HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > Rinku Singh in IPL 2023: নাম থেকে বিশেষণ হয়ে ওঠার যাত্রা, KKR-কে ফের স্বপ্ন দেখাতে শেখালেন সঞ্জীবনী রিঙ্কু

Rinku Singh in IPL 2023: নাম থেকে বিশেষণ হয়ে ওঠার যাত্রা, KKR-কে ফের স্বপ্ন দেখাতে শেখালেন সঞ্জীবনী রিঙ্কু

কোনও আইপিএলের মরশুমে পাঁচ বা তার নীচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রিঙ্কু সিং। এবার ৪৭৪ রান করেছেন তিনি। ভেঙে দিয়েছেন দীনেশ কার্তিকের রেকর্ড (২০১৮ সালে ৪৭২ রান করেছিলেন)। আর কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) হতাশাজনক মরশুমে একমাত্র আশার আলো হয়ে উঠেছেন।

রিঙ্কু সিং। (ছবি সৌজন্যে পিটিআই)

তিন ওভারে চাই ৫১ রান, দু'ওভারে চাই ৪১ রান, শেষ ওভারে চাই ২১ রান - সেরকম জায়গা থেকেও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) যে ম্যাচ জিততে পারে, আইপিএলের ইতিহাসে সেই আশা কতবার করেছেন নাইট সমর্থকরা, সেটা হাতে গুনে বলে দেওয়া সম্ভব। আর সেখানেই কেকেআরে ‘বসন্ত’ নিয়ে এলেন রিঙ্কু সিং। কেকেআরের সমর্থকদের ফের স্বপ্ন দেখতে শেখালেন। শেষ তিন ওভারে ৫১ রান বাকি থাকলেও কেকেআর সমর্থকরা আশা ছেড়ে দিচ্ছেন না। টিভি বা ফোনের লাইভ স্ট্রিমিং বন্ধ করে দিচ্ছেন না। বরং শেষপর্যন্ত বিশ্বাস থাকছে যে আবার কেকেআরকে জিতিয়ে দেবেন রিঙ্কু। অভাবনীয় ইনিংস খেলবেন। 

সেটাই এবারের আইপিএলে কেকেআরের সবথেকে বড় প্রাপ্তি। কার্যত হেরে যাওয়া ম্যাচে নাইটদের জিতিয়েছেন রিঙ্কু। গুজরাট টাইটানসের বিরুদ্ধে যেমন শেষ দু'ওভারে ৪৩ রান বাকি ছিল। যা শেষ ওভারে ঠেকেছিল ২৯ রানে। শেষ পাঁচটি বলে পাঁচটি ছক্কা মেরে কেকেআরকে জিতিয়েছিলেন রিঙ্কু (২১ বলে অপরাজিত ৪৮ রান করেছিলেন)। শনিবার ইডেনে লখনউ সুপার জায়েন্টসের বিরুদ্ধে সেরকমই একটি অবিশ্বাস্য ইনিংস খেলে কেকেআরকে প্রায় জিতিয়ে দিচ্ছিলেন। শেষ দু'ওভারে যখন ৪১ রান বাকি ছিল, তখন ইডেনে রিঙ্কু ঝ়ড় ওঠে। ১৯ তম ওভারে ২০ রান করেন। শেষ ওভারে যখন ২১ রান বাকি ছিল, তখন দুটি ছক্কা এবং একটি চার মারেন।

তবে শুধু যে বেধড়ক মেরে ম্যাচ ‘ফিনিশ’ করেছেন, তা নয়। যখন প্রয়োজন হয়েছে, তখন ধরে খেলে কেকেআরকে জিতিয়েছেন। দিনকয়েক আগেই চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সেই কাজটা করেছিলেন। ১৪৮ রান তাড়া করতে নেমে ৪.৩ ওভারে কেকেআরের তিন উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে ৪৩ বলে ৫৪ রানের অভিজ্ঞ এবং ধীরস্থির ইনিংস খেলে কেকেআরকে জিতিয়েছিলেন রিঙ্কু। আবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে শেষ বলে যখন দু'রান বাকি ছিল, তখন চার মেরে জিতিয়েছিলেন। 

আর রিঙ্কু যে কতটা ভালো ‘ফিনিশার’, তা পরিসংখ্যানে চোখ রাখলেই বোঝা যাবে। পরিসংখ্যান অনুযায়ী, কোনও আইপিএলের মরশুমে পাঁচ বা তার নীচে ব্যাট করতে নেমে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছেন রিঙ্কু। এবার ৪৭৪ রান করেছেন তিনি। ভেঙে দিয়েছেন দীনেশ কার্তিকের রেকর্ড (২০১৮ সালে ৪৭২ রান করেছিলেন)। আর এবার রান তাড়া করতে নেমে রিঙ্কু করেছেন ৩০৫ রান। গড় ১৭৪.২৯। গড় ১৫২.৫ (নট-আউট থেকে জেতানোর সুবাদে)। চলতি মরশুমে যে ব্যাটাররা ১০০-র বেশি বল খেলেছেন, তাঁদের মধ্যে কারও গড় ১০০ নয়।

আরও পড়ুন: IPL 2023: ভারতীয় দলে ডাক পাওয়ার কথা ভাবছিই না- প্লে-অফে উঠতে না পারায় মন খারাপ KKR-এর রিঙ্কুর

রিঙ্কু যে কাজটা করেছেন, সেই কাজটা যে কতটা কঠিন এবং সেটা যে একেবারে নিয়মিতভাবে করেছেন, তা সার্বিক পরিসংখ্যানের দিকে চোখ রাখলেই বোঝা যাবে। পরিসংখ্যান অনুযায়ী, এবার ১৪ টি ম্যাচে ৪৭৪ রান করেছেন। সর্বোচ্চ করেছেন অপরাজিত ৬৭ রান। গড় ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫২। সার্বিকভাবে আপাতত আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় নবম স্থানে আছেন। তাঁর আগে যে আটজন আছেন, তাঁদের মধ্যে সাতজনই ওপেনার। একজন শুধুমাত্র মিডল অর্ডার ব্যাটার। যেখানে লোয়ার মিডল-অর্ডারে ব্যাট করতে নামেন রিঙ্কু। 

এতকিছুর পরেও রিঙ্কু অবশ্য পুরনো দিনগুলোর কথা ভুলছেন না। একটা সময় কেকেআরে ‘ওয়াটার বয়’ হিসেবে কটাক্ষ শুনতে হত। তেমন সুযোগই পেতেন না, অথচ তাঁকে ‘ব্যর্থ’ বলে দাগিয়ে দিয়েছিলেন অনেকে। কটাক্ষ শুনতে হয়েছিল কেকেআরকেও। অনেকেই বলতেন, রিঙ্কুকে দলে নিতে পারে নাইট ব্রিগেড, কিন্তু কোনও বাঙালি ক্রিকেটারকে নিতে পারে না। তবে কেকেআর কেন রিঙ্কুকে নিয়েছিল, সেই প্রমাণ ২০২৩ সালেই দিয়েছেন আলিগড়ের নবাব। যে মরশুমে একেবারে হতাশাজনক পারফরম্যান্স করেছে কেকেআর। সেই হতাশার মধ্যে সঞ্জীবনী হয়ে উঠেছেন রিঙ্কু। নাম থেকে হয়ে উঠেছেন বিশেষণ। 

আরও পড়ুন: KKR vs LSG: ইস, রিঙ্কু যদি ওই ২ রানটা নিতেন! ১ রানে KKR-র হারের পর আক্ষেপ নাইট ফ্যানদের

তবে কেরিয়ারের শুরুতেই যেহেতু এত কটাক্ষ শুনতে হয়েছে যে ২০২৩ সালের আইপিএলে এত সাফল্যের পরেও বাস্তবের রুক্ষ জমিতেই পা রেখে চলেছেন রিঙ্কু। শনিবার ম্যাচের পর সাংবাদিক বৈঠকে তিনি বলেন, ‘গত বছর যে ইনিংসটা খেলেছিলাম, তারপরে লোকে আমায় কিছুটা চিনেছিলেন। যখন থেকে পাঁচটি ছক্কা মেরেছি, তখন থেকে অনেক ভালোবাসা ও সম্মান পাচ্ছি। অনেকে চিনে গিয়েছেন। ওটা খুব ভালো লাগছে।’ সঙ্গে তিনি বলেন, 'কোনও খেলোয়াড়ের যখন এত ভালো মরশুম কাটে, তখন সকলেরই ভালো লাগে। ভারতীয় দলে নির্বাচন নিয়ে এখন কিছু ভাবছি না। এরপর আমি বাড়ি ফিরব। আমি যেমন অনুশীলন করি, সেরকম করব।'

(IPL 2023: আইপিএল সংক্রান্ত যাবতীয় টাটকা খবর ও আপডেটের জন্য হিন্দুস্তান টাইমস বাংলার স্পেশাল পেজে - ক্লিক করুন এখানে, তাহলেই প্রবেশ করবেন আইপিএলের দুনিয়ায়)

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

আমি ভুল বলি? মোদীকে মন্ত্রপাঠের চ্যালেঞ্জ মমতার! 'আমার থেকে এককণাও বেশি জানলে….' কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন তাপস রায় সহ আরও ৬ বিজেপি প্রার্থী সন্দেশখালি স্টিং ভিডিয়ো নিয়ে মুখ খুললেন শুভেন্দু, নারদের পর এবার নয়া অস্বস্তি? AC গাড়ি ছেড়ে এ কার বাইকে চড়লেন স্বস্তিকা? নেটিজেনরা বলছেন, 'ব্রেকটা...' বিশ্বকাপের আগে প্রতিপক্ষদের হঁশিয়ারি নেপালের, ক্যারিবিয়ানদের ফের হারালেন রোহিতরা বক্রী হচ্ছে শনি! টাকা, দাম্পত্য জীবনে ৩ রাশির উন্নতি ঠেকায় কে! লাকি কারা? বিশ্বকাপের বাছাই পর্বের দল ঘোষণা, স্টিম্যাচের তালিকায় নেই বাগান ফুটবলাররা! IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের TRP: ‘বাংলার ১ নম্বর শো এখন কথা’, লিখল অগ্নিভ,কোন অঙ্কে হার ফুলকির? জবাব সাহেবের সোনা পাচার করতে গিয়ে মুম্বইতে ধরা পড়েছিলেন আফগান দূত, এবার 'অপমানে' পদত্য়াগ

Latest IPL News

IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে সময়-অর্থ খরচ করেন বিস্তর, KKR-এর মালিক হিসেবে তৃপ্তি পান কিসে, জানালেন শাহরুখ বেঙ্কটেশের ভুলে রান-আউট হয়ে ক্ষেপে লাল রাসেল, একটু হলে ভেঙেই ফেলতেন ব্যাট- Video 2024 IPL অভিযান শেষ দীপক চাহার, মায়াঙ্ক যাদবের? সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না বউয়ের সামনে MI-কে কাঁদাল 'পুুরনো' স্টার্ক, নেটপাড়া বলল KKR-র ‘লাকি চার্ম হিলি’ MI-এর বিরুদ্ধে KKR-এর হয়ে এক ম্যাচে ৪ উইকেট,রাসেল-নারিনদের সঙ্গে একাসনে স্টার্ক

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ