HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > KKR vs CSK: রয়, রিঙ্কু, সুয়াশ ছাড়া CSK-র কাছে KKR-র হারের কারণ বাকি সবাই! জঘন্য দিন নাইটদের

KKR vs CSK: রয়, রিঙ্কু, সুয়াশ ছাড়া CSK-র কাছে KKR-র হারের কারণ বাকি সবাই! জঘন্য দিন নাইটদের

আজ প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস চার উইকেটে ২৩৫ রান তোলে চেন্নাই সুপার কিংস। জবাবে ২০ ওভারে আট উইকেটে ১৮৬ রান তোলে কলকাতা নাইট রাইডার্স। হেরে গেল ৪৯ রানে।

আউট হয়ে হতাশ জেসন রয়। (ছবি সৌজন্যে এপি)

জেসন রয়, রিঙ্কু সিং এবং সুয়াশ শর্মাকে ছেড়ে দিন। রবিবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে যে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) হারল, সেটার জন্য দায়ী নাইট ব্রিগেডের প্রত্যেক খেলোয়াড়, কোচেরা। ইডেন গার্ডেন্সে সম্ভবত মহেন্দ্র সিং ধোনির শেষ পেশাদারি ম্যাচে নিজেদের ইতিহাসে অন্যতম জঘন্য ম্যাচ খেলল কেকেআর। আজ প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস চার উইকেটে ২৩৫ রান তোলে। জবাবে ২০ ওভারে আট উইকেটে কেকেআর ১৮৬ রান তোলে। হেরে গিয়েছে ৪৯ রানে। ২৬ বলে ৬১ রান করেন রয়। ৩৩ বলে অপরাজিত ৫৩ রান করেন রিঙ্কু।

জঘন্যতম বোলিং কেকেআরের

কোনও ভাষা বিশারদ যদি চেন্নাইয়ের বিরুদ্ধে কেকেআরের বোলিং দেখতেন, তাহলে নিশ্চিতভাবে 'জঘন্যতম'-র 'জঘন্যতম' বোঝাতে কোনও বিশেষণ আবিষ্কার করে ফেলতেন। রবিবার স্রেফ নামেই বল করলেন কেকেআরের বোলাররা। শুধু চেন্নাইয়ের ব্যাটারদের রান উপহার দিয়ে গেলেন। চেন্নাইয়ের ব্যাটারদের কোনওভাবে খাটো না করেও বলতে হয় যে তাঁদের কাজটা সহজ করে দেন কেকেআর বোলাররা। 

একমাত্র সুয়াশ শর্মা ভালো বোলিং করেন। চার ওভারে ২৯ রান দিয়ে এক উইকেট নেন। বাকিদের দেখে মনে হচ্ছিল যে ‘সাজেশন’ না মিলতেই টেনশনে সব ভুলে গিয়েছেন। একের পর এক ‘ব্যাক অফ লেংথ’ বল করে গেলেন। যেরকম বলে মার খাচ্ছিলেন, পরের বলটা ঠিক সেখানেই করছিলেন। চেন্নাইয়ের ব্যাটাররা বেধড়ক মেরে গেলেন। ইয়র্কারের সংখ্যা বা ব্লকহোলে বলের সংখ্যা খুঁজতে গেলে হাতড়াতে হবে।

১৪ বলে ৪৯ রান চেন্নাইয়ের

১৩ তম ওভারের পঞ্চম বল থেকে ১৫ ওভারের মধ্যে ঝড় তুলেছিল চেন্নাই। ওই ঝড়ই খেলার মোড় ঘুরিয়ে দেয়। তার আগে পর্যন্ত চেন্নাই ভালো ছন্দে খেললেও আইসিইউতে শ্বাস-প্রশ্বাস চলছিল কেকেআরের। ওই ১৪ বলে কেকেআরের অক্সিজেনের নলটা খুলে দেন অজিঙ্কা রাহানে এবং শিবম দুবে। ওই ১৪ বলে ৪৯ রান তোলে চেন্নাই। তারপর ফিরে তাকাতে হয়নি রাহানেদের। সেখান থেকে শেষ পাঁচ ওভারে ৭৫ রান তোলে চেন্নাই।

দিশাহীন অধিনায়ক ও টিম ম্যানেজমেন্ট

পরপর হেরে বোলারদের ঘাড়ে দোষ চাপাচ্ছিলেন। সেটা ঠিক আছে। কিন্তু চেন্নাইয়ের বিরুদ্ধে নিজে যে অধিনায়কত্ব করলেন, সেটা দেখে নিজেই সম্ভবত লজ্জা পেয়ে যাবেন। বোলাররা ভুলভাল লাইনে বল করে যাচ্ছিলেন। কেকেআর অধিনায়ক সেটা স্রেফ দেখে গেলেন। ইডেনের বাউন্ডারি ছোটো, কোনদিকে বাউন্ডারির দূরত্ব কত, সেটার বিষয়ে যে তাঁর ধারণা নেই, তা বোঝা গেল। আর ধারণা থাকলেও সেটা কাজে লাগালেন না। তবে তিনি যে শুধু একা দোষী, সেটাও নয়। কেকেআরের হেডকোচ চন্দ্রকান্ত পণ্ডিত এবং বোলিং কোচ ভরত অরুণের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠবে। ২০ ওভারের মধ্যে তাঁরা বোলারদের লাইন শুধরে দিতে পারলেন না? 

ওপেনিং জুটি নাকি মিউজিক্যাল চেয়ার?

কেকেআরে কি আদৌ ওপেনিং জুটি ঠিক করা হয় নাকি ম্যাচের সকালে মিউজিক্যাল চেয়ারের মাধ্যমে ওপেনার বেছে নেওয়া হয়, তা নিয়ে প্রশ্ন উঠবে। সাতটি ম্যাচে পাঁচটি নয়া ওপেনিং জুটি নিয়ে খেলতে নামল কেকেআর। একজন খেলোয়াড়কে গুছিয়ে নেওয়ার আগেই তাঁকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে। আজ এন জগদীশন এবং সুনীল নারিনকে যে নামানো হল, সেটার কোনও যুক্তি নেই। চোট পাওয়ায় নিয়মের গেরোয় (রাত ৯ টা ৪৪ মিনিট পর্যন্ত তাঁকে নামানো যেত না) জেসন রয়কে নামানো না গেলেও এত বড় রানের লক্ষ্যমাত্রা যেখানে, সেখানে এরকম ফাটকা খেলতে একমাত্র কেকেআরই পারে। তাও যেখানে বল সুইং করছে এবং নারিন যে শর্টবলের বিরুদ্ধে হামাগুড়ি দেন, সেটাও সবাই জানেন। তারপরও ফাটকা খেলতে গিয়ে ডুবতে হল কেকেআরকে।

আরও পড়ুন: Rahane in KKR vs CSK match: KKR-এ স্ট্রাইক রেট ছিল ১০৩, আজ ছুঁল ২৪৪! নাইট ডাগ-আউটে বল পাঠিয়ে বার্তা রাহানের?

পাওয়ার প্লে'তে 'পাওয়ার' নেই 

কোনও দল যদি ২৩৬ রান তাড়া করতে নেমে প্রথম ছয় ওভারে দুই উইকেটে ৩৮ রান তোলে, তাহলে সেখানেই ভবিষ্যৎ নির্ধারিত হয়ে যায়। রবিবার ঠিক যেমন কেকেআরের হল। এখন ওপেনিংয়ে নারিনকে নামানো আর পাড়ার ক্রিকেটে ‘দুধেভাতে’ বিষয়টা কার্যত এক। তারপরেই আউট হয়ে যান জগদীশন। এক রানে দুই উইকেট পড়ে যাওয়ার পর বেঙ্কটেশ আইয়ার এবং রানা হাত খুললেও ডট বলও খেলছিলেন। ফলে যে চার বা ছক্কা মারছিলেন, সেটা কোনও কাজে দিচ্ছিল না। 

রাসেলকে ছয়ে নামানো

২৩৬ রান তাড়া করতে নেমে জঘন্য শুরু হয়েছে। রিকোয়ার্ড রানরেটে বেড়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে রাসেলকে ব্যাটিং অর্ডারে তুলে আনল না কেকেআর। তাঁকে সাতে নামানো হল। যখন তিনি মাঠে এলেন, তখন রিকোয়ার্ড রানরেট ২০-র কাছাকাছি পৌঁছে গিয়েছে। কোনও খেলোয়াড় যতই অভাবনীয় হন না কেন, পাঁচ ওভারে ১০০ রান তাড়া করে তুলতে পারার কাজটা হাতের মোয়া হয় না। যদিও সম্ভবত সেটাই ভেবেছে কেকেআর ম্যানেজমেন্ট। তাতে ফল যা হওয়ার, সেটাই হয়েছে।

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সুইমিং পুলের জলে ডুব দিয়ে কাছের মানুষকে দুহাতে জড়িয়ে শ্রাবন্তী, সামনে এল ছবি… পাখির চোখ T20 বিশ্বকাপ, ২৫মে মার্কিন যুক্তরাষ্ট্র রওনা দেবেন রোহিত, পান্ডিয়ারা Bournemouth vs Luton Town Live Score, Bournemouth 0-0 Luton Town EPL 2023 Royal Challengers Bengaluru বনাম Chennai Super Kings ম্যাচ শুরু হতে চলেছে, পাল্লা ভারি কোন দিকে? 'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা Bournemouth vs Luton Town Live Score, Bournemouth 4-3 Luton Town EPL 2023 বাড়িতে ফ্রিজ নেই? চিন্তা করবেন না, এবার সহজেই পেয়ে যান ঠান্ডা জল হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল ‘ভারত বিশ্বের প্রাণবন্ত গণতন্ত্র,’ মোদীর নেতৃত্বের প্রতি কৃতজ্ঞ আমেরিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলকে ভোট দিয়েই প্রয়াত বৃদ্ধা, মৃত্যুর মুখে করলেন ইচ্ছাপূরণ

Latest IPL News

'ধোনি নয়, চেন্নাইয়ের অধিনায়ক হওয়ার কথা ছিল আমার', বিস্ফোরক বিশ্বকাপজয়ী তারকা হয়ত এটাই শেষ! ধোনি বনাম কোহলি মহারণে জুড়ল ‘অ্যানিম্য়াল’ টুইস্ট, ভিডিয়ো ভাইরাল অন্ধ্র প্রিমিয়র লিগের ইতিহাসে সবথেকে দামি ক্রিকেটার হওয়ার নজির SRH তারকার আমাকে কী করতে হবে, তার উপর সবটা নির্ভর করছে- T20I দলে ফেরা নিয়ে বাস্তববাদী রাহুল স্কুলের মাঠে কচিকাঁচাদের সঙ্গে ক্রিকেটে মাতলেন কামিন্স, করতে হল কিপিংও- ভিডিয়ো সংখ্যাতত্ত্বে বিরাটদের এগিয়ে রাখছেন প্রাক্তন ক্রিকেটার, বলছেন ১৮ মে খুব পয়া ওদের ৫ বছর পরে IPL-এ পেরোলেন ৪০০ রানের গণ্ডি! তাও নিজের খেলায় বিরক্ত রোহিত CSK-র রায়নার বড় ভূমিকা ছিল তাঁর কেরিয়ার গড়ার ক্ষেত্রে, ফাঁস করলেন RCB-র বিরাট কোহলির বিরাট হয়ে ওঠার পিছনে বড় অবদান রয়েছে ধোনির, দাবি সুনীল গাভাসকরের শেষ ম্যাচে নেতা বদলাচ্ছে পঞ্জাব কিংস, নতুন ক্যাপ্টেন বেছে নিল প্রীতি জিন্টার দল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ