২০২৩ আইপিএল ঘিরে এখন টানটান উত্তেজনা। এখন লিগ টেবলের যা পরিস্থিতি, সেটা অনুযায়ী সবকটি দলেরই প্লে-অফে ওঠার সুযোগ রয়েছে। সুতরাং এই মরশুমে বাকি ১৭টি লিগের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ এই পর্যায়ে বাকি দলগুলি যখন একে অপরের বিরুদ্ধে খেলবে, তখন এটি তাদের প্লে অফে যাওয়ার সম্ভাবনার উপর বিশাল প্রভাব ফেলবে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং মুম্বই ইন্ডিয়ান্স এবারের আইপিএলে প্লে-অফে ওঠার বড় দাবীদার।। তাই মঙ্গলবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুই দলের কাছেই জয়টা খুবই গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন: ঋদ্ধির নাম নিয়ে আলোচনাই হয়নি- যতই ভালো খেলুন বাংলার কিপার,বাতিলের খাতায় GT তারকা
তবে ওয়াংখেড়েতে ম্যাচের আগে কোহলি এমন একটি কাজ করে বসলেন, যা মুগ্ধ করেছে নেটিজেনদের। কিছু দিন আগেই গৌতম গম্ভীরের সঙ্গে ঝামেলা নিয়ে যে নেটিজেনরা তীব্র সমালোচনা করেছিলেন কিং কোহলির, তাঁরাও বিরাটের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন।
আরও পড়ুন: সামনে বেহরেনডর্ফ মানেই গুটিয়ে যান কোহলি, পরিসংখ্যান অন্তত তাই বলছে
টুইটার এবং ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচের আগের দিন সোমবার ওয়াংখেড়েতে অনুশীলনের পর সিঁড়ি দিয়ে উপরে উঠে ড্রেসিংরুমে ফিরছিলেন কোহলি। তখন তাঁকে একজন বল বয় ডেকেছিলেন। সেই বল বয় কোহলিকে ডেকে অনুরোধ করেছিলেন, তাঁর ব্যাটটি দেওয়ার জন্য। কোহলি সেই অনুরোধ শুনে হাসেন, হাত নেড়ে সেই বল বয়কে আশ্বস্তও করেন। তার পর আরসিবি-র তারকা প্লেয়ার একজন কর্মীকে ডেকে বলেন, তাঁর একটি ব্যাট সেই বল বয়কে দিয়ে দিতে। বল বয়টি কোহলির সই করা ব্যাট পাওয়ার পর তাঁর ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন।
তবে এমন ঘটনা একেবারেই নতুন নয়। বল বয়, কিংবা নেট বোলাররা তাঁর কাছ থেকে প্রায়শই উপহার সামগ্রী পেয়ে থাকেন। এমন কী বিপক্ষ দলের ব্যাটাররা তাঁর কাছে পরামর্শ চাইলে কখনও ফেরান না কোহলি।
কোহলি চলতি আইপিএলে খুব একটা খারাপ ফর্মে নেই। তবে মঙ্গলবার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে তিনি মাত্র ১ রান করে সাজঘরে ফিরে গিয়েছেন। স্বাভাবিক ভাবেই হতাশ হয়ে পড়েছেন কোহলি ভক্তরা। কোহলি ১১ ইনিংসে ১৩৩.৭৫ স্ট্রাইকরেটে মোট ৪২০ রান করেছেন। গড় ৪২.০০। এই মরশুমে তিনি এখনও পর্যন্ত ছ'টি হাফসেঞ্চুরি করেছেন, যা এবারের আইপিএলে আপাতত যে কোনও ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি হাফসেঞ্চুরি। এবং কোহলি খুব বেশি ভাবেই অরেঞ্জ ক্যাপের দৌড়ে রয়েছেন। তবে পাওয়াপ প্লে-তে কোহলির স্ট্রাইকরেট নিয়ে তীব্র সমালোচনা চলছে। এদিন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ১ রানে আউট হওয়ার পর সেই সমালোচনায় আরও ঘি পড়ল।