শুরুটা করেছিলেন বেঙ্কটেশ আইয়ারকে দিয়ে। তারপর একে একে শ্রেয়স আইয়ার, শিবম মাভি এবং প্যাট কামিন্সকে আউট করে আইপিএলের ইতিহাসে ২২ তম হ্যাটট্রিক করলেন যুজবেন্দ্র চাহাল। শুধু তাই নয়, সেই ওভারে মাত্র দু'রান দেন। তাতেও একটি ওয়াইড ছিল।
সোমবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে চাহালের সেই ১৭ তমই ওভার ম্যাচ ঘুরিয়ে দেয়। প্রথম বলেই বেঙ্কটেশকে আউট করেন চাহাল। ক্রিজ থেকে বেরিয়ে এসে বড় শট মারতে যান বেঙ্কটেশ। কিন্তু ব্যাটে ঠেকেনি বল। সহজ স্টাম্পিং করেন রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসন। তৃতীয় বলে এক রান নেন শেলডন জ্যাকসন। চতুর্থ বল ওয়াইড হয়। পরের বলেই শ্রেয়সকে নিজের জালে ফাঁসিয়ে নেন চাহাল। সেখানেই কার্যত কেকেআরের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ভারতীয় তারকা।
(RR vs KKR ম্যাচ দেখেননি? এখানে যাবতীয় আপডেট দেখুন)
তবে চাহাল সেখানেই শেষ থামেননি। পরের বলেই আউট করেন মাভিকে। ওভারের শেষ বলে কামিন্সকে আউট করে হ্যাটট্রিক সম্পূর্ণ করেন চাহাল। আইপিএলের ইতিহাসে ২২ তম হ্যাটট্রিকের নজির গড়েন। সেইসঙ্গে তাঁর ওভারের কারণেই কার্যত হারা ম্যাচে জিতে যায় রাজস্থান। শেষপর্যন্ত চাহালের বোলিং ফিগার দাঁড়ায় - চার ওভারে ৪০ রান দিয়ে পাঁচ উইকেট।
রাজস্থান রয়্যালয়ের হয়ে কারা কারা হ্যাটট্রিক করেছেন?
১) অজিত চান্ডিলা, ২০১২, পুণে ওয়ারির্স ইন্ডিয়া।
২) প্রবীণ তাম্বে, ২০১৪ সাল, কলকাতা নাইট রাইডার্স।
৩) শেন ওয়াটসন, ২০১৪ সাল, সানরাইজার্স হায়দরাবাদ।
৪) শ্রেয়স গোপাল, ২০১৯ সাল, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।
৫) যুজবেন্দ্র চাহাল, ২০২২ সাল, কলকাতা নাইট রাইডার্স।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।