HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ছবিঘর > Telangana Assembly Election Final Results: তেলাঙ্গানায় ‘পুনর্জন্ম’ কংগ্রেসের, পদত্যাগ KCR-এর, শপথগ্রহণ হতে পারে কালই

Telangana Assembly Election Final Results: তেলাঙ্গানায় ‘পুনর্জন্ম’ কংগ্রেসের, পদত্যাগ KCR-এর, শপথগ্রহণ হতে পারে কালই

Telangana Election Results: ১১৯ আসনের তেলাঙ্গানা বিধানসভা নির্বাচনে জয় নিশ্চিত করল কংগ্রেস। বিগত প্রায় এক দশক ধরে এই রাজ্যে ক্ষমতায় থাকা বিআরএস হার মেনে নিয়েছে। এরই মাঝে আজ রাজ্যের ডিজিপিকে সাসপেন্ড করে নির্বাচন কমিশন। এই রাজ্যে কংগ্রেস জয়ী ৬৪ আসনে। BRS জয়ী ৩৯ আসনে। বিজেপি জয়ী ৮, AIMIM জয়ী ৭টি আসনে।

1/15 মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন কে চন্দ্রশেখর রাও। এদিকে রিপোর্ট অনুযায়ী, কংগ্রেস প্রদেশ সভাপতি রেভন্থ রেড্ডি নাকি পুলিশকে জানিয়েছেন, নয়া মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ আগামিকালই হবে।
2/15 দলের হার প্রসঙ্গে কেটি রামা রাও বলেন, ‘মানুষ একটি ভিন্ন ফলাফল চেয়েছিল...আমরা হতাশ কিন্তু দুঃখিত নই। আমরা এমন একটি দল যারা তেলাঙ্গানা তৈরির জন্য সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে কঠিন লড়াই করেছিলাম। আমরা তেলাঙ্গানার জনগণের কাছে কৃতজ্ঞ।’
3/15 তেলাঙ্গানার ডিজিপি অঞ্জনি কুমারকে সাসপেন্ড করল নির্বাচনী কমিশন। প্রসঙ্গত, ভোটের ফল স্পষ্ট হতেই কংগ্রেসের প্রদেশ সভাপতি রেভন্থ রেড্ডির সঙ্গে গিয়ে দেখা করতে গিয়েছিলেন। তবে ঠিক কোন কারণে ডিজিপিকে সাসপেন্ড করা হল, তা এখনও জানা যায়নি।
4/15 কেসিআর পুত্র তথা বিআরএস সরকারের মন্ত্রী কেটি রামা রাও হার মানলেন কংগ্রেসের কাছে। চূড়ান্ত ফল প্রকাশের আগেই হাত শিবিরকে শুভেচ্ছা জানান কেটি রামা রাও। উল্লেখ্য, বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করেছিলেন কেটিআর। তবে শেষ পর্যন্ত একা লড়তে হয় বিআরএস-কে। এবং রাজ্য গঠনের পর এই প্রথম তেলাঙ্গানার গদি থেকে সরতে হবে কেসিআর-কে।
5/15 তেলাঙ্গানা বিধানসভায় প্রথমবারের মতো ডবল ফিগারে পৌঁছতে পারে বিজেপি। বেলা ১২টা ৪০ মিনিটের আপডেট অনুযায়ী, সেই রাজ্যে গেরুয়া শিবির এগিয়ে ১১টি আসনে। এদিকে কংগ্রেস ৬৪টি আসন নিয়ে সংখ্যাগরিষ্ঠতায় আছে আপাতত। ক্ষমতাসীন বিআরএস মাত্র ৪০ আসনে আটকে আছে।
6/15 তেলাঙ্গানায় প্রথমবারের মতো ক্ষমতায় আসতে চলেছে কংগ্রেস। এমনই আভাস মিলছে সকালের প্রাথমিক ট্রেন্ডে। সকাল ১০টা ২০ মিনিটের আপডেট অনুযায়ী, এই রাজ্যে কংগ্রেস এগিয়ে ৬৬টি আসনে। বিআরএস এগিয়ে ৪১টি আসনে। এদিকে বিজেপি এই রাজ্যের মাত্র ৭টি আসনে এগিয়ে। এআইএমআইএম এগিয়ে ৫টি আসনে। 
7/15 প্রথমিক ট্রেন্ড অনুযায়ী, তোঙ্গানায় অনেকটাই এগিয়ে গিয়েছে কংগ্রেস। রিপোর্ট অনুযায়ী, ভোট গণনা শুরু হওয়ার কয়েক মিনিটের মধ্যেই কংগ্রেস এই রাজ্যের ২৬টি আসনে এগিয়ে। বিআরএস এগিয়ে ১৬টি এগিয়ে। বিজেপি এগিয়ে মাত্র একটি আসনে। 
8/15 তেলাঙ্গানার বিজেপি নেতা ডঃ প্রকাশ রেড্ডি আজ সংবাদসংস্থা এএনআই-কে বলেন, ‘বিআরএস সরকারের বিরুদ্ধে প্রবল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে। জনগণের মধ্যে বিআরএস বিরোধী মনোভাব রয়েছে। আমরা আশা করছি এই নির্বাচনে বেশ ভালো সংখ্যক আসন পাব।’ এদিকে হায়দরাবাদে কংগ্রেস নেতা মাল্লু রবি বলেন, ‘কংগ্রেস রাজ্যে ৭৫ থেকে ৯৫টি আসনে জিতবে। বিআরএস ১৫ থেকে ২০টি আসন পেতে পারে। বিজেপি ৬-৭টি আসন পেতে পারে।’
9/15 দেশের সবথেকে নবীন রাজ্য তেলাঙ্গানা। বিগত প্রায় এক দশক ধরে এই রাজ্য ক্ষমতায় আছেন কে চন্দ্রশেখর রাও। কার্যত বিনা চ্যালেঞ্জেই গত দু'টি নির্বাচনে এই রাজ্যে নিজের ক্ষমতা ধরে রাখতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে ২০২৩ সালের ভোটের প্রেক্ষাপটটি ভিন্ন। প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়া বইছে এই রাজ্যের বাতাসে। বিজেপি এবং কংগ্রেসের মতো সর্বভারতীয় দল কেসিআর-এর বিরুদ্ধে লড়াই করেছে। রাজ্য জুড়ে ত্রিমুখী লড়াই হয়েছে এখানে।   
10/15 দক্ষিণ ভারতে আজও পর্যন্ত মাত্র একটি রাজ্যে একক ভাবে ক্ষমতায় আসতে সক্ষম হয়েছিল বিজেপি। সেটি ছিল কর্ণাটক। তবে গত বিধানসভা নির্বাচনে কর্ণাটক হাতছাড়া হয়েছে। এই আবহে দক্ষিণে নিজেদের অস্তিত্ব বজায় রাখতে তেলাঙ্গানার ওপর নজর গেরুয়া শিবিরের। এদিকে অন্ধ্র ভাগের পর থেকে তেলাঙ্গানায় প্রায় অপ্রাসঙ্গিক হয়ে পড়েছিল কংগ্রেস। ২০২৩ সালে এসে সেই রাজ্যে 'পুনর্জন্মের' চিত্রনাট্য লিখতে মরিয়া হাত শিবির।  
11/15 ১১৯ আসন বিশিষ্ট তেলাঙ্গানা বিধানসভায় ভোটগ্রহণ হয়েছিল গত ৩০ নভেম্বর। মোট ৭০.৬ শতাংশ ভোট পড়েছে এই রাজ্যে। জনগাওঁ বিধানসভা আসনে সবথেকে বেশি ভোট পড়েছে এই রাজ্যে - ৮৩.৩৪ শতাংশ। এরপরই তালিকায় আছে - নরসমপেট (৮৩ শতাংশ) এবং দুব্বক (৮২.৭৫ শতাংশ)। হয়দরাবাদ বিধানসভা আসনে ভোটদানের হার ছিল মাত্র ৩৯.৯৭ শতাংশ।  
12/15 তেলাঙ্গানার মোট ২২৯০ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হতে চলেছে আজ। মুখ্যমন্ত্রী তথা বিআরএস প্রধান কে চন্দ্রশেখর রাও দু'টি আসন থেকে লড়েছেন এবারে। এছাড়াও এই নির্বাচনের হাই প্রোফাইল প্রার্থীদের মধ্যে আছেন - কেসিআর পুত্র তথা রাজ্যের মন্ত্রী কেটি রামা রাও, তেলাঙ্গানা কংগ্রেস প্রধান এ রেভান্থ রেড্ডি, তেলাঙ্গানায় বিজেপির 'মুখ' তথা প্রাক্তন রাজ্য সভাপতি বন্দি সঞ্জয় কুমার, কেন্দ্রীয় মন্ত্রী তথা বর্তমান রাজ্য সভাপতি জি কিষাণ রেড্ডি। উল্লেখ্য, কামারেড্ডি আসন থেকে কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে প্রার্থী হয়েছেন কংগ্রেসের রাজ্য সভাপতি রেভান্থ রেড্ডি। 
13/15 ২০১৪ সালে প্রথমবার তেলাঙ্গানায় বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেবারে ৬৩টি আসন পেয়ে জয়ী হয়েছিল তৎকালীন টিআরএস। এপর ২০১৮ সালে ৮৮টি আসনে জিতে আরও বড় ব্যবধানে জয়ী হয়ে মসনদে বসেন কেসিআর। তবে ২০২৩ সালের নির্বাচনের আগে 'একা' হয়ে পড়েন কেসিআর। সর্বভারতীয় স্তরে বিজেপি বিরোধিতা করলেও কংগ্রেসের সঙ্গ পাননি কেসিআর। নিজের দলের নাম টিআরএস থেকে বদলে বিআরএস করেন তিনি। এদিকে বিজেপি অভিযোগ করে, কেসিআর এনডিএ-তে যোগ দেওয়ার চেষ্টা করছেন। এই আবহে বিজেপি এবং কংগ্রেস উভয় দলই কেসিআর-এর বিরুদ্ধে আক্রমণ শানায়।  
14/15 টানা দু'বার মুখ্যমন্ত্রী থাকার পর ২০২৩ সালে কেসিআর-এর গদি নড়বড়ে। অন্তত বুথফেরত সমীক্ষার ইঙ্গিত সেদিকেই। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া অনুযায়ী, বিআরএস মাত্র ৩৩ থেকে ৪৪ আসনে জিততে পারে। কংগ্রেস পেতে পারে ৬৩ থেকে ৭৩টি আসন। সিএনএনের সমীক্ষা বলছে, কংগ্রেসে তেলাঙ্গানায় ৫৬টি আসন পেতে পারে। টিভি৯-এর বুথফেরত সমীক্ষা বিআরএস ৪৮-৫৮টি আসনে জিততে পারে। কংগ্রেস পেতে পারে ৪৯-৫৯ আসন। নিউজ ১৮-সিএনএন এক্সিট পোলের মত, কংগ্রেস এখানে ৫৬টি আসন পেতে পারে। আর বিআরএস পেতে পারে ৪৮টি আসন। কোনও সমীক্ষায় বিজেপি ক্ষমতা দখলের ধারের কাছে নেই।  
15/15 প্রসঙ্গত, তেলাঙ্গানায় ১১৯ আসনের বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে দরকার ৬০টি আসন। এই আবহে হাড্ডাহাড্ডি লড়াই হলে তেলাঙ্গানায় কিংমেকার হয়ে উঠতে পারে আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম। ২০০৯ সাল (অন্ধ্রপ্রদেশ বিধানসভা নির্বাচন) থেকে ধারাবাহিক ভাবে ৭টি আসন জিতে এসেছে ওয়াইসির দল। ২০২৩ সালে সেই ধারাবাহিকতা যদি তারা বজায় রাখতে পারে, তাহলে হয়ত কেসিআর-কে সমর্থন করতে পারে তারা। এর আগে ত্রিশঙ্কু হায়দরাবাদ পুরনিগম নির্বাচনে কেসিআর-কে সমর্থন করেছিল এআইএমআইএম।  

Latest News

ইন্ডিয়া জোট ক্ষমতায় এলে প্রধানমন্ত্রী কে হবেন? HT-তে মুখ খুললেন প্রিয়াঙ্কা CAA-র অধীন নাগরিকত্ব প্রাপ্ত পাকিস্তানি শরণার্থীদের সঙ্গে সাক্ষাৎ মোদীর গ্রেফতার বিভব! আপ বলছে 'ভুয়ো মামলা', দল 'U Turn' নিয়েছে-ক্ষোভ স্বাতীর বিজেপির প্রকল্পে ১,১৪০ কোটি টাকার ক্ষতি! নিজের সরকারকেই অভিযুক্ত করলেন মন্ত্রী ভিসা ছাড়াই রাশিয়ায় যেতে পারবেন ভারতীয়রা, এই বছরেই সই হবে চুক্তি জুতো ছিঁড়তে নিজেই সেফটিপিন দিয়ে করলেন ঠিক, 'মাটির মানুষ' মমতায় আপ্লুত নেটপাড়া উপহারের নামে প্রতারণা! ইনস্টাগ্রামে ভাই সেজে ২ লক্ষ টাকা ঠকিয়ে নিল ব্যক্তি এখানে আর তৃণমূল-বিজেপির লড়াইয়ের ভোট নয়, দক্ষিণ ২৪ পরগনায় নয়া হিসেব দিলেন অভিষেক প্লেনের দরজা থেকে পড়ে গেলেন ব্যক্তি, টেক অফের আগেই বড় দুর্ঘটনা! ভিডিয়ো ভাইরাল কলকাতায় হচ্ছে ৬০৫ বেডের হাসপাতাল ও মেডিক্যাল কলেজ! ১০০০ কোটির উপরে বরাত লারসেনকে

Latest IPL News

আদৌ আউট ছিলেন ফ্যাফ? তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে ফের প্রশ্ন উঠে গেল- ভিডিয়ো নীতা আম্বানির সঙ্গে দীর্ঘ কথোপথন রোহিতের, থেকে যাওয়ার অনুরোধ করলেন MI-এর মালকিন? শুরু হয়েই বৃষ্টিতে থমকাল RCB vs CSK ম্যাচ, আতঙ্কের চোরা স্রোত বেঙ্গালুরু শিবিরে WPL-এ খেলেন RCB-তে, IPL-এ সমর্থন CSK-কে, তারকাকে ‘লাথি মেরে তাড়াতে’ বলল ফ্যানরা ICC ট্রফি জয়ের দারুণ সুযোগ… ভারতের কোচ হওয়ার প্রস্তাব নিয়ে ইঙ্গিত ল্যাঙ্গারের ‘৬ বছর ধরে শুনে আসছি’, ধোনির অবসর প্রসঙ্গে মুখ খুললেন প্রাক্তন প্রোটিয়া অধিনায়ক মাহি ভাই এবং আমি হয়তো শেষ বার একসঙ্গে খেলব- কোহলির দাবিতে ধোনির অবসরের ইঙ্গিত 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ