স্টার জলসার হিট মেগা তোমাদের রাণীতে আবারও একটি দুর্দান্ত মোড় হাজির! এবার জোড়া বিপদের মুখোমুখি রানি। কিন্তু কাকে বাঁচাবে সে? দুর্জয় নাকি তাঁদের হবু সন্তানকে?
আরও পড়ুন: পরিবারের ওপর নজরদারির জন্য নয়া পন্থা অবলম্বন করেছেন জয়া বচ্চন, ফাঁস করলেন মেয়ে শ্বেতা
তোমাদের রাণী ধারাবাহিকের নতুন প্রোমো
তোমাদের রাণী ধারাবাহিকের নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে সামনেই দুর্জয়ের জন্মদিন। আর সেই বিশেষ দিন উপলক্ষ্যে রানি ঠিক করে যে সে তার নিজের হাতে দুর্জয়ের পছন্দের পুডিং বানাবে এবং সেটা খাইয়ে বরকে তাক লাগিয়ে দেবে।
আরও পড়ুন: 'কেরিয়ারের সব থেকে বড় ছবি...' অপেক্ষার অবসান, ভুল ভুলাইয়া ৩ এর শ্যুট শুরু করলেন কার্তিক
আরও পড়ুন: 'ওঁরা যেমন আমার বন্ধু তেমনই...' নিজে বলিউডের দাপুটে অভিনেত্রী, কিন্তু কারা আলিয়ার অনুপ্রেরণা জানেন?
এমন সময় রানি যখন রান্না করছে তখন তার শাশুড়ি তাকে জানায় যে নারকেলের দুধ যেন পুডিংয়ে না দেওয়া হয় কারণ এতে বাবু ওরফে দুর্জয়ের অ্যালার্জি আছে। কিন্তু রান্না করতে করতে ননদের ডাকে খাবার ওভাবে ফেলেই চলে যায় সে। এমন সময় কেউ তাতে নারকেলের দুধ মিশিয়ে দেয়। যা খেয়ে অসুস্থ হয়ে পড়ে দুর্জয়। অন্যদিকে রানির গর্ভের সন্তানের কোনও মুভমেন্ট পাওয়া যায় না। একদিকের বরের প্রাণ সংকটাপন্ন, অন্যদিকে সন্তানের নড়াচড়া নেই। এই অবস্থায় কী করবে রানি? কেই বা তার এই ক্ষতি করল? সেটারই উত্তর মিলবে আগামী পর্বে।
আরও পড়ুন: বায়োপিক নিয়ে ক্ষুব্ধ জিনাত, পাল্টা জবাবে পায়েল বললেন, 'উনি ভুল বুঝছেন, আমরা ওঁর সঙ্গে...'
তোমাদের রাণী প্রসঙ্গে
তোমাদের রাণী ধারাবাহিকটি স্টার জলসার অন্যতম হিট মেগা। এখানে মুখ্য ভূমিকায় অভিকা মালাকার এবং অর্কপ্রভকে দেখা যাচ্ছে। তাঁদের দুর্জয় রানির জুটি সোশ্যাল মিডিয়ায় হিট। সকলে তাঁদের ভালোবেসে দুর্জানি বলে ডাকে। এখানে অন্যান্য ভূমিকায় রিমঝিম মিত্র, মধুপ্রিয়া চৌধুরী, শঙ্কর চক্রবর্তী, প্রমুখকে দেখা যাচ্ছে। এটা প্রতিদিন স্টার জলসার পর্দায় সন্ধ্যা ৬টায় সম্প্রচারিত হয়।