বিজেপি নেত্রী নূপুর শর্মার নামও জড়িয়ে গিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) 'দুর্নীতি' নিয়ে টুইট করেও তা মুছে দেওয়ার অভিযোগ করায় সোশ্যাল মিডিয়ায় অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা মহম্মদ জুবায়েরকে আক্রমণ শানিয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বেঙ্কটেশ প্রসাদ। প্রাক্তন ভারতীয় পেসার দাবি করেন, নিজের স্বার্থে সমাজে লাগাতার ঘৃণা ছড়িয়ে যান অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা। তার ফলে প্রচুর মানুষের জীবন বিপন্ন হয়ে যায়। সেইসঙ্গে তাঁকে জঙ্গিদের সঙ্গেও তুলনা করেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। যে বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ধুন্ধুমার বেঁধে গিয়েছে। কেউ-কেউ প্রসাদের সমর্থনে মুখ খুলেছেন। কোনও কোনও নেটিজেন আবার জুবায়েরকে সমর্থন করেছেন।

বিষয়টা ঠিক কী হয়েছে?

গত শনিবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কয়েকটি স্ক্রিনশট (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেন অল্ট নিউজের সহ-প্রতিষ্ঠাতা। সঙ্গে দাবি করেন যে ‘ভেঙ্কটেশ প্রসাদের ডিলিট করা টুইট।’ ওই টুইটে (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) বলা হয়েছিল, 'কোনও একটি প্রতিষ্ঠানের কঠোর পরিশ্রম নষ্ট করে দিতে পারেন একজন দুুর্নীতিবাজ ও অহংকারী লোক। যে প্রতিষ্ঠান সাধারণত দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে না। কিন্তু (ওই লোকটার কারণে) সকলের উপর দুর্নীতির ছাপ পড়ে যায়। সেটা শুধুমাত্র তৃণমূল স্তরে নয়, বরং বৃহত্তর ক্ষেত্রে সেটা হয়।'

আরও পড়ুন: রোহিতের দলের মধ্যে কি দম আছে বিশ্বকাপ জেতার? প্রশ্ন করলেন যুবি, উত্তর এল বীরুর

জুবায়েরের সেই টুইটের পালটা দেন প্রসাদ। নিজের টুইটের সঙ্গে একটি স্ক্রিনশটও (সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা) পোস্ট করেন। তাতে দেখা গিয়েছে যে অপর একজনের টুইট রিটুইট করা হয়েছে জুবায়েরের নামের একটি অ্যাকাউন্ট থেকে। তবে সেই মূল টুইটই অবশ্য মুছে ফেলা হয়েছে। সেই রেশ ধরেই জুবায়েরকে আক্রমণ শানান প্রসাদ।

ভারতের প্রাক্তন তারকা পেসার বলেন, ‘হাহা, লাগাতার ঘৃণা ছড়িয়ে যাওয়া একটা লোক বলছে। যিনি নিজের স্বার্থে অসংখ্য মানুষের জীবন বিপদের মুখে ঠেলে দিয়েছেন। তথ্যের অনুসন্ধানকারীর আড়ালে আপনি যেভাবে নিজের আসল পরিচয়টা লুকিয়ে রেখেছেন, তা জঙ্গিদের শান্তির বার্তা দেওয়ার মতোই বিষয়। এবার পোস্ট করুন যে নিজের ওয়েবসাইটকে টিকিয়ে রাখার জন্য টাকা দরকার এবং নিজের ওয়েবসাইটের জন্য অনুদান চান। মানুষকে বোকা বানিয়ে জীবন কাটানো সত্ত্বেও কোনও লজ্জা নেই।’

বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ধুন্ধুমার বেঁধে যায়। বিশেষত ‘দুর্নীতিবাজ’ হিসেবে প্রসাদ কার কথা উল্লেখ করেছিলেন, তা নিয়ে হইচইয়ের মধ্যে প্রসাদ নিজের ‘টুইট ডিলিট করে দেওয়ায় বিষয়টি নিয়ে আরও জলঘোলা শুরু হয়।’ তারইমধ্যে রবিবার বিসিসিআইকে নিয়ে একটি টুইট করেন প্রসাদ। নেটিজেনদের একাংশ দাবি করেন, আগে প্রসাদ যে টুইট করেছিলেন, সেটার কিছু অংশ পরিবর্তন করে রবিবার টুইট করেছেন।

রবিবারের টুইটে প্রসাদ লেখেন, 'কোনও একটি প্রতিষ্ঠানের কঠোর পরিশ্রম নষ্ট করে দিতে পারেন একজন দুুর্নীতিবাজ ও অহংকারী লোক। যে প্রতিষ্ঠান দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে না। যে লোকের কারণে পুরো প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সেটার প্রভাব শুধুমাত্র কোনও ক্ষুদ্র স্তরে আটকে থাকে না, সেটার সুদুরপ্রসারী প্রভাব পড়ে। এটা প্রতিটি ক্ষেত্রেই সত্য। সেটা রাজনীতি হোক, খেলাধুলো হোক, সাংবাদিকতা হোক বা কর্পোরেট জীবন হোক।'

তারপর 'দুর্নীতিবাজ' ব্যক্তি কাকে বলেছেন, তা নিয়েও মুখ খোলেন প্রসাদ। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রসাদ দাবি করেছেন যে কোনও নির্দিষ্ট বিসিসিআই কর্তাকে নিশানা করেননি। তিনি বলেন, ‘ব্যক্তিগতভাবে কাউকে বলিনি। এটা নেহাতই একটি পর্যবেক্ষণ ছিল।’ সঙ্গে তিনি বলেন, ‘যেহেতু আমার অন্য টুইটে (বিশ্বকাপের) টিকিট নিয়ে বলেছিলাম, তাই পুরো বিষয়টি ঘেঁটে গিয়েছে। টিকিট বিক্রি এবং সূচি নিয়ে আমি বিসিসিআইয়ের সমালোচনা করেছিলাম।’

সেইসঙ্গে কড়া ভাষায় জুবায়েরকে আক্রমণ নিয়েও মুখ খোলেন প্রসাদ। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, প্রসাদ বলেছেন যে 'ওই লোকটা (জুবায়ের) আমার রিপ্লাই দিয়েছিলেন এবং অপমানজনক ভাষা ব্যবহার করেছিলেন। তাই সিদ্ধান্ত নিই যে ঠিকঠাক জবাব দিতে হবে এবং সত্যটা সামনে আনতে হবে।' পরবর্তীতে প্রসাদকে ‘ফাট্টু’ (ভীতু) বলে জুবায়ের কটাক্ষ করেছেন বলে পিটিআইয়ের প্রতিবেদনে জানানো হয়েছে।

আরও পড়ুন: এক লক্ষের আসন রয়েছে, সেখানে ৮,৫০০-এর বেশি টিকিট দর্শকদের প্রাপ্য- WC-এর টিকিট নিয়ে BCCI-কে স্বচ্ছতা আনার দাবি প্রসাদের

গম্ভীর-ধোনির আসা যাওয়া, রোহিত-হার্দিকের রেষারেষি, কামিন্স-স্টার্কের জারিজুরি, আইপিএল ২০২৪-এর সব খবর, লাইভ ক্রিকেট স্কোর, আইপিএলের সূচি 2024, সব তথ্য পান এক ক্লিকে। গিল না কোহলি, আইপিএলের অরেঞ্জ ক্যাপ 2024 এবার কার দখলে, আইপিএলের পার্পল ক্যাপ 2024 পরবেন কোন বোলার, নাইটদের পরিসংখ্য়ান , যে কোনও প্লেয়ারের আইপিএল 2024 স্ট্যাটস, আগেরবারের যাবতীয় রেকর্ড জানতে পড়ুন HT Bangla।

ক্রিকেট খবর

Latest News

‘বাংলাদেশ-ভারত সম্পর্ক হবে…’ IIMC-র অনুষ্ঠানে বার্তা ওপার বাংলার পরিবেশ মন্ত্রীর কেন্দ্রের ধমক খেয়ে তৎপর সিকিম সরকার, পাহাড়ি রাজ্যে কি কমবে গাড়ি ভাড়া? নতুন-পুরনো মিলিয়ে কোকাকোলার ৫২৩৭ সামগ্রী ব্যক্তির সংগ্রহে! গড়লেন বিশ্বরেকর্ড সত্যি কি কোনওদিন প্রেম সম্পর্কে ছিলেন তাঁরা? সোজাসুজি জবাব প্রসেনজিৎ-ঋতুপর্ণার ১২% এগিয়ে থেকেও 'হার' চব্বিশের বাংলার, আসন ধরে ধরে সামনে ভোটের কোন অঙ্ক? 'L' দেখিয়ে কেন সেলিব্রেশন? কোয়ালিফায়ারের আগে গোপন রহস্য ফাঁস করলেন KKR-র 'বিপদ' আজ রাতে নৃসিংহের পুজো, তখন কীভাবে ভগবান বিষ্ণুর আরাধনা করলে সব দুঃখ দূর হবে ভারতে বাড়ছে মাথা এবং ঘাড়ের ক্যানসারের ঝুঁকি, কোন উপসর্গ দেখলে হবেন সাবধান ঘুম ভাঙতে হবে ‘উইক লিঙ্ক’-র! SRH-কে হারাতে কোন ৫ কাজ করা উচিত KKR-র? ভুল হলে চাপ ‘ও একজন লড়াকু সৈনিক’- ধমকের পরেই সুর নরম করে অধীরের প্রশংসা খাড়গের

Latest IPL News

'L' দেখিয়ে কেন সেলিব্রেশন? কোয়ালিফায়ারের আগে গোপন রহস্য ফাঁস করলেন KKR-র 'বিপদ' হস্তক্ষেপ করব না,ধোনি যখন সিদ্ধান্ত নেবে তখন জানাবে-রহস্য জিইয়ে রাখল সিএসকে সিইও জুনিয়র ক্রিকেটে নির্বাচকদের পা ধরিনি, তাই দলে সুযোগ পাইনি… বিস্ফোরক গম্ভীর বিরাটের ব্যাটিং বা রবীন্দ্র-র রান আউট নয়, এই ঘটনাকে টার্নিং পয়েন্ট বলছেন যশ বেইমানি করেনি ইসিবি, আইপিএলের সূচির দিকেই আঙুল তুললেন পঞ্জাব কোচ বাঙ্গার রাহুল দ্রাবিড় পরবর্তী কোচ খুঁজতে মহেন্দ্র সিং ধোনির দ্বারস্থ বিসিসিআই! আইপিএল ভারতীয় দলে ঢোকার শর্টকাট না হয়ে যায়… কুপ্রভাবের কথা গৌতম গম্ভীরের গলায় পেশীর চোটের চিকিৎসা করাতে লন্ডনে যেতে চলেছেন MSD,ফিরেই ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত অডিও প্রকাশ করে গোপনীয়তা ভঙ্গ করেছে স্টার! রোহিতের অভিযোগের কী জবাব দিল তারা? ‘নেতা হিসেবে সম্মান আদায় করে নিতে হয়’, ধোনির গুরুবচন শিক্ষা দিতে পারে হার্দিককে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ