Kiss
সেরা খবর
সেরা ভিডিয়ো
বাবাদের (শত্রুঘ্ন সিনহা ও ইকবাল রতনসি) পাশে নিয়ে বিয়ের রেজিস্ট্রি পেপারে সই করলেন সোনাক্ষী-জাহির। সে তো নাহয় হল, বিয়ের পর একী করলেন জাহির? বাবাদের সামনেই সোনাক্ষীকে জড়িয়ে চুমু খেতে গেলেন নতুন বর। আর তাতেই কিছুটা লজ্জা পেয়ে হো হো করে হেসে ফেলেন সোনাক্ষী। শত্রুঘ্ন সিনহাকে অবশ্য সেসময় কিছুটা অপ্রস্তুত হয়ে অন্যদিকে ঘুরে যেতে দেখা গেল। ইতিমধ্যেই সামনে এসেছে সেই মুহূর্ত…। তবে আসল চমকটা বাকি ছিল, বিয়ের পর নব-দম্পতির দেওয়া রিসেপশন পার্টিতে। সেখানে বর জাহির ইকবাল যেখানে সাদা স্যুট পরে হাজির হলেন, নতুন বউ সোনাক্ষীকে দেখা গেল লাল বেনারসি ও মাথা ভর্তি সিঁদুরে। এক্কেবারেই যেন দেবদাসের পার্বতীর সেই লুক। পোশাকের সঙ্গে মিলিয়ে গলায় পান্নার হার, আর হাতে লাল আলতা। __________________________________________________________________ ‘হিন্দুস্তান টাইমস বাংলা’-র যাবতীয় আপডেটের জন্য ইউটিউবে ‘বেল' (Bell) আইকনে ক্লিক করুন। ফেসবুকে আমাদের পেজে লাইক করুন: https://www.facebook.com/hindustantimesbangla টুইটারে আমাদের টুইট করুন: https://twitter.com/HT_Bangla ইনস্টাগ্রামে ফলো করুন: https://www.instagram.com/htbangla/?hl=en #sonakshisinha #bollywood