চেন্নাই সুপার কিংসের (সিএসকে) বিরুদ্ধে দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। মাত্র ১৫ বলে মাত্র ৩৪ রান করেছিলেন। শেষপর্যন্ত ২০ তম ওভারে মহেন্দ্র সিং ধোনির ডিরেক্ট থ্রোয়ে রান-আউট হয়ে গিয়েছিলেন। আর তাতেই মুগ্ধ হয়ে গিয়েছেন ধ্রুব জুরেল। নিজের ইনিংসের জন্য যতটা গর্ববোধ করছেন, তার থেকে অনেক বেশি গর্বিত হয়েছেন একটা জিনিসই ভেবে - ধোনি তাঁকে রান-আউট করেছেন। চিরকালের জন্য তাঁর নামের পাশে যে ধোনির নাম থাকবে, সেটা ভেবেই উত্তেজনা কমছে না রাজস্থান রয়্যালসের নয়া তারকার।
রাজস্থানের ইউটিউব চ্যানেলে নয়া তারকা ধ্রুব বলেন, ‘২০ বছর পর যখন আমি (ওই ম্যাচের) স্কোরকার্ডে চোখ বুলিয়ে দেখব এবং যখন দেখব যে ধোনি স্যার আমায় রান-আউট করেছিলেন, আমি অত্যন্ত গর্ববোধ করব। আমার নাম ওখানে থাকবে। তারপরই ধোনি স্যারের নাম থাকবে। সেটাই আমার জন্য যথেষ্ট।’
এবার আইপিএলে দারুণ ছন্দে আছেন হার্ড-পিটার ধ্রুব। লোয়ার-মিডল অর্ডারে নেমে সাতটি ম্যাচে ১৩০ রান করেছেন। গড় ৩২.৫। স্ট্রাইক রেট ১৯৬.৯৬। ১০ টি চার মেরেছেন। আটটি ছক্কা হাঁকিয়েছেন। সর্বোচ্চ ৩৪ রান অপরাজিত করেছেন। তবে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর ইনিংসই সকলের নজর কেড়ে নিয়েছে। বিশেষত যশস্বী জয়সওয়ালের সুবাদে ভালো শুরু করলেও মাঝের ওভারগুলিতে রাজস্থান গোঁত্তা খেয়েছিল।
আরও পড়ুন: RR vs CSK: ধোনি যখন প্রহরী, রান চুরি সম্ভব নয়! মাহির নিখুঁত নিশানার শিকার ধ্রুব জুরেল- ভিডিয়ো
কিন্তু ধ্রুব এবং দেবদূত পাডিক্কালের সুবাদে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেটে ২০২ রান তোলে রাজস্থান। ১৫ বলে ৩৪ রান করেন ধ্রুব। তিনটি চার মারেন। দুটি ছক্কা হাঁকান। স্ট্রাইক রেট ২২৬.৬৬। অন্যদিকে, ১৩ বলে ২৭ রান করেন দেবদূত পাডিক্কাল। ১৯.৪ ওভারে রান-আউট হয়ে যান। পাডিক্কাল সেই বলে শট মারতে ব্যর্থ হন। বল উইকেটের পিছনে চলে যায়। এক রানের জন্য দৌড়ান ধ্রুবরা। নিখুঁত নিশানায় ধ্রুবকে রান-আউট করেন ধোনি। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।