আইপিএলের ১৬ তম মরশুমের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে, মুম্বই ইন্ডিয়ান্সকে পরাজিত করে ফাইনালে তাদের জায়গা নিশ্চিত করেছে গুজরাট টাইটানস। এবার টানা দ্বিতীয় মরশুমে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে শিরোপা জয়ের ম্যাচ খেলতে মাঠে নামবে গুজরাট দল। যেখানে তারা এবার চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে। দ্বিতীয় কোয়ালিফায়ারে গুজরাটের জয়ে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন শুভমন গিল এবং বল হাতে দারুণ পারফরমেন্স করেন মোহিত শর্মা।
আরও পড়ুন… শুভমন গিলের রেকর্ড ব্রেকিং সেঞ্চুরির পরে ভাইরাল হচ্ছে বিরাট কোহলির বিস্ফোরক প্রতিক্রিয়া
এখন দল ফাইনালে ওঠায় বেশ খুশি হয়েছেন দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। একইসঙ্গে ম্যাচের পর তিনি বলেছিলেন যে, ‘আমাদের এখানে পৌঁছানোর সবচেয়ে বড় কারণ হল সব খেলোয়াড়ের ক্রমাগত কঠোর পরিশ্রম করেছে। এই ম্যাচে শুভমন গিলের ইনিংসটিও দুর্দান্ত ছিল। যে আত্মবিশ্বাস আর ভাবনা নিয়ে ব্যাটিং করেছেন তা সকলেই দেখেছেন। এই ইনিংসটি এখন পর্যন্ত তার অন্যতম সেরা ইনিংস। ইনিংস চলাকালীন একবারও চাপে পড়েননি গিল। মনে হচ্ছিল কেউ কেবল তার দিকে বল ছুড়ে মারছে এবং সে মারতে থাকছে। গিল আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও একজন ভবিষ্যত সুপারস্টার খেলোয়াড়।’
আরও পড়ুন… তরুণদের ছড়াছড়ি, তবুও পরের বছরের টি২০ বিশ্বকাপে কোহলিকে চান গাভাসকর
হার্দিক তার বিবৃতিতে আরও বলেছেন যে, ‘আমি দলের সমস্ত খেলোয়াড়ের সঙ্গে কথা বলেছি যাতে প্রতিটি খেলোয়াড় পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে মাঠে নামেন। রশিদ খান দলের এমন একজন খেলোয়াড় যে আমরা যখন চাপে থাকি তখন আমি তার দিকে তাকাই। আমরা সবসময় মাঠে আমাদের ১০০ শতাংশ দেওয়ার চেষ্টা করি। নকআউট ম্যাচ যে কোনোভাবেই যেতে পারে, কিন্তু আমরা ফাইনাল খেলতে উত্তেজিত।’
মুম্বইয়ের বিরুদ্ধে ১২৯ রানের দুর্দান্ত ইনিংসের ভিত্তিতে, শুভমন গিল এখন এই মরশুমের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় প্রথম স্থানে এসেছেন। গিল এখন ১৬ ইনিংসে ৬০.৭৯ গড়ে 851 রান করেছেন। এখন এটা প্রায় নিশ্চিত যে চলতি মরশুমে অরেঞ্জ ক্যাপ জিতবেন তিনি। একই সঙ্গে পার্পল ক্যাপে মহম্মদ শামি ও রশিদ খানের মধ্যে তুমুল প্রতিযোগিতা দেখা যাচ্ছে। শামির এখন ২৮ উইকেট আর রশিদ খানের নামে রয়েছে ২৭টি উইকেট।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup