দুরন্তভাবে রান তাড়া করে ‘সুপার সানডে’-তে রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। তারইমধ্যে দুটি আউটের সিদ্ধান্ত নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছে। নেটিজেনদের একাংশের দাবি, যশস্বী জয়সওয়াল যে বলটায় আউট হয়েছেন, সেই বলটা রাজস্থানের তারকার কোমরের উপরে ছিল। অর্থাৎ নো বল ডাকা উচিত ছিল আম্পায়ারদের। সেইসঙ্গে রোহিত যে বলে আউট হয়েছেন, তাতে বলের ধাক্কায় বেল পড়ে গিয়েছিল নাকি রাজস্থানের অধিনায়ক তথা উইকেটকিপার সঞ্জুর গ্লাভসের ধাক্কায় বেল পড়ে গিয়েছিল, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টা খালি চোখে বোঝা না গেলেও রোহিত কেন রিভিউ নেওয়ার আর্জি জানাননি, তা প্রশ্ন তুলেছেন অনেকে।
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বইয়ের বিরুদ্ধে দুরন্ত শতরান করেন যশস্বী। ২০ তম ওভারের চতুর্থ বলে আউট হয়ে যান। আরশাদ খানের ঘণ্টায় ১৪১ কিলোমিটারের বলটা যশস্বীর প্রায় কোমরের কাছে ছিল। ঠিকমতো টাইমিং করতে পারেননি। বোলারই ক্যাচ ধরে নেন। তবে বলটা কোমরের উপরে ছিল কিনা, তা দেখতে রিভিউ নেন অনফিল্ড আম্পায়ার। রিভিউয়ে দেখা যায় যে ক্রিজের ভিতরেই দাঁড়িয়ে আছেন যশস্বী। বল ট্র্যাকারে বলের গতিপথ দেখতে চান তৃতীয় আম্পায়ার। তাতে দেখা যায় যে যশস্বীর কোমরের উপর দিয়েই বলটা বেরিয়ে যেত। তবে সম্ভবত যশস্বীর হাঁটু সামান্য মুড়ে থাকায় তৃতীয় আম্পায়ার জানিয়ে দেন যে বলটি বৈধ। অর্থাৎ যশস্বীকে আউট দিয়ে দেওয়া হয়।
আরও পড়ুন: MI vs RR, IPL 2023: এগিয়ে যাচ্ছেন যশস্বীরা, ফের ব্যর্থ হয়ে ব্যাট দিয়ে নিজেকেই আঘাত করলেন ইশান
সেই সিদ্ধান্তের জেরে দৃশ্যতই ক্ষুব্ধ হন যশস্বী। নেটিজেনদের একাংশও তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। একজন বলেন, ‘এটা ইন্টারেস্টিং? নো বল?’ অপর একজন বলেন, 'পরিষ্কার নো বল। ও ঠিকভাবেই দাঁড়িয়েছিল।' যদিও একজন আবার বলেন, ‘বৈধ বল। ব্যাটার যদি নিজের স্বাভাবিক জায়গায় দাঁড়িয়ে থাকতেন, তাহলে বলটা কোমরের উপর দিয়ে যেত না।’
সেই বিতর্কের মধ্যেই রোহিতের আউট নিয়েও একপ্রস্থ আলোচনা শুরু হয়। দ্বিতীয় ওভারের শেষ বলে আউট হয়ে যান রোহিত। সন্দীপ শর্মা বলটা এতটাই ঢিমেগতিতে করেন যে রোহিত আগেভাগেই শট খেলে ফেলেন। ফলে সোজা বলটা মিস করে যান। রোহিত বোল্ড হয়েছেন বলে সরকারিভাবে দেখানো হয়। তবে অনেকের বক্তব্য, বলটা যখন স্টাম্পে লাগে, তারপরই সঞ্জুর গ্লাভসও স্টাম্পের খুব কাছে ছিল। ফলে বলের আঘাতে বেল পড়েছে নাকি সঞ্জুর গ্লাভসে লেগে বেল পড়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
তেমনই এক নেটিজেন বলেন, ‘এই ম্যাচে আরও একটি বিতর্ক হল। বলের আঘাতে বেল পড়েছিল? নাকি সঞ্জু স্যামসনের গ্লাভসের কারণে বেল পড়ে যায়? কেন রোহিত শর্মা রিভিউ করলেন না?' অপর একজন দাবি করেন, বেলটা যে সঞ্জুর হাতে লেগে পড়েছে, সেটা নিশ্চিতভাবে বলছেন না। তবে যেখানে এত একটা ‘ক্লোজ বল’ হয়েছে, সেখানে রিভিউ নেওয়া উচিত ছিল অনফিল্ড আম্পায়ারদের।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।